Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Miser Millionaire

গুনে খরচ করেন, খরচ বাঁচাতে বিড়ালের খাবারও খান! এইমিই কি কৃপণতম কোটিপতি?

এইমি নিজেই ঘোষণা করেছেন যে, দুনিয়ার সব থেকে কিপটে উদ্যোগপতি তিনি। নিতান্ত প্রয়োজন না হলে নতুন কিছু কেনেন না। টাকা বাঁচাতে বিড়ালের খাবারও খেয়ে নেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ০৮:৩১
Share: Save:
০১ ১৫
Picture of cat

ধনসম্পত্তির নিরিখে পাল্লা দিতে পারেন অনেক কোটিপতিকে। কিন্তু ওইটুকুই। জীবনযাপন নিয়ে তিনি কারও সঙ্গে পাল্লা দিতে রাজি নন তিনি। নিজেই ঘোষণা করেছেন যে, দুনিয়ার সব থেকে কিপটে উদ্যোগপতি তিনি। নিতান্ত প্রয়োজন না হলে নতুন কিছু কেনেন না। টাকা বাঁচাতে বিড়ালের খাবারও খেয়ে নেন।

০২ ১৫
picture of millionaire Aimee Elizabeth

সিনেমা নয়, বাস্তবেই রয়েছেন এমন শিল্পপতি। নাম এইমি এলিজাবেথ। এইমির মোট সম্পত্তির পরিমাণ ৩৮.৭১ কোটি টাকা।

০৩ ১৫
picture of millionaire Aimee Elizabeth

আপনার কাছে যদি এই টাকা থাকে, কী করবেন? বিলাসবহুল জীবনযাপন করবেন। ঘুরবেন, বেড়াবেন। সেটাই তো স্বাভাবিক! এইমি এ সব পথে হাঁটেন না। তিনি গুনে গুনে খরচ করেন প্রত্যেকটি টাকা।

০৪ ১৫
picture of millionaire Aimee Elizabeth

এইমির বয়স ৫০। আমেরিকার লাস ভেগাসে থাকেন তিনি। মাসে সংসার চালানোর জন্য নিজের জন্য বরাদ্দ করেছেন এক হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৭৩ হাজার টাকা। তার থেকে এক টাকাও বেশি খরচ করেন না এইমি। দরকার পড়লেও নয়।

০৫ ১৫
representational picture of winter

খরচ বাঁচানোর জন্য নানা কৌশল রয়েছে এইমির। বিদ্যুতের বিলেও সাশ্রয় করেন তিনি। যত ঠান্ডাই পড়ুক, জল গরম করার জন্য নির্দিষ্ট সময়ের বেশি হিটার চালান না। দিনে মাত্র ২২ মিনিট চালান হিটার। তাতেই গরম হয়ে যায় স্নানের জল। হিসাব করে দেখেছেন, দাবি এইমির।

০৬ ১৫
picture of millionaire Aimee Elizabeth

একটি সাক্ষাৎকারে এইমি বলেন, ‘‘এমনিতে সারা দিন আমি জলের হিটার বন্ধ রাখি। স্নানের জন্য ২২ মিনিট চালালেই চলে। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে জলের হিটার চালাই। ২২ মিনিট সময় সেট করে দিই, যাতে এক টাকাও নষ্ট না হয়।’’ এইমির দাবি, এতে মাসে ৮০ ডলার বেঁচে যায়। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৬ হাজার টাকারও বেশি। মাঝেমধ্যে সকালে উঠে হিটার চালাতে ভুলে যান বলেও জানিয়েছেন তিনি। সে সব দিন বরফ-ঠান্ডা জলেই স্নান সেরে নেন বলে জানিয়েছেন এইমি।

০৭ ১৫
picture of millionaire Aimee Elizabeth

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে এইমির। তার পর থেকে প্রাক্তন স্বামী মিশেলের দেওয়া বাড়িতেই থাকেন তিনি। সেই বাড়ি পরিষ্কার করে দিয়ে যান খোদ মিশেল। তাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করার খরচও বেঁচে যায় এইমির।

০৮ ১৫
picture of millionaire Aimee Elizabeth

কেন প্রাক্তন স্ত্রীর বাড়িতে এসে সব পরিষ্কার করে দিয়ে যান মিশেল? এইমি জানিয়েছেন, এর ফলে মিশেলের শরীরচর্চা হয়ে যায়। তিনি রোগা থাকতে পারেন।

০৯ ১৫
picture of cat

টাকা বাঁচাতে এইমি পোষ্য বিড়ালের খাবারও খেয়ে নেন। বিড়ালের জন্য আনা ক্যানবন্দি টুনা বা চিকেনের ঝোল বানিয়ে খেয়ে নেন। কারণ বিড়ালের জন্য যে ক্যানবন্দি টুনা বা চিকেন পাওয়া যায়, তা ৩০ সেন্ট সস্তা। ভারতীয় মুদ্রায় দেড় টাকার মতো।

১০ ১৫
picture of millionaire Aimee Elizabeth

শুধু নিজে নন, বাড়িতে অতিথি এলে তাঁদেরও এই খাবারই দেন এইমি। তাঁর কথায়, ‘‘লোকজন এ সব জানলে রেগে যাবে। তাতে আমার কিছু যায়-আসে না। টাকা বাঁচলেই হল।’’

১১ ১৫
representational picture of washing utensil

সব্জি কাটার জন্য তাঁর রান্নাঘরে একটাই ছুরি। একটার বেশি কেনেন না। বাসন মাজার স্পঞ্জ যত ক্ষণ না ছিঁড়ে যায়, তত ক্ষণ ব্যবহার করে যান। অতিথিরা এসে দেখে ঘেন্না পান। এইমি অবশ্য সে সব পাত্তা দেন না।

১২ ১৫
representational picture

কেন এ ভাবে টাকা বাঁচান এইমি? জবাব দিয়েছেন নিজেই। তিনি জানিয়েছেন, ছোট থেকে দারিদ্র দেখেছেন। কষ্টে মানুষ হয়েছেন। কৈশোরেই আশ্রয়হীন হয়েছেন। তাই আজ এক টাকাও বেশি খরচ করেন না।

১৩ ১৫
picture of millionaire Aimee Elizabeth

প্রথম জীবনে ঘরে রাখার গাছের ব্যবসা শুরু করেন এইমি। পাশাপাশি লোকজনের পোষ্যের দেখভালের কাজ করতেন তিনি। সে জন্য পারিশ্রমিক নিতেন। সেই টাকা জমিয়েই ১৯৯১-৯২ সালে একটি নাইটক্লাব কেনেন তিনি। একটি ফ্যাশন শোয়েরও মালিকানা ছিল তাঁর নামে।

১৪ ১৫
picture of millionaire Aimee Elizabeth

২০০১ সালে সব ব্যবসা বিক্রি করে দেন এইমি। বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে। সেখান থেকেও অবসর নিয়েছেন। এখন রিয়েল এস্টেট এবং কোন ব্যবসায় কতটা বিনিয়োগ করবেন, অর্থের বিনিময়ে সেই পরামর্শ দেন। বইও লেখেন।

১৫ ১৫
picture of millionaire Aimee Elizabeth

জো বাইডেন সরকারের সমালোচক এইমি। প্রায়ই সমাজমাধ্যমে সেই নিয়ে মুখ খোলেন। সমাজমাধ্যমে চাকরিজীবীদের হয়েও জোরালো সওয়াল করেন তিনি। অভিযোগ করেছেন, নতুন সরকারের আমলে চাপে আমেরিকার খেটে খাওয়া মানুষেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy