Meet bollywood’s richest family, neither Shah Rukh Khan’s nor Amitabh Bachchan’s dgtl
Bollywood Stars
অমিতাভ, শাহরুখরা নন, সম্পত্তির নিরিখে বলিউডে এগিয়ে অন্য এক অভিনেতার পরিবার
বলিপাড়া সূত্রে খবর, তিন ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৫২৫৯ কোটি টাকা। এই তিন ভাই-ই অভিনয়জগতের সঙ্গে যুক্ত। বলিউডের খান পরিবারের পুত্র তিন জনই।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, আমির খান থেকে অক্ষয় কুমার, রণবীর সিংহ— বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন বহু তারকা। কিন্তু সম্পত্তির নিরিখে কোন বলি অভিনেতার পরিবার শীর্ষে তা জানেন কি?
০২১৫
বলিপাড়া সূত্রে খবর, সম্পত্তির নিরিখে অমিতাভ, শাহরুখ, আমিরের মতো সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের টপকে গিয়েছে বলিউডের তিন ভাইয়ের পরিবার।
০৩১৫
বলিপাড়া সূত্রে খবর, তিন ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৫২৫৯ কোটি টাকা। এই তিন ভাই-ই অভিনয়জগতের সঙ্গে যুক্ত। বলিউডের খান পরিবারের পুত্র তিন জনই।
০৪১৫
বলিউডের জনপ্রিয় ছবিনির্মাতাদের মধ্যে অন্যতম হলেন সেলিম খান। তাঁর তিন পুত্র সলমন, আরবাজ় এবং সোহেল বর্তমানে সম্পূর্ণ বলিপাড়ায় সম্পত্তির নিরিখে এগিয়ে।
০৫১৫
খান পরিবারের মোট সম্পত্তি ৫২৫৯ কোটি টাকা থাকলেও সেই সম্পত্তির অর্ধেক পরিমাণ রয়েছে শুধুমাত্র সলমনের কাছেই।
০৬১৫
বলিপাড়া সূত্রে খবর, খান পরিবারের যা সম্পত্তি রয়েছে তার ৫০ শতাংশের মালিক সলমন একাই। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৯১৬ কোটি টাকা।
০৭১৫
সলমনের একার যে পরিমাণ সম্পত্তি রয়েছে সে নিরিখে অনেক কম সম্পত্তি রয়েছে আরবাজ় এবং সোহেলের।
০৮১৫
বলিপাড়া সূত্রে খবর, আরবাজ় এবং সোহেলের মোট সম্পত্তির পরিমাণ ৯০০ কোটি টাকার গণ্ডিও পার করেনি।
০৯১৫
বলিপাড়া সূত্রে খবর, আরবাজ়ের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা।
১০১৫
বলিপাড়া সূত্রে খবর, সোহেলের মোট সম্পত্তির পরিমাণ ৩৩৩ কোটি টাকা।
১১১৫
আরবাজ় এবং সোহেলের একত্রে যা সম্পত্তি রয়েছে তার চেয়ে বেশি সম্পত্তি রয়েছে সেলিম খানের।
১২১৫
বলিপাড়া সূত্রে খবর, সেলিমের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা।
১৩১৫
বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, সেলিম তাঁর সম্পত্তির পুরোটাই তাঁর দুই স্ত্রী সালমা খান, হেলেন এবং তাঁর সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছেন।
১৪১৫
সেলিম এবং তাঁর তিন পুত্রের মোট সম্পত্তির পরিমাণ ৪৭৪৯ কোটি টাকা।
১৫১৫
বলিপাড়া সূত্রে খবর, খান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫২৫৯ কোটি টাকা। তার মধ্যে সেলিম এবং তাঁর তিন পুত্র বাদে খান পরিবারের অন্যান্য সদস্যের মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।