Meet Sabeer Bhatia, the businessman who sold his business to Microsoft dgtl
Sabeer Bhatia
ইমেলে ‘বিপ্লব’ এনেছিলেন, ঝুঁকেছিলেন মাইক্রোসফ্টের কাছে! এখন কী করেন ভারতীয় শিল্পপতি?
হটমেলের জনপ্রিয়তা বাড়লেও আর্থিক দিক দিয়ে লক্ষ্মীলাভ করেননি সাবির। তাই বাধ্য হয়ে মাইক্রোসফ্টের কাছে বিক্রি করে দেন হটমেল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
ব্যবসায় সফল হয়েছিলেন। কিন্তু ব্যবসা বৃদ্ধির পরিসর ছিল সীমিত। তাই সাফল্য পেলেও মাইক্রোসফ্টের কাছে বিক্রি করে দিয়েছিলেন নিজের সংস্থা। তার পর বার বার নতুন করে ব্যবসা শুরু করেছেন তিনি। কিন্তু তেমন সফল হননি। এখন কী করেন সাবির ভাটিয়া?
০২১৩
১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর চণ্ডীগড়ে জন্ম সাবিরের। অ্যাপ্ল সংস্থায় হার্ডঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি। ১৯৯৬ সালের ৪ জুলাই সাবির তাঁর সহকর্মী জ্যাক স্মিথের সঙ্গে ‘হটমেল’ শুরু করেন।
০৩১৩
এক বছরের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায় হটমেল। আসলে সেই সময় শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমেই ইমেল আদানপ্রদানের ব্যবস্থা ছিল। কিন্তু এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন সাবির।
০৪১৩
যে কোনও ডিভাইস থেকে হটমেলে লগ ইন করে মেল আদানপ্রদান করা যেত। এই সুবিধা পেতে হটমেল ব্যবহারকারীর সংখ্যাও তরতর করে বৃদ্ধি পেতে থাকে।
০৫১৩
কিন্তু হটমেল জনপ্রিয়তা পেলেও ব্যবসার পরিধি আর বৃদ্ধি করার মতো সামর্থ্য ছিল না সাবিরের। তাই বাধ্য হয়ে মাইক্রোসফ্টের কাছে মাথা নোয়াতে হয় তাঁকে।
০৬১৩
১৯৯৮ সালে ৪০ কোটি ডলারে মাইক্রোসফ্টের কাছে হটমেল বিক্রি করে দেন সাবির।
০৭১৩
হটমেলের জনপ্রিয়তা বাড়লেও আর্থিক দিক দিয়ে লক্ষ্মীলাভ করতে পারছিলেন না সাবির। তাই বাধ্য হয়ে মাইক্রোসফ্টের কাছে বিক্রি করে দেন হটমেল।
০৮১৩
শোনা যায়, প্রথমে মাইক্রোসফ্ট ১১৮১ কোটি টাকার বিনিময়ে হটমেল কিনে ফেলতে চেয়েছিল। কিন্তু বেশ কয়েক মাস দরাদরির পর সেই মূল্য বেড়ে গিয়ে ৩৩৭৫ কোটি টাকায় পৌঁছয়।
০৯১৩
হটমেলের পর সাবির একটি ইকমার্স সংস্থা গড়ে তোলেন। কিন্তু সেই ব্যবসা শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়ে।
১০১৩
হটমেলের মাধ্যমে যেমন খুব সহজে মেল আদানপ্রদান করা যেত, ঠিক তেমন ভাবে মেসেজ আদানপ্রদানের পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম তৈরি করেন সাবির। সেই ব্যবসাও লাভের মুখ দেখেনি।
১১১৩
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ওয়েবসাইট থেকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ করা যেতে পারে এমন একটি প্ল্যাটফর্ম ২০২১ সালে তৈরি করেন সাবির। তবে তা হটমেলের জনপ্রিয়তাকে কোনও অংশে ছুঁতে পারেনি।
১২১৩
বর্তমানে ১৬৬০ কোটি টাকার মালিক সাবির। ব্যবসায় লাভের মুখ তিনি যেমন দেখেননি, ব্যক্তিগত জীবনেও বিচ্ছেদের কালো ছায়া নেমে আসে।
১৩১৩
২০০৮ সালে তানিয়া শর্মা নামে এক তরুণীকে বিয়ে করেন সাবির। এক কন্যাসন্তানের জন্ম দেন তানিয়া। কিন্তু সংসার বেশি দিন টেকেনি তাঁদের। ২০১৩ সালে আইনি বিচ্ছেদ হয়ে যায় সাবির এবং তানিয়ার।