Meet the bollywood star Jaffer Sadiq, whose last three films have earned 1900 crore rupees dgtl
Jaffer Sadiq
শাহরুখ, প্রভাস নন, ১৯০০ কোটি টাকা আয় করে নজির গড়লেন অন্য এক তারকা
বলিউড থেকে দক্ষিণী ফিল্মপাড়া— তারকাদের টেক্কা দিয়েছেন অন্য এক তারকা। তাঁর ছবি থেকে হাজার কোটিরও বেশি আয় হয়েছে। তাঁর পরিচয় জানেন কি?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ছবি মুক্তির এক মাস গড়াতে না গড়াতেই হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। চলতি বছরের গোড়াতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছিলেন শাহরুখ। শাহরুখ বলিপাড়ার একমাত্র অভিনেতা যিনি একই বছরে দু’টি ছবির মাধ্যমে বক্স অফিসে হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছেন।
০২১৭
দক্ষিণী অভিনেতা প্রভাস, রজনীকান্তও কিছু কম যান না। একের পর এক সফল ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাও করেছে সেই ছবিগুলি। তবে বলিউড থেকে দক্ষিণী ফিল্মপাড়া— তারকাদের টেক্কা দিয়েছেন অন্য এক তারকা। তাঁর ছবি থেকে হাজার কোটিরও বেশি আয় হয়েছে। তাঁর পরিচয় জানেন কি?
০৩১৭
গত তিন বছর ধরে অভিনেতাদের মধ্যে বক্স অফিসে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন জাফের সাদিক। ২০২০ সালে অভিনয় জগতে পা রাখেন জাফের। এ টুকু সময়ের মধ্যেই সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেন ২৭ বছরের জাফের।
০৪১৭
বলিউড সূত্রে খবর, জাফের শেষ যে তিনটি ছবিতে অভিনয় করেছেন সে ছবিগুলি থেকে ১৯০০ কোটি টাকারও বেশি উপার্জন হয়েছে।
০৫১৭
১৯৯৫ সালে তামিলনাড়ুতে জন্ম জাফেরের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি, অন্যান্য জায়গায় পারফর্ম করতেন তিনি।
০৬১৭
নাচের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন জাফের। সেখান থেকেই পরিচিতি গড়ে ওঠে তাঁর। বিভিন্ন নামী সংস্থার আয়োজিত অনুষ্ঠানেও পারফর্ম করার সুযোগ পান তিনি।
০৭১৭
নাচ নিয়েই নিজের কেরিয়ারে এগিয়ে যান জাফের। চেন্নাইয়ে নিজস্ব ‘ডান্স স্টুডিয়ো’ খোলেন। কোরিয়োগ্রাফার হিসাবে ছোটদের নাচ শেখান তিনি।
০৮১৭
২০২০ সালে প্রথম অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন জাফের। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত তামিল ওয়েব সিরিজ় ‘পাভা কড়াইগাল’-এ অভিনয়ের সুযোগ পান তিনি।
০৯১৭
চলতি বছরে ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার ওয়েব সিরিজ় ‘শয়তান’-এও অভিনয় করতে দেখা যায় জাফেরকে।
১০১৭
‘পাভা কড়াইগাল’ ওয়েব সিরিজ়ের পর বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান জাফের। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানান, ওয়েব সিরিজ়ে অভিনয় দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন দক্ষিণী পরিচালক লোকেশ কনগরাজ। তাঁকে ‘বিক্রম’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন লোকেশ।
১১১৭
জাফের নিজে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহপ্রকাশ করলেও জাফেরকে ভরসা দেন লোকেশ। লোকেশের পরিচালনায় তামিল ছবি ‘বিক্রম’-এ অভিনয় করেন জাফের।
১২১৭
কমল হাসন, ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতির মতো জনপ্রিয় দক্ষিণী তারকাদের সঙ্গে ‘বিক্রম’ ছবিতে অভিনয় করার সুযোগ পান জাফের। এই ছবিতে বিজয়ের বিশ্বস্ত সহায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।
১৩১৭
‘বিক্রম’-এর পর রজনীকান্তের ‘জেলার’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় জাফেরকে।
১৪১৭
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘জেলার’ ছবিতে রজনীকান্তকে যে সানগ্লাস পরে দেখা গিয়েছিল তা জাফেরকে উপহার দিয়েছেন অভিনেতা।
১৫১৭
দক্ষিণী ছবি ছাড়াও হিন্দি ছবিতে অভিনয় করেন জাফের। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।
১৬১৭
‘বিক্রম’, ‘জেলার’ এবং ‘জওয়ান’ এই তিনটি ছবি বক্স অফিস থেকে ১৯০০ কোটি টাকারও বেশি উপার্জন করেছে। জাফেরের কেরিয়ারের তিনটি ছবিই বক্স অফিসে সফল।
১৭১৭
ইনস্টাগ্রামেও নিজস্ব অনুরাগীমহল তৈরি করেছেন জাফের। ইতিমধ্যেই তাঁর অনুরাগীর সংখ্যা সাত লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।