Advertisement
২৯ মার্চ ২০২৫
Indravadan Purohit

হলিউডি ছবিতে অভিনয়, ৩০০-র বেশি ছবিতে কাজ! ‘কোই মিল গয়া’র জাদু, সেই ‘ভিন্‌গ্রহী’ আসলে কে?

জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১
Share: Save:
০১ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

নীল রঙের চামড়া, পরনে হলুদ রঙের নকশা করা অদ্ভুত পোশাক। বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই। কিন্তু তাঁর আসল চেহারা অধিকাংশ সময় ক্যামেরার আড়ালেই থেকেছে। তাই হিন্দি ছবির পাশাপাশি হলিউডি ছবিতে অভিনয় করেও তেমন পরিচিতি পাননি ইন্দ্রবদন পুরোহিত।

০২ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘কোই… মিল গয়া’। ছবিতে মুখ্যচরিত্রে হৃতিক রোশন, প্রীতি জ়িন্টা, রেখার মতো বলি তারকারা অভিনয় করলেও ছোট থেকে বড়— সকলের নজর কাড়ে জাদুর চরিত্রটি। ভিন্‌গ্রহী জাদুর চরিত্রটি মনে জায়গা করে নেয় দর্শকের।

০৩ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

ছবিমুক্তির পর দর্শকের একাংশ ভেবেছিলেন, কোনও রোবট অথবা কৃত্রিম প্রযুক্তির সাহায্যে, ক্যামেরার কৌশলে বড় পর্দায় জাদুর চরিত্রটি তৈরি করা হয়েছে। তবে এই চরিত্রে আদতে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন।

০৪ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

অবশ্য ‘ছোটে উস্তাদ’ নামে অধিক পরিচিত ইন্দ্রবদন। জাদু চরিত্রের জন্য কম উচ্চতাবিশিষ্ট এক ব্যক্তির সন্ধানে ছিলেন ‘কোই… মিল গয়া’র নির্মাতারা। তখনই ইন্দ্রবদনের সঙ্গে আলাপ হয় তাঁদের।

০৫ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

বলিপাড়া সূত্রে খবর, ইন্দ্রবদনের উচ্চতা ছিল ৩ ফুট। তা দেখেই তাঁর অডিশন নিয়ে ফেলেন ছবিনির্মাতারা। অডিশনে পাশও করে যান তিনি।

০৬ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকেই।

০৭ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

শুধু ‘কোই…মিল গয়া’ ছবিতেই নয়, ইন্দ্রবদনকে অভিনয় করতে দেখা গিয়েছে ছোট পর্দায়ও। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

০৮ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের জনপ্রিয় ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।

০৯ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

‘জ়বান সম্ভাল কে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন ইন্দ্রবদন। ‘নাগিনা’, ‘বীরানা’, ‘বোল রাধা বোল’, ‘দরার’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি।

১০ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

বলিপাড়া সূত্রে খবর, ৩০০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রবদন। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি।

১১ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জাদুর চরিত্রের জন্য ৩০ থেকে ৪০ জনের অডিশন নিয়েছিলেন রাকেশ। কিন্তু কাউকেই মনে ধরেনি।

১২ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

বলিউডের গুঞ্জন, জাদুর চরিত্রে অভিনয়ের জন্য ইন্দ্রবদনকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। এমনকি ‘কস্টিউম’ পরে শুটিং করবার সময় শ্বাস নিতে সমস্যা হত ইন্দ্রবদনের। অনেক সময় শটের পর তাঁকে অক্সিজেনও নিতে হয়েছিল বলে শোনা যায়।

১৩ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

বলিপাড়ার অধিকাংশের দাবি, জাদুর চরিত্রে কে অভিনয় করেছেন তা জানাজানি হয়ে যাক তা চাইতেন না রাকেশ। পরিচালকের নির্দেশ মেনেই আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্দ্রবদন।

১৪ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ নামের হলিউডি ছবিতেও অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে।

১৫ ১৫
Meet Chhote Ustad, Jaadu from Koi Mil Gaya worked in over 300 films including hollywood movie

‘বালবীর’ নামের হিন্দি ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy