Meet highest paid television star who earns 6 crore rupees per episode dgtl
Highest Paid Television Star
কপিল, হিনারা তাঁর কাছে ‘শিশু’! ছোট পর্দায় প্রতি পর্ব থেকে ছ’কোটি টাকা আয় করেন কোন তারকা?
টেলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, কপিল, হিনারা প্রতি পর্বে অভিনয় করে লক্ষের ঘরে উপার্জন করেন। কিন্তু ছোট পর্দায় এমন এক তারকা রয়েছেন, যিনি পারিশ্রমিকের নিরিখে বড় পর্দার নামজাদা তারকাদেরও টেক্কা দেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৩:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
উপার্জনের নিরিখে হিন্দি ধারাবাহিকজগতের তারকারা বড় পর্দার তারকাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। কপিল শর্মা থেকে হিনা খান, রূপালি গঙ্গোপাধ্যায় থেকে রাম কপূর— টেলিপাড়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন।
০২১৮
টেলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, কপিল, হিনারা প্রতি পর্বে অভিনয় করে লক্ষের ঘরে উপার্জন করেন। কিন্তু ছোট পর্দায় এমন এক তারকা রয়েছেন যিনি পারিশ্রমিকের নিরিখে বড় পর্দার নামজাদা তারকাদেরও টেক্কা দেন।
০৩১৮
টেলিজগৎ সূত্রে খবর, ‘অনুপমা’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দার সর্বোচ্চ উপার্জনকারী তারকার তালিকায় নাম লিখিয়েছেন বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
০৪১৮
টেলিপাড়ার অধিকাংশের দাবি, ‘অনুপমা’ ধারাবাহিকে এক একটি পর্বে অভিনয় করে তিন লক্ষ টাকা পারিশ্রমিক পান রূপালি।
০৫১৮
‘ইয়ে রিস্তা কয়া কহেলতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন হিনা খান।
০৬১৮
‘বিগ বস্’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কি খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবেও অংশগ্রহণ করেন হিনা। ‘হ্যাকড’, ‘আনলক’, ‘উইশলিস্ট’ এবং ‘লাইন্স’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। একাধিক হিন্দি ছবিতে সহ-প্রযোজনার কাজও করেছেন তিনি।
০৭১৮
টেলিপাড়া সূত্রে খবর, হিন্দি ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে দেড় থেকে দু’লক্ষ টাকা উপার্জন করেন হিনা।
০৮১৮
নব্বইয়ের দশকে হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ রাম কপূরের। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, ‘কসম সে’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’, ‘কয়া হুয়া তেরা ওয়াদা’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে টেলিজগতের খ্যাতনামী তারকা হয়ে ওঠেন তিনি।
০৯১৮
‘অভয় ২’, ‘অ্যা স্যুটেবল বয়’, ‘হিউম্যান’, ‘মাসাবা মাসাবা’ এবং ‘জুবিলি’র মতো ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন রাম। ‘গোলমাল রিটার্নস’, ‘কার্তিক কলিং কার্তিক’, ‘উড়ান’, ‘এক ম্যায় অওর এক তু’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘শাদি কে সাইড এফেক্টস’, ‘হমশকল্স’, ‘বার বার দেখো’, ‘লভযাত্রী’র মতো বহু হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
১০১৮
টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে দেড় থেকে দু’লক্ষ টাকা উপার্জন করেন রাম।
১১১৮
সঞ্চালনা করে ছোট পর্দায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন কপিল শর্মা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান শো’, ‘দ্য কপিল শর্মা শো’, ‘কমেডি নাইট্স উইথ কপিল’ নামে কৌতুকে মোড়া একাধিক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেন কপিল।
১২১৮
‘কিস কিস কো প্যার করুঁ’, ‘জুইগ্যাটো’, ‘বিক্রম বেধা’র মতো ছবিতে অভিনয় করেন কপিল। সম্প্রতি ‘ক্রু’ নামের একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। করিনা কপূর খান, তব্বু এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জের পাশাপাশি অভিনয় করেন কপিল।
১৩১৮
টেলিপাড়া সূত্রে খবর, ‘দ্য কপিল শর্মা শো’-এর প্রতি পর্বে সঞ্চালনা করে ৫০ লক্ষ টাকা উপার্জন করেন কপিল। সম্প্রতি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের অনুষ্ঠান শুরু হয়েছে।
১৪১৮
ছোট পর্দায় উপার্জনের ক্ষেত্রে কপিলকেও টপকে গিয়েছেন অন্য তারকা। কোনও হিন্দি ধারাবাহিকে অভিনয় করে নয়, সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দার তারকাদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় শীর্ষে রয়েছে তাঁর নাম। বড় পর্দাতেও জনপ্রিয় তিনি।
১৫১৮
২০২৩ সালের অক্টোবর মাস থেকে ছোট পর্দায় সম্প্রচার শুরু হয় ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের ১৭তম সিজ়ন। এই সিজ়নের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান।
১৬১৮
টেলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘বিগ বস্’-এর ১৭তম সিজ়নে প্রতি পর্বে সঞ্চালনা করে ৬ কোটি টাকা পারিশ্রমিক পান সলমন।
১৭১৮
প্রতি সপ্তাহে দু’টি করে পর্ব সম্প্রচারিত হত ‘বিগ বস্’-এর ১৭তম সিজ়নে। অর্থাৎ, প্রতি সপ্তাহে এই রিয়্যালিটি শো থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন তিনি।
১৮১৮
টেলিপাড়া সূত্রে খবর, ‘বিগ বস্’-এর ১৭ তম সিজ়নে সঞ্চালনা করে মোট ২০০ কোটি টাকা আয় করেন সলমন। বর্তমানে ছোট পর্দার সর্বাধিক উপার্জনকারী তারকা ‘ভাইজান’ই।