Meet the Indian actor and comedian Varun Sharma, famously known as Choocha dgtl
Varun Sharma
স্কুলে টিফিন বিক্রি করতেন, শাহরুখকে দেখে অভিনয়ের সিদ্ধান্ত নেন বলিউডের ‘চুচা’
বলিউডে কেরিয়ার তৈরির আগে ছোট পর্দার বিজ্ঞাপনে অভিনয় করতেন বরুণ শর্মা। নানা খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ১১:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
কেরিয়ারের প্রথম ছবিতে কৌতুকাভিনেতার ভূমিকায় অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন বরুণ শর্মা। নিজের নামের চেয়ে চরিত্রের নামে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, শাহরুখ খানকে বড় পর্দায় দেখেই অভিনয়ে নামার সিদ্ধান্ত নেন বলিউডের ‘চুচা’।
০২২০
১৯৯০ সালের ৪ ফেব্রুয়ারি পঞ্জাবের জালন্ধরে জন্ম বরুণের। বাবা-মা এবং বোনের সঙ্গে পঞ্জাবেই বড় হয়ে ওঠা তাঁর। স্কুল এবং কলেজের পড়াশোনাও সেখান থেকে শেষ করেন তিনি।
০৩২০
এক পুরনো সাক্ষাৎকারে বরুণ জানিয়েছিলেন, সাত বছর বয়সে তাঁর অভিনয় করার ইচ্ছা জাগে শাহরুখ খানকে দেখে। বরুণ বলেছিলেন, ‘‘আমার যখন সাত বছর বয়স তখন আমি প্রথম ‘বাজিগর’ দেখি। ‘ইয়ে কালি কালি আঁখে’ গানটি দেখছিলাম। শাহরুখের অভিনয় দেখে, গানটি দেখে আমি অভিনয় করব বলে ঠিক করে ফেলি।’’
০৪২০
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত ছিলেন বরুণ। স্কুল-কলেজে পড়াকালীন নানা জায়গায় থিয়েটার করতেন তিনি।
০৫২০
দশম শ্রেণিতে পড়াকালীন বরুণের বাবা কিডনির অসুখে মারা যান। এক পুরনো সাক্ষাৎকারে বরুণ জানিয়েছিলেন, অভিনয়ে না নামলে তিনি পাইলট হতেন বা বিমান সংস্থায় চাকরির চেষ্টা করতেন।
০৬২০
স্কুলে গিয়ে নাকি নিজের টিফিন বিক্রি করে দিতেন বরুণ। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্কুলে যাওয়ার সময় প্রতি দিন বরুণকে টিফিনে আলুর পরোটা রান্না করে দিতেন তাঁর মা।
০৭২০
বরুণ জানিয়েছিলেন, আলুর পরোটা খেতে ভাল লাগত না তাঁর। তার পরিবর্তে ঠান্ডা পানিয়ের সঙ্গে কুলচা খেতে পছন্দ করতেন। টিফিনে অপছন্দের খাবার থাকার কারণে তা অন্য এক বন্ধুকে বিক্রি করে দিতেন তিনি। পরোটা পিছু বন্ধুর কাছ থেকে পাঁচ টাকা করে নিতেন বরুণ।
০৮২০
বলিউডে কেরিয়ার তৈরির আগে ছোট পর্দার বিজ্ঞাপনে অভিনয় করতেন বরুণ। নানা খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
০৯২০
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তলাশ’ ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেন বরুণ। ২০১৩ সালে বলিপাড়ায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।
১০২০
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবির মাধ্যমে অভিনয়জগতে নিজের কেরিয়ার শুরু করেন বরুণ। চুচা নামের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১১২০
‘ফুকরে’ ছবিতে নবাগত তারকাদের অভিনয় করতে দেখা যায়। মুক্তির পর বক্স অফিসে ভাল ব্যবসা করে এই ছবি। কৌতুকাভিনেতা হিসাবে দর্শকের কাছে বহুল প্রশংসা পান বরুণ।
১২২০
প্রথম ছবি মুক্তির পর নিজের নামের চেয়ে চুচা নামেই জনপ্রিয়তা পান বরুণ। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ‘রব্বা মে কয়া করু’,‘ওয়ার্নিং’, ‘কিস কিসকো প্যার করু’, ‘ডলি কি ডোলি’ নামের হিন্দি ছবিগুলিতে অভিনয় করতে দেখা যায় বরুণকে।
১৩২০
২০১৫ সালে ‘ইয়ারা দা কেচআপ’ নামে একটি পঞ্জাবি ছবিতেও অভিনয় করেন বরুণ। যে অভিনেতার কারণে অভিনয়জগতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন সে অভিনেতার সঙ্গেও বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান বরুণ।
১৪২০
২০১৫ সালে রোহিত শেট্টির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিলওয়ালে’। এই ছবিতে শাহরুখের পাশাপাশি কাজল, বরুণ ধওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেন বরুণ।
১৫২০
বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে বরুণের। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রবতা’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুত এবং কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেন বরুণ। যদিও এই ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।
১৬২০
২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফুকরে’ ছবির দ্বিতীয় পর্ব ‘ফুকরে রিটার্নস’। এই ছবিতেও চুচা চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করে নেন বরুণ।
১৭২০
‘ফ্রাইডে’, ‘অর্জুন পাতিয়ালা’, ‘খানদানি শাফাখানা’, ‘ছিছোড়ে’, ‘জয় মাম্মি দি’, ‘রুহি’, ‘চুত্জ়পা’, ‘ফোন ভূত’, ‘সার্কাস’-এর মতো একাধিক হিন্দি ছবি নিজের কেরিয়ারের ঝুলিতে ভরেছেন বরুণ।
১৮২০
চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফুকরে’ ছবির তৃতীয় পর্ব ‘ফুকরে ৩’। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, খোলামেলা কৌতুকে ভরা চরিত্রে অভিনয় করলেও বাস্তবে বরুণ লাজুক স্বভাবের মানুষ।
১৯২০
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বরুণকে কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে চরিত্রটি কোথাকার বাসিন্দা তা জেনে সেখানে গিয়ে ১০ দিন সময় কাটান তিনি। তার পর সেই ছবির জন্য শুটিং শুরু করেন।
২০২০
দেশের বিভিন্ন প্রান্তে কমেডিয়ান হিসাবে পারফর্ম করেন বরুণ। সমাজমাধ্যমেও বরুণের অনুরাগী মহল নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামে বরুণের অনুরাগীর সংখ্যা ১৫ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।