Mother forced daughter, 17, to sleep with multiple men to pay off loan shark debt dgtl
Crime
জোর করে মেয়েকে পুরুষদের শয্যাসঙ্গিনী করলেন মা! ঋণের টাকা মেটাতেই কি এমন কাণ্ড?
মালয়েশিয়ার জোহর এলাকার এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঋণ শোধ করতে নিজের ছোট মেয়েকে একাধিক পুরুষের শয্যাসঙ্গিনী করেছেন বলে অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী’— মা সম্পর্কে এই কথা সর্বজনবিদিত। কিন্তু এই ‘জননী’র সঙ্গে বোধহয় এই উক্তির সাযুজ্য পাওয়া যায় না। কারণ, ঘাড় থেকে ঋণের বোঝা সরাতে নিজের ছোট মেয়েকেই একাধিক পুরুষের বিছানায় তুলে দিয়েছেন তিনি।
০২১৫
মালয়েশিয়ার জোহর এলাকার এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঋণ শোধ করতে নিজের ছোট মেয়েকে একাধিক পুরুষের শয্যাসঙ্গিনী বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
০৩১৫
১৭ বছরের ওই কিশোরীকে শেষমেশ তাঁর এমন মায়ের খপ্পর থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে শিশুদের রাখার বিশেষ জায়গায়।
০৪১৫
সংবাদ সংস্থা সূত্রে খবর, একাধিক ব্যক্তির থেকে টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। কিছু ঋণ মেয়ের নামেও নেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে।
০৫১৫
মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘চায়না প্রেস’ সূত্রে খবর, নির্যাতিতা কিশোরী দাবি করেছেন, চলতি বছরের শুরুতে ৬০ বছর বয়সি ভাড়াটিয়ার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হয়েছে তাকে।
০৬১৫
ওই বৃদ্ধকে ‘গডফাদার’ বলে ডাকে কিশোরী। কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য টাকা দিতেন ‘গডফাদার’। সেই টাকা পরে তাঁর মাকে দিত কিশোরী।
০৭১৫
যত দিন কিশোরীর সঙ্গে ওই বৃদ্ধ শারীরিক সম্পর্ক স্থাপন করতেন, তত দিন একে অপরকে ‘বয়ফ্রেন্ড’, ‘গার্লফ্রেন্ড’ বলে সম্বোধন করতেন। ঋণের টাকা মেটাতে ওই বৃদ্ধ যাতে আর্থিক ভাবে সাহায্য চালিয়ে যান, সে কারণেই তাঁর শয্যাসঙ্গিনী হতে কিশোরীকে বাধ্য করতেন তার মা। এমনই অভিযোগ করেছেন ওই কিশোরী।
০৮১৫
ওই ব্যক্তির থেকে নিয়মিত ভাবে ঋণ নিতেন কিশোরীর মা। একই রকম ভাবে অন্য এক ব্যক্তির সঙ্গে যৌন মিলনে কিশোরীকে বাধ্য করা হত বলে অভিযোগ।
০৯১৫
এই ভাবে দিনযাপনের পর বাড়ি ছেড়ে পালায় কিশোরী। চলতি বছরের মার্চ মাসে বাড়ির কাছে একটি শিশুদের আবাসে আশ্রয় নেয় সে।
১০১৫
এক সমাজকর্মী কিশোরীর ব্যাপারে জানতে পারেন। কিশোরী যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে নিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন ওই সমাজকর্মী।
১১১৫
শিশুদের আবাসে কিশোরীর যাওয়ার পর তাঁর মায়ের সঙ্গে ওই সমাজকর্মী একটি চুক্তি করেন। আগামী দিনে মেয়ের ব্যাপারে নাক গলাবেন না, এই মর্মে চুক্তি হয়।
১২১৫
কিন্তু সেই চুক্তি ভেঙে কিশোরীর মা পাল্টা দাবি করেন যে, শিশুদের ওই আবাস কর্তৃপক্ষ তাঁর মেয়েকে আটকে রেখেছেন। এর পরই একাধিক হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ করেন শিশু আবাস কর্তৃপক্ষ।
১৩১৫
হেনস্থার জেরে বাধ্য হয়ে গত ২০ সেপ্টেম্বর পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরী। সে স্পষ্ট জানিয়েছে, মায়ের কাছে আর ফিরতে চায় না। নতুন জীবন শুরু করতে চায়।
১৪১৫
‘চায়না প্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৫১৫
তবে এই ঘটনায় কিশোরীর মাকে গ্রেফতার করা হয়েছে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। বর্তমানে শিশুদের আবাসে থেকেই আগামী দিনে ঘুরে দাঁড়াতে চায় ওই কিশোরী।