১৯৮১ সালে মুম্বইয়ে জন্ম ঋষিতার। স্কুল পাশ করার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান। সেখানে ট্রিনিটি কলেজ থেকে স্নাতক। বলিউডে অভিষেক হয়েছিল ২০০১ সালে ‘অশোকা’ ছবিতে। এর আগে নানা সংস্থার বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে। মডেলিংও করেছেন তিনি। ১৯৯৯ সালে একটি সাবান প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে গিয়েছিলেন।