Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Expensive Pens

গায়ে গাঁথা কালো হিরে থেকে বিরল সবুজ রত্ন! বিশ্বের সবচেয়ে দামি কলমগুলির দাম কত?

নামী ব্র্যান্ডের কলম সংগ্রহের শখ পোষণ করেন অনেকে। বিশ্বে এমনও কয়েকটি কলম রয়েছে যেগুলির দাম কয়েক কোটি টাকা। সেই কলমগুলির বৈশিষ্ট্যও নজরকাড়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৭
Share: Save:
০১ ১৮
কারও পুরনো বই সংগ্রহের শখ, কেউ আবার পুরনো কয়েন অথবা ডাকটিকিট সংগ্রহ করতে ভালবাসেন। নামী ব্র্যান্ডের কলম সংগ্রহেরও শখ পোষণ করেন অনেকে। বিশ্বে এমনও কয়েকটি কলম রয়েছে যার দাম কয়েক কোটি টাকা। সেই কলমগুলির বৈশিষ্ট্যও নজরকাড়া।

কারও পুরনো বই সংগ্রহের শখ, কেউ আবার পুরনো কয়েন অথবা ডাকটিকিট সংগ্রহ করতে ভালবাসেন। নামী ব্র্যান্ডের কলম সংগ্রহেরও শখ পোষণ করেন অনেকে। বিশ্বে এমনও কয়েকটি কলম রয়েছে যার দাম কয়েক কোটি টাকা। সেই কলমগুলির বৈশিষ্ট্যও নজরকাড়া।

০২ ১৮
২০১০ সালে সাংহাইয়ে প্রায় ৬৬ কোটি টাকা দিয়ে নিলামে বিক্রি হয় ইটালির সংস্থা নির্মিত একটি কলম। অধিকাংশের দাবি, বিশ্বের সবচেয়ে দামি কলম এটি। কলমটির নাম ‘দ্য ফালগর নকটার্নাস’।

২০১০ সালে সাংহাইয়ে প্রায় ৬৬ কোটি টাকা দিয়ে নিলামে বিক্রি হয় ইটালির সংস্থা নির্মিত একটি কলম। অধিকাংশের দাবি, বিশ্বের সবচেয়ে দামি কলম এটি। কলমটির নাম ‘দ্য ফালগর নকটার্নাস’।

০৩ ১৮
‘দ্য ফালগর নকটার্নাস’-এর মূল্য ভারতীয় মুদ্রা অনুযায়ী ৬৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা। ৯৪৫ টুকরো কালো হিরে এবং ১২৩ টুকরো রুবি গেঁথে এই কলমটি তৈরি করা হয়েছে।

‘দ্য ফালগর নকটার্নাস’-এর মূল্য ভারতীয় মুদ্রা অনুযায়ী ৬৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা। ৯৪৫ টুকরো কালো হিরে এবং ১২৩ টুকরো রুবি গেঁথে এই কলমটি তৈরি করা হয়েছে।

০৪ ১৮
১৮ ক্যারাট সাদা সোনার উপর ১৪০০টি হিরের টুকরো। সোনা এবং হিরে দিয়ে তৈরি ‘মঁব্লাঁ বোহেম রয়্যাল’ কলমের মূল্য ভারতীয় মুদ্রায় ১২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা।

১৮ ক্যারাট সাদা সোনার উপর ১৪০০টি হিরের টুকরো। সোনা এবং হিরে দিয়ে তৈরি ‘মঁব্লাঁ বোহেম রয়্যাল’ কলমের মূল্য ভারতীয় মুদ্রায় ১২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা।

০৫ ১৮
প্ল্যাটিনাম ব্যারেল এবং ৩০ ক্যারাট হিরে দিয়ে ইটালিতে তৈরি করা হয় ‘অরোরা ডায়ামেন্টে’ কলমটি। বছরে এক বার এই কলমটি তৈরি করা হয়।

প্ল্যাটিনাম ব্যারেল এবং ৩০ ক্যারাট হিরে দিয়ে ইটালিতে তৈরি করা হয় ‘অরোরা ডায়ামেন্টে’ কলমটি। বছরে এক বার এই কলমটি তৈরি করা হয়।

০৬ ১৮
‘অরোরা ডায়ামেন্টে’ কলমে নিজের ইচ্ছামতো স্বাক্ষর বা ছবি খোদাই করা যায়। ভারতীয় মুদ্রায় এই কলমটির মূল্য ১২ কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৪০০ টাকা।

‘অরোরা ডায়ামেন্টে’ কলমে নিজের ইচ্ছামতো স্বাক্ষর বা ছবি খোদাই করা যায়। ভারতীয় মুদ্রায় এই কলমটির মূল্য ১২ কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৪০০ টাকা।

০৭ ১৮
সুইৎজ়ারল্যান্ডে একটি বিশেষ ধরনের ফাউন্টেন পেন তৈরি করা হয় যার কাঠামো ১৮ ক্যারাট সাদা সোনা দিয়ে নির্মিত। পুরো কলমটি ৮৫০টি হিরের টুকরো দিয়ে সাজানো।

সুইৎজ়ারল্যান্ডে একটি বিশেষ ধরনের ফাউন্টেন পেন তৈরি করা হয় যার কাঠামো ১৮ ক্যারাট সাদা সোনা দিয়ে নির্মিত। পুরো কলমটি ৮৫০টি হিরের টুকরো দিয়ে সাজানো।

০৮ ১৮
কারান ডি’একের তৈরি হিরে বসানো কলম‘১০১০ ডায়মন্ড ফাউন্টেন পেন’। ভারতীয় মুদ্রায় এই কলমের মূল্য ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা।

কারান ডি’একের তৈরি হিরে বসানো কলম‘১০১০ ডায়মন্ড ফাউন্টেন পেন’। ভারতীয় মুদ্রায় এই কলমের মূল্য ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা।

০৯ ১৮
‘হেভেন গোল্ড’ নামের একটি কলমও বিশ্বের সবচেয়ে দামি কলমের তালিকায় নাম লিখিয়েছে।

‘হেভেন গোল্ড’ নামের একটি কলমও বিশ্বের সবচেয়ে দামি কলমের তালিকায় নাম লিখিয়েছে।

১০ ১৮
ভারতীয় মুদ্রা অনুযায়ী ‘হেভেন গোল্ড’ কলমের মূল্য ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা। চিনা নিউমেরোলজির উপর নির্ভর করে ১,৮৮৮টি হিরের টুকরো দিয়ে কলমটি তৈরি হয়েছে।

ভারতীয় মুদ্রা অনুযায়ী ‘হেভেন গোল্ড’ কলমের মূল্য ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা। চিনা নিউমেরোলজির উপর নির্ভর করে ১,৮৮৮টি হিরের টুকরো দিয়ে কলমটি তৈরি হয়েছে।

১১ ১৮
সাভোরাইট নামে একটি সবুজ রত্নও ‘হেভেন গোল্ড’ কলম নির্মাণে ব্যবহার করা হয়েছে। এই অমূল্য রত্নটি আফ্রিকায় পাওয়া যায়।

সাভোরাইট নামে একটি সবুজ রত্নও ‘হেভেন গোল্ড’ কলম নির্মাণে ব্যবহার করা হয়েছে। এই অমূল্য রত্নটি আফ্রিকায় পাওয়া যায়।

১২ ১৮
রত্নখচিত কলমের মধ্যে প্রথম সারিতে রয়েছে মঁব্লাঁ এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস যৌথ ভাবে নির্মাণ করেছে ‘মিস্ট্রি মাস্টারপিস’। এই কলমটির মূল্য ৬ কোটি ৬ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। ৩০ ক্যারাটের রত্নের পাশাপাশি এই কলমে হিরের টুকরোও গাঁথা রয়েছে।

রত্নখচিত কলমের মধ্যে প্রথম সারিতে রয়েছে মঁব্লাঁ এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস যৌথ ভাবে নির্মাণ করেছে ‘মিস্ট্রি মাস্টারপিস’। এই কলমটির মূল্য ৬ কোটি ৬ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। ৩০ ক্যারাটের রত্নের পাশাপাশি এই কলমে হিরের টুকরোও গাঁথা রয়েছে।

১৩ ১৮
২০০৭ সালে মঁব্লাঁর তরফে ‘প্রিন্স রেনিয়ার ৩’ নামে একটি কলম তৈরি করা হয়। হিরে এবং রুবি দিয়ে তৈরি এই কলমে ১৮ ক্যারাট সাদা সোনা ব্যবহার করা হয়েছে।

২০০৭ সালে মঁব্লাঁর তরফে ‘প্রিন্স রেনিয়ার ৩’ নামে একটি কলম তৈরি করা হয়। হিরে এবং রুবি দিয়ে তৈরি এই কলমে ১৮ ক্যারাট সাদা সোনা ব্যবহার করা হয়েছে।

১৪ ১৮
ভারতীয় মু্দ্রায় ‘প্রিন্স রেনিয়ার ৩’ কলমের মূল্য ২ কোটি ১২ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা। এই ধরনের মোট ৮১টি কলম তৈরি করা হয়েছিল। প্রতিটি কলমই নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়ে গিয়েছে।

ভারতীয় মু্দ্রায় ‘প্রিন্স রেনিয়ার ৩’ কলমের মূল্য ২ কোটি ১২ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা। এই ধরনের মোট ৮১টি কলম তৈরি করা হয়েছিল। প্রতিটি কলমই নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়ে গিয়েছে।

১৫ ১৮
সুইৎজ়ারল্যান্ডের সংস্থা ক্যারান ডি’এক ২০০১ সালে এক বিশেষ ধরনের কলম তৈরি করে যার নাম ‘লা মর্ডানিস্টা’। এই ধরনের কলম মোট আটটি তৈরি করা হয়েছিল।

সুইৎজ়ারল্যান্ডের সংস্থা ক্যারান ডি’এক ২০০১ সালে এক বিশেষ ধরনের কলম তৈরি করে যার নাম ‘লা মর্ডানিস্টা’। এই ধরনের কলম মোট আটটি তৈরি করা হয়েছিল।

১৬ ১৮
‘লা মর্ডানিস্টা’ কলমের ব্যারেল প্লাটিনাম দিয়ে তৈরি। এর উপর তিন হাজারটিরও বেশি হিরের টুকরো গাঁথা রয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই কলমের মূল্য ২ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

‘লা মর্ডানিস্টা’ কলমের ব্যারেল প্লাটিনাম দিয়ে তৈরি। এর উপর তিন হাজারটিরও বেশি হিরের টুকরো গাঁথা রয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই কলমের মূল্য ২ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

১৭ ১৮
মঁব্লাঁর তরফে ‘বোহেমে প্যাপিলন’ নামে একটি কলম তৈরি করা হয়। এই কলমটি ছ’টি ধাঁচে তৈরি করা হয়। এক হাজারের বেশি রত্ন দিয়ে তৈরি করা হয় এই কলমটি।

মঁব্লাঁর তরফে ‘বোহেমে প্যাপিলন’ নামে একটি কলম তৈরি করা হয়। এই কলমটি ছ’টি ধাঁচে তৈরি করা হয়। এক হাজারের বেশি রত্ন দিয়ে তৈরি করা হয় এই কলমটি।

১৮ ১৮
রত্ন হিসাবে অধিকাংশ সময় হিরে ব্যবহার করা হয় ‘বোহেমে প্যাপিলন’ কলমে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই কলমের মূল্য ১ কোটি ৬৪ লক্ষ ৫৭ হাজার ৭৬০ টাকা।

রত্ন হিসাবে অধিকাংশ সময় হিরে ব্যবহার করা হয় ‘বোহেমে প্যাপিলন’ কলমে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই কলমের মূল্য ১ কোটি ৬৪ লক্ষ ৫৭ হাজার ৭৬০ টাকা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy