meet Ishani Chahar the beautiful wife of Cricketer Rahul Chahar dgtl
Rahul Chahar
পেশায় ফ্যাশন ডিজ়াইনার, জাতীয় দলের তরুণ স্পিনারের স্ত্রীর আছে এক ‘নেশাও’!
একাধিক সাক্ষাৎকারে ঈশানীর প্রতি তাঁর গভীর অনুরাগের কথা জানিয়েছেন রাহুল। বিয়ের আগেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৫:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
২০২২ সালে আইপিএল শুরুর আগেই বহু দিনের বান্ধবী এবং প্রেমিকা ঈশানীকে বিয়ে করেন ভারতীয় দলের স্পিনার রাহুল চাহার। ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’ ঈশানী শুধু রাহুলের ঘরনি হওয়ার কারণেই নয়, নানা কারণে সংবাদ শিরোনামে এসেছেন।
০২১৬
ঈশানী পেশায় ফ্যাশন ডিজ়াইনার। বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত ঈশানী ভারতের ফ্যাশন ডিজ়াইন দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ নাম। একক প্রচেষ্টায় পেশাগত দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঈশানী।
০৩১৬
ঈশানীর জন্ম বেঙ্গালুরুতে হলেও তাঁর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কেটেছে রাজস্থানের জয়পুর এবং দিল্লিতে। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার পাঠ নিয়েছেন তিনি।
০৪১৬
একাধিক সাক্ষাৎকারে ঈশানীর প্রতি তাঁর গভীর অনুরাগের কথা জানিয়েছেন রাহুল। বিয়ের আগেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
০৫১৬
রাহুলের ঘরনি বেড়াতে খুব ভালবাসেন। সমুদ্র খুব প্রিয় তাঁর। বহু বার সমুদ্রতটে রাহুলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
০৬১৬
২০১৯ সালে প্রথম নিজের জীবনে প্রেমের কথা প্রকাশ্যে আনেন রাহুল। জানান যে, দীর্ঘ দিনের বান্ধবী তথা প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন তিনি।
০৭১৬
২০১৯ সালে আংটিবদল হয় রাহুল এবং ঈশানীর। একটি জমকালো অনুষ্ঠানে সারা জীবন একে অপরের পাশে থাকার কথা জানান তাঁরা।
০৮১৬
রাহুল এবং ঈশানীর বিয়েটাও প্রায় রূপকথার মতো। সে বছর আইপিএল শুরুর আগেই হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা।
০৯১৬
তবে অন্য তারকা দম্পতিদের মতো দিল্লি, মুম্বই বা বিদেশের কোথাও নয়, গোয়ায় গিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেন তাঁরা।
১০১৬
এই প্রসঙ্গে রাহুল জানান, সমুদ্র তাঁদের দু’জনেরই খুব পছন্দের। তাই গোয়ায় বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভেসে যান রাহুল এবং ঈশানী।
১১১৬
প্রথমে জোরে বোলার হিসাবে খেলা শুরু করলেও পরে স্পিন বোলার হিসাবেই সাফল্য পান রাহুল। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলে নির্বাচকদের নজরে আসেন তিনি। এই রাজস্থানেই ঈশানীর সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর।
১২১৬
২০১৮ সালে বিজয় হজারে ট্রফিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও ছিল রাহুলের নাম। ২০১৭ সালের আইপিএলে রাইজ়িং পুণে সুপারজায়ান্ট টিমের হয়ে খেলেন রাহুল।
১৩১৬
পরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কিছু দিন খেলার পর ২০২২ সালে পঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যায় রাহুলকে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পান তিনি।
১৪১৬
২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় রাহুলের। রাহুলের দাদা দীপক চাহারও ভারতীয় দলের সদস্য।
১৫১৬
রাহুলের বোন মালতী চাহার বলিউড অভিনেত্রী। দাদা দীপককে দেখেই ৮ বছর বয়স থেকে কাকা লোকেন্দ্র সিংহ চহারের কাছে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে থাকেন রাহুল।
১৬১৬
তবে খেলার দুনিয়ার বাইরেও নতুন ঘরনি এবং গোয়ায় জমকালো বিয়ের কারণেও সংবাদ শিরোনামে এসেছেন রাহুল।