Meet Navjot Simi, the doctor who cleared UPSC in first attempt, became IPS officer dgtl
Navjot Simi
স্বামী আইএএস, ডাক্তারি ছেড়ে কঠিন পরীক্ষা দিয়ে প্রথম সুযোগেই আইপিএস হন তরুণী
অনুরাগীর সংখ্যাও কোনও অংশে কম নয় নবজোতের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১১ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৩:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
পেশায় চিকিৎসক ছিলেন। কেরিয়ারের পাশাপাশি প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষার। প্রথম বারের চেষ্টায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হন নবজোত সিমি।
০২১৩
১৯৮৭ সালের ২১ ডিসেম্বর পঞ্জাবের গুরুদাসপুরে জন্ম নবজোতের। ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর।
০৩১৩
স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর লুধিয়ানার একটি কলেজ থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন নবজোত।
০৪১৩
কলেজে পড়াশোনা শেষ করার পর দন্তচিকিৎসক হিসাবেই কেরিয়ার শুরু করেন নবজোত।
০৫১৩
ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত পরে নেন নবজোত। প্রস্তুতি নেবেন বলে দিল্লির একটি প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হন তিনি।
০৬১৩
চিকিৎসক হিসাবে কেরিয়ার চালানোর পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন নবজোত। এক বছর প্রস্তুতি নেওয়ার পর প্রথম বার ইউপিএসসি পরীক্ষা দিতে বসেন তিনি।
০৭১৩
প্রস্তুতি পর্বের এক বছর পরেই যে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, তা বিশ্বাস করতে পারেননি নবজোত। সারা দেশ জুড়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় ৭৩৫ র্যাঙ্ক হয় তাঁর।
০৮১৩
বর্তমানে বিহারের মহিলা এবং দুর্বল শ্রেণির জন্য যে বিশেষ পুলিশবাহিনী রয়েছে, তার সুপার পদে রয়েছেন নবজোত।