Mukesh Ambani becomes the richest sports owner in the world dgtl
Mukesh Ambani
টাকার খনি অম্বানীর খেল খেলার মাঠেও! বিশ্বের সবচেয়ে ধনী দলপতি এখন মুকেশ
ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী ৮৩০০ কোটি ডলার সম্পত্তির অধিকারী হয়ে প্রথম স্থানে নাম লিখিয়েছেন মুকেশ। এত দিন পর্যন্ত এই তালিকার শীর্ষে ছিলেন স্টিভ বলমার।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৭:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
এশিয়ার ধনী শিল্পপতিদের তালিকাতেই শুধু নয়, এ বার সবচেয়ে ধনী ক্রীড়াদল মালিকের তালিকাতেও সেরার সেরা হলেন মুকেশ অম্বানী।
০২১৫
ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী ৮৩০০ কোটি ডলার সম্পত্তির অধিকারী হয়ে প্রথম স্থানে নাম লিখিয়েছেন মুকেশ। এত দিন পর্যন্ত এই তালিকার শীর্ষে ছিলেন স্টিভ বলমার। এই বছর স্টিভকেও অতিক্রম করে গিয়েছেন মুকেশ।
০৩১৫
মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশের পরেই ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ বলমার।
০৪১৫
আমেরিকার বাসিন্দা স্টিভ লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স দলের মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০০০ কোটি ডলার।
০৫১৫
স্টিভের পর বিশ্বের তৃতীয় ধনী ক্রীড়াদলের মালিক হিসাবে নাম লিখিয়েছেন রব ওয়ালটন।
০৬১৫
ডেনভার ব্রঙ্কোস দলের মালিক রব। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৭৬০ কোটি ডলার।
০৭১৫
চতুর্থ স্থানে রয়েছে ফ্রাঙ্কোইস পিনল্ট অ্যান্ড ফ্যামিলির নাম। স্টেড রেনাইস এফসি দলের মালিক তিনি। কিন্তু মোট সম্পত্তির পরিমাণ রবের চেয়ে অনেকটাই কম তাঁদের। ফোর্বস সূত্রে খবর, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪০০০ কোটি টাকা।
০৮১৫
অস্ট্রিয়ার বাসিন্দা মার্ক ম্যাটেসচিৎজ রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৪৭০ কোটি ডলার।
০৯১৫
যদিও একটি নয়, তিনটি দলের মালিক মার্ক। নিউ ইয়র্ক রেড বুলস, রেড বুল রেসিং এবং আরবি লেইপজিগ দলের মালিকানা রয়েছে মার্কের কাছে।
১০১৫
২২৯০ কোটি ডলার সম্পত্তির মালিকানা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন জেমস র্যাটক্লিফ। ব্রিটেনের বাসিন্দা জেমস ওজিসি নাইস ক্রীড়াদলের মালিক।
১১১৫
প্রথম দশে রয়েছে জাপানও। জাপানের বাসিন্দা মাসাইয়োশি সোনের কাছে মালিকানা রয়েছে ফুকুয়োকা সফ্টব্যাঙ্ক হকস দলের। ফোর্বসের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি। মাসাইয়োশির মোট সম্পত্তির পরিমাণ ২২৪০ কোটি টাকা।
১২১৫
ধনী ক্রীড়াদলের মালিকের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ডেভিড টেপার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫০ কোটি ডলার।
১৩১৫
আমেরিকার বাসিন্দা ডেভিড। ক্যারোলিনা প্যান্থার্স এবং শার্লট এফসি দলের মালিকানা রয়েছে তাঁর।
১৪১৫
ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ক্রীড়াদলের মালিক ড্যানিয়েল গিলবার্ট। আমেরিকার বাসিন্দা ড্যানিয়েল নবম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮০০ কোটি ডলার।
১৫১৫
ফোর্বসের তালিকায় দশম স্থানে রয়েছেন আরও এক আমেরিকার বাসিন্দা স্টিভ কোহেন। নিউ ইয়র্ক মেটস দলের মালিক তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭৫০ কোটি ডলার।