ব্যর্থতাই জীবনের শেষ নয়। বরং সাফল্যের প্রথম ধাপ। স্বপ্নের প্রতি আশা না হারিয়ে বরং জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। মনের মধ্যে এই কথাগুলিই যেন গেঁথে নিয়েছিলেন তরুণী। তাই বার বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে অন্যতম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন আশনা চৌধরি। কোনও প্রশিক্ষণ ছাড়াই পরীক্ষা পাশ করে আইপিএস হন তিনি।