রাজস্থানের কোটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরিচিত জায়গা। আইআইটিতে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে বহু ছাত্রছাত্রী যান কোটায়। পরিবার থেকে দূরে, নতুন পরিবেশ, পড়াশোনার চাপের মধ্যে তাঁরা খুঁজে পান ভাল বন্ধুও। তবে প্রস্তুতির কঠিন সময় মনে হয় তাঁদের জীবনে সাদা-কালো রঙেরই হয়। তাই বোধ হয়, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কোটা ফ্যাক্টরি’র প্রতিটি ফ্রেম সাদা-কালো। পাঁচ বছর পর এই ওয়েব সিরিজ়ের তৃতীয় সিজ়ন মুক্তি পেয়েছে। এই সিজ়নেও সাদা এবং কালো— এই দুই চেনা রঙই ফ্রেমে খেলা করেছে। আবার ফিরে এসেছে জীতু ভাইয়া, বৈভব, মীনা, উদয়, শিবাঙ্গি, ভর্তিকা, মীনালেরা। তবে শুধু ওটিটির পর্দায় নয়, বাস্তবেও নাকি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন রেবতী পিল্লাই। যিনি ‘কোটা ফ্যাক্টরি’তে ভর্তিকা নামে অধিক পরিচিত।