Mother Turns detective to hunt down the man who assaulted daughter dgtl
Crime
যৌন হেনস্থা করা হয় কন্যাকে! অভিযুক্তকে খুঁজে বার করতে নিজেই গোয়েন্দা হন মা
অফিস থেকে বেরোনোর পর এক যুবক তার যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করে ওই নাবালিকা। এ কথা জানার পরই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোন তার মা।
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আর পাঁচ দিনের মতোই সেদিন অফিস থেকে বেরিয়েছিল ১৬ বছরের এক নাবালিকা। সারাদিনের ক্লান্তি চোখে-মুখে মেখে বাড়ি ফেরার জন্য মরিয়া ছিল সে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যে তার জন্য অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি ওই নাবালিকা। আচমকা দেখল, এক যুবক তার সামনে দাঁড়িয়ে রয়েছেন।
প্রতীকী ছবি।
০২১২
কোনও কিছু বুঝে ওঠার আগেই নাবালিকার হাত ধরে টানাটানি শুরু করলেন ওই অচেনা যুবক। নিজের সম্ভ্রম বাঁচাতে কম চেষ্টা করেনি নাবালিকা। কিন্তু ব্যর্থ হয় সে। ওই অ়জ্ঞাতপরিচয় যুবক তার যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছে ওই নাবালিকা।
প্রতীকী ছবি।
০৩১২
যুবকের সঙ্গে ধস্তাধস্তি হয় নাবালিকার। শেষে যুবকের খপ্পর থেকে নিজেকে বাঁচায় সে। অফিস থেকে বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ষোড়শী বিধ্বস্ত। ভয়ে কুঁকড়ে গিয়েছিল সে।
প্রতীকী ছবি।
০৪১২
এই ঘটনার কথা নিজের মাকে জানায় নাবালিকা। কোনও কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরোন নাবালিকার মা। না, পুলিশে অভিযোগ জানানোর জন্য সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বাড়ি থেকে বার হননি নাবালিকার মা। তাঁর উদ্দেশ্য ছিল অন্য।
প্রতীকী ছবি।
০৫১২
যৌন হেনস্থায় অভিযুক্ত যুবককে খুঁজতে সে রাতে নিজেই গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হন নাবালিকার মা। যে এলাকায় নাবালিকার যৌন হেনস্থা করা হয়েছিল, সেই এলাকায় যান ওই মহিলা।
প্রতীকী ছবি।
০৬১২
ওই এলাকায় কিছুটা যাওয়ার পরই এক যুবককে দেখতে পান নাবালিকার মা। এক হাতে মদের বোতল নিয়ে রাস্তা ধরে হাঁটছিলেন ওই যুবক।
প্রতীকী ছবি।
০৭১২
সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে ওই যুবকের পথ আটকান নাবালিকার মা। সরাসরি তাঁর কাছে জানতে চান, ওই যুবক তাঁর কন্যার যৌন হেনস্থা করেছেন কি না। ওই যুবকের ছবিও তুলে নেন নাবালিকার মা।
প্রতীকী ছবি।
০৮১২
পরের দিনই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত ৩৯ বছরের মাদমুদ নুর ইব্রাহিম। ঘটনাটি ইংল্যান্ডের হাল শহরের। গত বছর এই অভিযোগ উঠেছিল।
ছবি সংগৃহীত।
০৯১২
গত বছরের নভেম্বর মাসে যৌন হেনস্থার কথা স্বীকার করেন ওই যুবক। তাঁকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ইব্রাহিম সমাজের জন্য ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছিলেন বিচারক।
প্রতীকী ছবি।
১০১২
যৌন হেনস্থার অভিযোগ স্বীকার করে নিয়ে ওই যুবক জানিয়েছিলেন, তিনি নাবালিকাকে চুম্বন করেছিলেন। নাবালিকাকে দেখে ২০-২৫ বছরের তরুণী মনে হয়েছিল, সে কারণেই তাঁকে চুম্বন করেছিলেন বলে দাবি করেছিলেন ওই যুবক।
প্রতীকী ছবি।
১১১২
ইব্রাহিমের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল এই অপরাধের জন্য দুঃখপ্রকাশ করেছেন। হাল ক্রাউন কোর্টের বিচারকের পর্যবেক্ষণ, মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক ইব্রাহিম।
প্রতীকী ছবি।
১২১২
আদালত এ-ও জানায় যে, ইব্রাহিমের অপরাধ নাবালিকার উপর মারাত্মক প্রভাব ফেলেছে। ওই যুবককে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ বছর সে দেশের যৌন অপরাধীর তালিকায় নাম নথিভুক্ত থাকবে ওই যুবকের।