গায়ে রাজবেশ, মাথায় সোনালি মুকুট, গলায় মণিমাণিক্যের মালা। মনে পড়ছে রমানন্দ সাগরের তৈরি রামায়ণের চরিত্রগুলি? রাম, লক্ষণ এবং সীতার চরিত্রে অরুণ গোভিল, সুনীল লহরী, দীপিকা চিখলিয়া যেন প্রতিটি পরিবারের আপনজনে পরিণত হয়েছিলেন। পরিচালক রামায়ণের অভিনেতা-অভিনেত্রীদের এমন আঙ্গিক এবং বেশভূষায় সাজিয়েছিলেন যে, অরুণ-সুনীল-দীপিকাকে সে সময়ে রাস্তায় দেখতে পেলেও তাঁদের পায়ে ঢিপঢাপ মাথা ঠুকতেন ভক্তেরা। পর্দায় তাঁদের পোশাক, শালীনতা এবং বাচনভঙ্গি দেখলে এমনিই মাথা নত হত ভক্তকুলের। রমানন্দের ছোঁয়ায় পর্দার রাম-লক্ষণ-সীতা-হনুমান হয়ে উঠেছিলেন সত্যিকারের দেবদেবী। কিন্তু সেই রমানন্দের নাতনিই বিশ্বাসী নন পোশাক দিয়ে অঙ্গ ঢেকে রাখায়!