Meet Jannat Zubair Rahmani, the child actor who made her journey to bollywood dgtl
Bollywood News
ছোট পর্দার পরিচিত মুখ, এককালের শিশু অভিনেত্রীর গ্যারাজ লজ্জা দেবে তাবড় অভিনেতাকে
সমাজমাধ্যমে জন্নতের অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় জন্নতের অনুগামীর সংখ্যা পাঁচ লক্ষের কাছাকাছি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৩:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
১০ বছরের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত। রানি মুখোপাধ্যায় এবং শ্রদ্ধা কপূরের মতো বলি তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগও পেয়েছেন। ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সমাজমাধ্যমে সবচেয়ে বেশি অনুরাগী তৈরি করে প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন জন্নত জুবের রহমানি।
০২১৪
২০০১ সালের ২৯ অগস্ট মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম জন্নতের। সেখানেই বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। দ্বাদশ শ্রেণিতে ৮১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন জন্নত।
০৩১৪
স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের এক বেসরকারি কলেজ থেকে স্নাতক হন জন্নত। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল জন্নতের।
০৪১৪
অভিনেতা হওয়ার শখ ছিল জন্নতের বাবার। সেই কারণেই মুম্বই গিয়েছিলেন তিনি। কিন্তু স্বপ্নপূরণ করতে ব্যর্থ হন তিনি। তাই জন্নত যখন অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন তখন কন্যাকে সব রকম ভাবে সাহায্য করেছিলেন তিনি।
০৫১৪
পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জন্নত। ২০০৮ সালে ‘চাঁদ কে পার চলো’ নামের হিন্দি ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। সেই সময় তাঁর বয়স ছিল সাত বছর।
০৬১৪
‘কাশি— অব না রহে তেরা কাগজ কোরা’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ: এক রহস্য, এক কহানি’, ‘মেরি আওয়াজ হি পহেচান হ্যায়’-এর একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান জন্নত। ‘ফুলওয়া’ এবং ‘ভারত কা বীর পুত্র— মহারানা প্রতাপ’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
০৭১৪
‘দিল মিল গয়ে’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘ফিয়ার ফাইল্স’, ‘গুমরাহ’, ‘স্টোরিজ় বাই রবীন্দ্রনাথ টেগোর’, ‘কোড রেড’-এর পাশাপাশি ‘বিগ বস্’-এর মতো রিয়্যালিটি শোয়ে অতিথিশিল্পী হিসাবে দেখা গিয়েছে জন্নতকে। ২০২২ সালে ‘ফিয়ার ফ্যাক্টর’ নামের রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেন তিনি।
০৮১৪
২০১৭ সালে ইউটিউবে নিজের চ্যানেল তৈরি করেন জন্নত। সেখানে নাচের ভিডিয়ো থেকে শুরু করে মেক আপের ভিডিয়ো, দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে ভ্লগ পোস্ট করেন তিনি। একাধিক মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৯১৪
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন জন্নত। ২০১১ সালে ‘আগাহ: দ্য ওয়ার্নিং’ নামের হরর ঘরানার একটি ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় তাঁকে। একই বছরে মুক্তিপ্রাপ্ত ‘লভ কা দ্য এন্ড’ ছবিতে বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূরের বোনের চরিত্রে অভিনয় করেন তিনি।
১০১৪
২০১৭ সালে ‘হোয়াট উইল পিপল সে’ নামে উর্দু ভাষার একটি ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন জন্নত। এক বছর পর ২০১৮ সালে ‘হিচকি’ ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। এই ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেন জন্নত।
১১১৪
২০২২ সালে ‘কুলচে ছোলে’ নামের একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেন জন্নত। তার পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। চলতি বছরে ‘লাফটার শেফ্স’ নামে রান্নার একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছে তাঁকে।
১২১৪
বলিপাড়া সূত্রে খবর, বর্তমানে ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক জন্নত। তাঁর সংগ্রহে রয়েছে জাগুয়ার এক্সজি, অডি কিউ৭ এবং ফর্ড এনডিভর হারিকেনের মতো নামী মডেলের গাড়ি।
১৩১৪
‘ফিয়ার ফ্যাক্টর’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী ছিলেন ফয়জল শেখ। পেশায় নেটপ্রভাবী তিনি। কানাঘুষো শোনা যায়, ফয়জলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জন্নত।
১৪১৪
সমাজমাধ্যমে জন্নতের অনুরাগীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় জন্নতের অনুগামীর সংখ্যা পাঁচ লক্ষের কাছাকাছি।