২০১০ সালে ইনস্টাগ্রামের পথচলা শুরু। তার পর বহু বার ভোল পাল্টেছে এই সমাজমাধ্যম। আগে শুধু ছবি দেখা যেত। এখন প্রিয়জন, পরিচিতদের সঙ্গে যোগাযোগের সূত্র এই ইনস্টাগ্রাম। কেনাকাটা থেকে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মঞ্চ। রোজগারের উপায়। বিনোদনেরও মাধ্যম। এই ইনস্টাগ্রামের দৌলতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি পাশের পাড়ার কিশোরীও তারকা। যাঁর অনুগামী যত বেশি, তিনি তত বড় তারকা! এই তালিকার প্রথম দশে কারা রয়েছেন?