স্নাতক হওয়ার পর কিছু দিন পড়াশোনা থেকে বিরতি নেন নব্যা নভেলি নন্দ। নিজের পডকাস্ট শুরু করেছিলেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
আমদাবাদের আইআইমে ভর্তি হয়েছেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দ। তার পর থেকেই আলোচনা-বিতর্কের কেন্দ্রে তিনি। কেউ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার আগ্রহ দেখিয়েছেন তাঁর পেশা নির্বাচন নিয়ে। নব্যার সম্পত্তি নিয়েও কম কৌতূহল জাগেনি নেটব্যবহারকারীদের মনে।
০২১৭
অমিতাভ এবং জয়া বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দ। শ্বেতার কন্যা নব্যা। শ্বেতার পুত্র অগস্ত্য নন্দ পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নামলেও নব্যা তা থেকে শতহস্ত দূরে রয়েছেন।
০৩১৭
১৯৯৭ সালের ডিসেম্বর মাসে জন্ম নব্যার। নিউ ইয়র্ক সিটির একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইউএক্স ডিজ়াইন নিয়ে স্নাতক হয়েছেন নব্যা।
০৪১৭
স্নাতক হওয়ার পর কিছু দিন পড়াশোনা থেকে বিরতি নেন নব্যা। নিজের পডকাস্ট শুরু করেছিলেন তিনি। জয়া এবং শ্বেতা দু’জনেই তাঁর শোয়ে অতিথি হয়ে আসেন।
০৫১৭
নব্যার পিতা নিখিল নন্দ শিল্পপতি। নিখিলের সংস্থার অন্যতম অংশীদার নব্যা।
০৬১৭
মহিলাদের অধিকার নিয়ে কাজ করেছেন নব্যা। নিজের নামে একটি অসরকারি সংস্থা গড়ে তুলেছেন তিনি।
০৭১৭
লিঙ্গসাম্য থেকে শুরু করে নারীদের স্বাস্থ্য, অর্থনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা নিয়ে দেশ জুড়ে কাজ করেছেন নব্যা।
০৮১৭
জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং লিঙ্গসাম্য নিয়ে বিস্তারে আলোচনা করতে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন নব্যা।
০৯১৭
নিজের পডকাস্ট শোয়ে নারীবাদ এবং সমাজের নানা দিক নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নব্যাকে।
১০১৭
নব্যার পিতা নিখিলের সংস্থার বাজারমূল্য ৪০ হাজার কোটি টাকা। সেই সংস্থার কৃষি বিভাগে ০.০২ শতাংশ, অর্থাৎ আট কোটি টাকা মূল্যের অংশীদারি রয়েছে নব্যার।
১১১৭
চেন্নাইয়ে নিখিলের সংস্থার যে দফতর রয়েছে, সেখানে কিছু দিন চাকরিও করেছেন নব্যা।
১২১৭
এক পুরনো সাক্ষাৎকারে নব্যা জানিয়েছিলেন যে, ভবিষ্যতে তিনি এমন কিছু করতে চান যার ফলে দেশের কৃষিব্যবস্থার উন্নতি হয়।
১৩১৭
পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব সংস্থা থেকে আয় করেছেন নব্যা। বলিপাড়া সূত্রে খবর, ৬০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।
১৪১৭
নিখিলের সংস্থার অন্তর্গত একটি কারখানা রয়েছে মধ্যপ্রদেশে। কাজের সূত্রে সেখানেও যাতায়াত করেন নব্যা।
১৫১৭
মুম্বইয়ের জুহু এলাকায় ‘প্রতীক্ষা’ নামে একটি বিলাসবহুল বাংলো রয়েছে অমিতাভ এবং জয়ার। উত্তরাধিকার সূত্রে তা শ্বেতা মারফত নব্যা এবং অগস্ত্যের পাওয়ার কথা।
১৬১৭
১৭ হাজার বর্গফুটের ‘প্রতীক্ষা’ বাংলোটির বাজারমূল্য ৫০ কোটি টাকা বলে কানাঘুষো শোনা যায়।
১৭১৭
মুম্বই, দিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ব্যবসা করেন নিখিল। একাংশের দাবি, পড়াশোনা শেষ করে সেই ব্যবসা সামলানোর দায়িত্বপালন করার সম্ভাবনা রয়েছে নব্যার।