‘ডাইনি’ শব্দটি শুনলেই যেন বুক থেকে রক্ত উবে যায়। বিশ্বের সব সভ্যতাতেই কোনও না কোনও ভাবে রয়ে গিয়েছে ডাইনিদের অস্তিত্ব। কোথাও উপজাতিদের মধ্যে, কোথাও আবার সমাজের মূল ধারাতেই রয়েছে ডাইনিবিদ্যার চর্চা। আদিকাল থেকে আজ পর্যন্ত বহমান থেকেছে এই চর্চা। মধ্যযুগে এবং তার পরবর্তী কালে ইউরোপে হাজার হাজার মানুষকে ‘ডাইনি’ অভিযোগে পুড়িয়ে মারে তৎকালীন ক্যাথলিক চার্চ। তা সত্ত্বেও টিকে থাকে ডাইনিবিদ্যার চর্চা বা উইচক্র্যাফট। আশ্চর্যের ব্যাপার এটাই যে, একদা যা ছিল অতি গর্হিত অপরাধ, আজ পশ্চিমি দুনিয়ায় সেই উইচক্র্যাফটই হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি টাকার ব্যবসা।