Meet Tennis player Rohan Bopanna's wife Supriya Bopanna dgtl
Supriya Bopanna
খোঁজ মিলল ‘সবচেয়ে সুন্দরী’র, তিনি ভারতের জনপ্রিয় টেনিস তারকার স্ত্রী
টেনিস অনুরাগীর এমন মন্তব্য দেখার পর চুপ করে থাকেননি রোহন বোপান্নাও। তিনিও অনুরাগীকে সমর্থন করে মন্তব্য করে বসেন।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
২৭ জানুয়ারি, শুক্রবার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির বিরুদ্ধে খেলছেন সানিয়া মির্জা এবং রোহন বোপান্না। দর্শকের আসন থেকে সানিয়া এবং রোহনকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।
০২১২
স্টেডিয়ামের কয়েকটি মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে টুইটারে। ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন কালো পোশাক পরা এক জন মহিলা। এক টেনিস অনুরাগী সেই ছবি দেখে মন্তব্য করেছেন ‘এই মহিলা সবচেয়ে সুন্দরী’। সঙ্গে সঙ্গে ছবিটি টুইটারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সকলেই ওই মহিলার পরিচয় জানতে আগ্রহী হয়ে পড়েন।
০৩১২
টেনিস অনুরাগীর এমন মন্তব্য দেখার পর চুপ করে থাকতে পারেননি রোহন বোপান্নাও। তিনিও অনুরাগীকে সমর্থন করে লেখেন যে, ‘আমি এই ব্যাপারে একমত।’
০৪১২
ছবির ওই মহিলা আসলে রোহনের স্ত্রী সুপ্রিয়া। দর্শকের আসনে রোহনকে উৎসাহ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সেই মুহূর্তেই ছবিটি তোলা হয়েছে।
০৫১২
২০১০ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন রোহন এবং সুপ্রিয়া।
০৬১২
২০১২ সালের ২৫ নভেম্বর কর্নাটকের কুর্গে সুপ্রিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রোহন।
০৭১২
রোহন এবং সুপ্রিয়ার একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম ত্রিধা।
০৮১২
রোহন টেনিসের সঙ্গে যুক্ত হলেও তাঁর স্ত্রীর খেলাধূলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সুপ্রিয়া পেশায় মনোবিদ।
০৯১২
রোহন বোপান্নার টেনিস শেখানোর অ্যাকাডেমি রয়েছে। সুপ্রিয়া এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন।
১০১২
রোহন তাঁর অবসর সময়ে স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন।
১১১২
ইনস্টাগ্রামে সুপ্রিয়ার অনুরাগীর সংখ্যা সাড়ে ৪ হাজারের গণ্ডি পেরিয়েছে।
১২১২
সুপ্রিয়া যে লেখালেখি করতে ভালবাসেন তা তাঁর ইনস্টাগ্রাম লক্ষ করলেই বোঝা যায়। মাঝেমধ্যেই নিজের ইনস্টাগ্রামে কবিতা লিখে পোস্ট করেন তিনি।