Model Kelsey Turner is in prison after getting engaged with psychiatrist’s brutal murder dgtl
Notorious Murder
বৃদ্ধ চিকিৎসকের সঙ্গে প্রেম, খুন করে গাড়িতে ভরে রাখেন দেহ! জেল খাটছেন তন্বী মডেল
২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার চিকিৎসক থমাস বুরচার্ডের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় একটি গাড়ির ভিতর রাখা ট্রাঙ্ক থেকে। রহস্যময় এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে মডেলকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১০:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
৭১ বছর বয়সি চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেল খাটছেন আমেরিকার বিখ্যাত মডেল কেলসি টার্নার। সরাসরি খুন না করলেও খুনের নেপথ্যে ছিলেন তিনিই।
০২২০
২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার চিকিৎসক তথা মনোবিদ থমাস বুরচার্ডের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় একটি গাড়ির ভিতর রাখা ট্রাঙ্ক থেকে। রহস্যময় এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে কেলসি-সহ মোট ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
০৩২০
২৯ বছরের কেলসির বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসক খুনে সহায়তা করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর অঙ্গুলিহেলনেই এই খুন করা হয়েছে।
০৪২০
চিকিৎসককে খুনে মূল অভিযুক্ত কেলসির প্রেমিক জন কেনিসন। কেলসির সঙ্গে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে ধরা পড়েন তাঁদের আরও এক বন্ধু। নাম ডায়ানা নিকোল পেনা।
০৫২০
পুলিশ জানিয়েছে, মনোবিদ বুরচার্ডের সঙ্গে গোপন সম্পর্ক ছিল কেলসির। প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। লাস ভেগাসে যে বিলাসবহুল বাড়িটিতে কেলসি এবং তাঁর প্রেমিক থাকতেন, সেই বাড়ির ভাড়া দিতেন বুরচার্ড।
০৬২০
মৃত্যুর কিছু দিন আগে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন বুরচার্ড। তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। এর পরেই চিকিৎসককে খুনের সিদ্ধান্ত নেন কেলসি।
০৭২০
বৃদ্ধ চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা কিছু অভিযোগ এনেছিলেন কেলসি। তিনি দাবি করেছিলেন, শিশু পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন বুরচার্ড। তাঁর মোবাইলেও সে সব ভিডিয়ো রয়েছে বলে অভিযোগ করেন মডেল।
০৮২০
তবে বুরচার্ডের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। পুলিশ জানায়, চিকিৎসকের মোবাইলে তেমন কোনও ভিডিয়ো পাওয়া যায়নি। তিনি শিশু পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন বলে অন্য কোনও প্রমাণও মেলেনি।
০৯২০
কেলসির সঙ্গে বুরচার্ডের ঝামেলার মাঝেই আসরে নামেন মডেলের প্রেমিক কেনিসন। অভিযোগ, তিনি চিকিৎসককে ব্যাপক মারধর করেন। আঘাতে মৃত্যু হয় বুরচার্ডের।
১০২০
বুরচার্ডের দীর্ঘ দিনের প্রেমিকা জুডি ইয়ার্প তাঁর খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশকে তিনি এ-ও জানান, খোঁজ মিলছে না আরও তিন জনের। সন্দেহের আঙুল তাঁদের দিকেই তোলেন জুডি।
১১২০
বুরচার্ডের মৃত্যুর পরে উধাও হন কেলসি, কেনিসন এবং তাঁদের সঙ্গে একই বাড়িতে থাকা ডায়ানা। তিন জনেই পালিয়ে গিয়েছিলেন শহর ছেড়ে।
১২২০
যে বাড়িতে বুরচার্ডকে খুন করা হয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে অনেক কিছু উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় ঘর পরিষ্কার করার নানা সরঞ্জাম, রক্তের দাগ এবং কেনিসনের নাম লেখা বেশ কিছু জিনিসপত্র। ঘরের দরজা ভাঙা ছিল।
১৩২০
যে গাড়িতে বুরচার্ডের দেহ পাওয়া গিয়েছিল, তাতে কেলসি এবং কেনিসনের আঙুলের ছাপও মিলেছে বলে জানায় পুলিশ। ফলে মৃত্যুরহস্যের কিনারা করতে বেশি সময় লাগেনি।
১৪২০
বুরচার্ডের প্রেমিকা জুডি চুরির অভিযোগও আনেন মডেল কেলসির বিরুদ্ধে। তিনি আদালতে দাবি করেন, চিকিৎসক তাঁর বাড়ির ভাড়া দিতে না চাইলে প্রায় ৩ লক্ষ ডলার চুরি করে নেন কেলসি।
১৫২০
বুরচার্ডের হত্যায় তাঁর ভূমিকার জন্য কেলসিকে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ থেকে ২৫ বছর জেল খাটতে হবে তাঁকে।
১৬২০
পাশাপাশি, খুন এবং খুনের চক্রান্তের অভিযোগে গত বছর কেলসির প্রেমিক কেনিসনকে ১৮ থেকে ৪৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। সাজা পেয়েছেন বন্ধু ডায়ানাও।
১৭২০
ডায়ানার বিরুদ্ধে সরাসরি খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নেই। তিনি খুনের পর কেলসি এবং কেনিসনের সঙ্গে মিলে রক্ত পরিষ্কার করে প্রমাণ লোপাটে শামিল হয়েছিলেন বলে অভিযোগ। দোষীদের সঙ্গে তিনিও শহর ছেড়ে পালিয়ে যান।
১৮২০
কেলসি এবং কেনিসনের কঠোর সাজা দাবি করেছিলেন বুরচার্ডের সঙ্গিনী জুডি। তাঁদের কারাবাসের নির্দেশের পর কিছুটা আশ্বস্ত হয়েছেন তিনি।
১৯২০
আদালতের বাইরে বেরিয়ে জুডি বলেন, ‘‘আমি কখনও ভাবতে পারিনি কেলসির মধ্যে এমন ভয়ঙ্কর এক শয়তান বাস করে। এই ঘটনা না ঘটলে কখনও তা বিশ্বাসও করতাম না।’’
২০২০
জুডি জানিয়েছেন, তিনি এখনও আতঙ্কিত। কখনও বুরচার্ডের খুনিরা জেল থেকে বেরোলে তাঁর উপর হামলার সম্ভাবনা রয়েছে। সারা ক্ষণ এই ভয়ে দিন কাটাতে হচ্ছে জুডিকে।