Meet the actor who charges 20 crore rupees for few minutes cameo role in Kalki 2898 AD movie dgtl
Kalki 2898 AD Cast Fees
১৫ মিনিট অভিনয় করেই ২০ কোটি! ‘কল্কি ২৮৯৮ এডি’তে ক্যামিয়ো চরিত্রে নজর কাড়বেন কে?
বলিপাড়া সূত্রে খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে মুখ্যচরিত্রদের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন এক দক্ষিণী তারকা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৬:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অভিনয় করবেন কয়েক মিনিটের জন্য। কিন্তু পারিশ্রমিক আদায় করছেন কোটি কোটি টাকা। ক্যামিয়ো চরিত্রে অভিনয় করছেন। তবুও উপার্জনের নিরিখে ছবির মুখ্যচরিত্রদের ছাপিয়ে গিয়েছেন তারকা।
০২১৫
চলতি বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। প্রভাসের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকাকে।
০৩১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে মুখ্যচরিত্রদের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন এক দক্ষিণী তারকা।
০৪১৫
বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কালীর চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা কমল হাসনকে। জানা গিয়েছে, চলতি বছরের গোড়ার দিকেই শুটিং শেষ করে ফেলেছেন তিনি।
০৫১৫
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রথম পর্বে কালী চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও মুখ্য নয়। বরং পরবর্তী সিক্যুয়েলে কালীর চরিত্রটির উপর আরও জোর দেওয়া হবে। তাই প্রথম পর্বেই চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে রাখতে চাইছেন ছবির পরিচালক নাগ অশ্বিন।
০৬১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কম সময়ের জন্য অভিনয় করেছেন কমল। সব মিলিয়ে ১৫ মিনিট মতো কমলকে দেখা যেতে পারে ছবিতে।
০৭১৫
১৫ মিনিটের জন্য অভিনয় করে ২০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন কমল। বলিপাড়া সূত্রে এমনটাই খবর।
০৮১৫
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে ১৫০ কোটি টাকা আয় করেছেন প্রভাস।
০৯১৫
প্রভাসের চেয়ে প্রায় আট ভাগ কম পারিশ্রমিক পেলেও অমিতাভ এবং দীপিকার চেয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করে বেশি আয় করেছেন কমল। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে এমন গুঞ্জনই ভেসে আসে।
১০১৫
বলিপাড়ায় জনশ্রুতি, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে ২০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে পেয়েছেন কমল।
১১১৫
অমিতাভ এবং দীপিকা দু’জনেই ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে ১৮ কোটি টাকা আয় করেছেন বলে বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে।
১২১৫
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী দিশা পটানিকে। তবে তিনি কত পারিশ্রমিক পেয়েছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
১৩১৫
বলিপাড়ার একাংশের দাবি, তামিলনাড়ু এবং দক্ষিণের অন্যান্য রাজ্যে কমলের অনুগামীর সংখ্যা প্রচুর। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে কমলের অভিনয় দেখতেই বহু দর্শক ভিড় জমাবেন। ভবিষ্যতে ছবির লাভের কথা চিন্তা করেই নাকি কমলকে বেশি পারিশ্রমিক দিয়েছেন ছবি নির্মাতারা।
১৪১৫
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় থ্রিলার ঘরানার ছবি ‘বিক্রম’। তামিল ভাষার এই ছবিতে অভিনয়ের পর ‘কল্কি ২৮৯৮ এডি’তে অভিনয় করতে দেখা যাবে কমলকে।
১৫১৫
কানাঘুষো শোনা যায়, ‘বিক্রম’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কমল।