সোমবার মধ্যরাতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের তৃতীয় সিজ়ন। সপ্তাহের প্রথম দিন। কাজের চাপের মধ্যেও ফুলেরা গ্রামের সচিব, প্রধানদের সঙ্গে দেখা করতে দেরি করেনি দর্শক। ব্যস্ততার ফাঁকেই ফুলেরার টানে ‘পঞ্চায়েত’প্রেমীদের অধিকাংশই দেখে ফেলেছে এই সিরিজ়। পাশাপাশি এক নতুন মুখ দেখে কৌতূহলও বেড়ে গিয়েছে তাঁদের। সে হল বিধায়কের কন্যা।