Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Navya Naveli Nanda

অভিনয় নয়, ব্যবসা করেই উপার্জন করছেন, কী রয়েছে নব্যার সম্পত্তির তালিকায়?

স্নাতক হওয়ার পর কিছু দিন পড়াশোনা থেকে বিরতি নেন নব্যা নভেলি নন্দ। নিজের পডকাস্ট শুরু করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৮
Share: Save:
০১ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

আমদাবাদের আইআইমে ভর্তি হয়েছেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দ। তার পর থেকেই আলোচনা-বিতর্কের কেন্দ্রে তিনি। কেউ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার আগ্রহ দেখিয়েছেন তাঁর পেশা নির্বাচন নিয়ে। নব্যার সম্পত্তি নিয়েও কম কৌতূহল জাগেনি নেটব্যবহারকারীদের মনে।

০২ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

অমিতাভ এবং জয়া বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দ। শ্বেতার কন্যা নব্যা। শ্বেতার পুত্র অগস্ত্য নন্দ পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নামলেও নব্যা তা থেকে শতহস্ত দূরে রয়েছেন।

০৩ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

১৯৯৭ সালের ডিসেম্বর মাসে জন্ম নব্যার। নিউ ইয়র্ক সিটির একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইউএক্স ডিজ়াইন নিয়ে স্নাতক হয়েছেন নব্যা।

০৪ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

স্নাতক হওয়ার পর কিছু দিন পড়াশোনা থেকে বিরতি নেন নব্যা। নিজের পডকাস্ট শুরু করেছিলেন তিনি। জয়া এবং শ্বেতা দু’জনেই তাঁর শোয়ে অতিথি হয়ে আসেন।

০৫ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

নব্যার পিতা নি‌খিল নন্দ শিল্পপতি। নি‌খিলের সংস্থার অন্যতম অংশীদার নব্যা।

০৬ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

মহিলাদের অধিকার নিয়ে কাজ করেছেন নব্যা। নিজের নামে একটি অসরকারি সংস্থা গড়ে তুলেছেন তিনি।

০৭ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

লিঙ্গসাম্য থেকে শুরু করে নারীদের স্বাস্থ্য, অর্থনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা নিয়ে দেশ জুড়ে কাজ করেছেন নব্যা।

০৮ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং লিঙ্গসাম্য নিয়ে বিস্তারে আলোচনা করতে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন নব্যা।

০৯ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

নিজের পডকাস্ট শোয়ে নারীবাদ এবং সমাজের নানা দিক নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নব্যাকে।

১০ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

নব্যার পিতা নিখিলের সংস্থার বাজারমূল্য ৪০ হাজার কোটি টাকা। সেই সংস্থার কৃষি বিভাগে ০.০২ শতাংশ, অর্থাৎ আট কোটি টাকা মূল্যের অংশীদারি রয়েছে নব্যার।

১১ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

চেন্নাইয়ে নিখিলের সংস্থার যে দফতর রয়েছে, সেখানে কিছু দিন চাকরিও করেছেন নব্যা।

১২ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

এক পুরনো সাক্ষাৎকারে নব্যা জানিয়েছিলেন যে, ভবিষ্যতে তিনি এমন কিছু করতে চান যার ফলে দেশের কৃষিব্যবস্থার উন্নতি হয়।

১৩ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব সংস্থা থেকে আয় করেছেন নব্যা। বলিপাড়া সূত্রে খবর, ৬০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

১৪ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

নিখিলের সংস্থার অন্তর্গত একটি কারখানা রয়েছে মধ্যপ্রদেশে। কাজের সূত্রে সেখানেও যাতায়াত করেন নব্যা।

১৫ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

মুম্বইয়ের জুহু এলাকায় ‘প্রতীক্ষা’ নামে একটি বিলাসবহুল বাংলো রয়েছে অমিতাভ এবং জয়ার। উত্তরাধিকার সূত্রে তা শ্বেতা মারফত নব্যা এবং অগস্ত্যের পাওয়ার কথা।

১৬ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

১৭ হাজার বর্গফুটের ‘প্রতীক্ষা’ বাংলোটির বাজারমূল্য ৫০ কোটি টাকা বলে কানাঘুষো শোনা যায়।

১৭ ১৭
Net worth of Amitabh Bachchan’s granddaughter Navya Naveli Nanda

মুম্বই, দিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ব্যবসা করেন নিখিল। একাংশের দাবি, পড়াশোনা শেষ করে সেই ব্যবসা সামলানোর দায়িত্বপালন করার সম্ভাবনা রয়েছে নব্যার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy