Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Ajitabh Bachchan

দাদার বান্ধবীর সঙ্গে প্রেম করে বিয়ে, এখন কী করেন অমিতাভের ভাই অজিতাভ?

বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হলেও সাধারণত আলোর রোশনাইয়ের আড়ালে থাকতে পছন্দ করেন অজিতাভ বচ্চন। অভিনয়জগতের সঙ্গেও যুক্ত নন ‘বিগ বি’র ভাই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩১
Share: Save:
০১ ১৬
চলতি বছরের ডিসেম্বর মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জ়োয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ়’ ছবিটি। শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবীর কন্যা খুশি কপূরের পাশাপাশি এই ছবির হাত ধরে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দও।

চলতি বছরের ডিসেম্বর মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জ়োয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ়’ ছবিটি। শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবীর কন্যা খুশি কপূরের পাশাপাশি এই ছবির হাত ধরে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দও।

০২ ১৬
‘দ্য আর্চিজ়’ ছবির ‘স্পেশ্যাল স্ক্রিনিং’-এর সময় মুম্বইয়ে নেমে গিয়েছিল তারকার ঢল। বচ্চন পরিবারের সকল সদস্যও অগস্ত্যকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন সেখানে। জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, শ্বেতা বচ্চন নন্দ-সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনও।

‘দ্য আর্চিজ়’ ছবির ‘স্পেশ্যাল স্ক্রিনিং’-এর সময় মুম্বইয়ে নেমে গিয়েছিল তারকার ঢল। বচ্চন পরিবারের সকল সদস্যও অগস্ত্যকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন সেখানে। জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, শ্বেতা বচ্চন নন্দ-সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনও।

০৩ ১৬
বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হলেও সাধারণত আলোর রোশনাইয়ের আড়ালে থাকতে পছন্দ করেন অজিতাভ। অভিনয়জগতের সঙ্গেও যুক্ত নন তিনি। কানাঘুষো শোনা যায়, অমিতাভের সঙ্গে নাকি সম্পর্ক খানিকটা ‘শীতল’ অজিতাভের। এখন কী করেন, কোথায় থাকেন ‘বিগ বি’র ভাই?

বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হলেও সাধারণত আলোর রোশনাইয়ের আড়ালে থাকতে পছন্দ করেন অজিতাভ। অভিনয়জগতের সঙ্গেও যুক্ত নন তিনি। কানাঘুষো শোনা যায়, অমিতাভের সঙ্গে নাকি সম্পর্ক খানিকটা ‘শীতল’ অজিতাভের। এখন কী করেন, কোথায় থাকেন ‘বিগ বি’র ভাই?

০৪ ১৬
হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের কনিষ্ঠ পুত্র অজিতাভ। অমিতাভের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ৫ বছরের। দাদার মতোই উত্তরাখণ্ডের নৈনিতালের স্কুলে পড়াশোনা করেন অজিতাভ। অমিতাভ যখন কলেজের গণ্ডি পার করেন, তখন দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন অজিতাভ।

হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের কনিষ্ঠ পুত্র অজিতাভ। অমিতাভের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ৫ বছরের। দাদার মতোই উত্তরাখণ্ডের নৈনিতালের স্কুলে পড়াশোনা করেন অজিতাভ। অমিতাভ যখন কলেজের গণ্ডি পার করেন, তখন দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন অজিতাভ।

০৫ ১৬
কলেজের পড়াশোনা শেষ করার পর একটি সরকারি দফতরে কাজের সুযোগ পান অজিতাভ। কর্মজীবনের বেশ কিছুটা সময় কলকাতায় কাটান তিনি। দাদার সূত্রেই তাঁর আলাপ হয় রমোলার সঙ্গে। সম্পর্কে অমিতাভের বান্ধবী ছিলেন রমোলা। তবে অজিতাভের সঙ্গেই বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে রমোলার।

কলেজের পড়াশোনা শেষ করার পর একটি সরকারি দফতরে কাজের সুযোগ পান অজিতাভ। কর্মজীবনের বেশ কিছুটা সময় কলকাতায় কাটান তিনি। দাদার সূত্রেই তাঁর আলাপ হয় রমোলার সঙ্গে। সম্পর্কে অমিতাভের বান্ধবী ছিলেন রমোলা। তবে অজিতাভের সঙ্গেই বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে রমোলার।

০৬ ১৬
দাদার বান্ধবী রমোলার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অজিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পুরনো পর্বে অমিতাভ জানিয়েছিলেন, অজিতাভের জন্যই তাঁর মাথায় অভিনয়ের পোকা নাড়া দিয়ে উঠেছিল।

দাদার বান্ধবী রমোলার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অজিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পুরনো পর্বে অমিতাভ জানিয়েছিলেন, অজিতাভের জন্যই তাঁর মাথায় অভিনয়ের পোকা নাড়া দিয়ে উঠেছিল।

০৭ ১৬
অমিতাভ বলেছিলেন, ‘‘আমি অভিনয় শুরু করেছিলাম আমার ভাইয়ের জন্যই। আমার ভাই-ই আমায় প্রথম বলেছিল সিনেমায় নামতে। আমি যখন চাকরিসূত্রে কলকাতায় ছিলাম এবং তখন আমার প্রচুর ছবি তুলেছিল। তার পর সেই ছবিগুলি একটি প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছিল। যদিও আমার ছবি কারও পছন্দ হয়নি। কিন্তু আমার মাথায় অভিনয় করার কথা গেঁথে গিয়েছিল। তার পর আমি চাকরি ছেড়ে দিই।’’

অমিতাভ বলেছিলেন, ‘‘আমি অভিনয় শুরু করেছিলাম আমার ভাইয়ের জন্যই। আমার ভাই-ই আমায় প্রথম বলেছিল সিনেমায় নামতে। আমি যখন চাকরিসূত্রে কলকাতায় ছিলাম এবং তখন আমার প্রচুর ছবি তুলেছিল। তার পর সেই ছবিগুলি একটি প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছিল। যদিও আমার ছবি কারও পছন্দ হয়নি। কিন্তু আমার মাথায় অভিনয় করার কথা গেঁথে গিয়েছিল। তার পর আমি চাকরি ছেড়ে দিই।’’

০৮ ১৬
অমিতাভ কেরিয়ারের স্বার্থে মুম্বই চলে যাওয়ার পরে অজিতাভ রয়ে গিয়েছিলেন কলকাতায়। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেন অমিতাভ। অন্য দিকে, কলকাতার পাট চুকিয়ে অজিতাভও চলে যান মুম্বই। মুম্বই গিয়ে প্রথমে দাদার ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করেন অজিতাভ।

অমিতাভ কেরিয়ারের স্বার্থে মুম্বই চলে যাওয়ার পরে অজিতাভ রয়ে গিয়েছিলেন কলকাতায়। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেন অমিতাভ। অন্য দিকে, কলকাতার পাট চুকিয়ে অজিতাভও চলে যান মুম্বই। মুম্বই গিয়ে প্রথমে দাদার ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করেন অজিতাভ।

০৯ ১৬
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় অমিতাভ যখন তাঁর কেরিয়ারের মধ্যগগনে, তখন একটি ছবি প্রযোজনা করার কথা ভেবেছিলেন সেলিম-জাভেদ। সেই ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভের। ছবির বিষয়ে আলোচনার জন্য তাঁরা হাজির হন অমিতাভের অফিসে।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় অমিতাভ যখন তাঁর কেরিয়ারের মধ্যগগনে, তখন একটি ছবি প্রযোজনা করার কথা ভেবেছিলেন সেলিম-জাভেদ। সেই ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভের। ছবির বিষয়ে আলোচনার জন্য তাঁরা হাজির হন অমিতাভের অফিসে।

১০ ১৬
অমিতাভ নন, সেলিম-জাভেদের সঙ্গে প্রথমে কথা বলেন অজিতাভ। শোনা যায়, তিনি অমিতাভের জন্য এতটাই বেশি পারিশ্রমিক চেয়ে বসেন যে, সেলিম-জাভেদ তাঁদের প্রস্তাব থেকে পিছিয়ে যান। তার পর আর সে ছবি তৈরি করা হয়নি।

অমিতাভ নন, সেলিম-জাভেদের সঙ্গে প্রথমে কথা বলেন অজিতাভ। শোনা যায়, তিনি অমিতাভের জন্য এতটাই বেশি পারিশ্রমিক চেয়ে বসেন যে, সেলিম-জাভেদ তাঁদের প্রস্তাব থেকে পিছিয়ে যান। তার পর আর সে ছবি তৈরি করা হয়নি।

১১ ১৬
অমিতাভ যখন রাজনীতির দুনিয়ায় পা রাখেন, তখন লন্ডনে চলে যান অজিতাভ। সেখানে গিয়ে ব্যবসার কাজে যুক্ত হন তিনি। লন্ডনে ওষুধের ব্যবসা সামলাতেন তিনি। শোনা যায়, এই ব্যবসার মূলধন ছিল অমিতাভেরই। ভাই অজিতাভ শুধু ব্যবসার দেখভাল করতেন। ব্যবসা এবং পারিবারিক পরিচিতির সূত্রে লন্ডনের অভিজাত মহলের জনপ্রিয় হয়ে ওঠেন অজিতাভ এবং রমোলা দু’জনেই।

অমিতাভ যখন রাজনীতির দুনিয়ায় পা রাখেন, তখন লন্ডনে চলে যান অজিতাভ। সেখানে গিয়ে ব্যবসার কাজে যুক্ত হন তিনি। লন্ডনে ওষুধের ব্যবসা সামলাতেন তিনি। শোনা যায়, এই ব্যবসার মূলধন ছিল অমিতাভেরই। ভাই অজিতাভ শুধু ব্যবসার দেখভাল করতেন। ব্যবসা এবং পারিবারিক পরিচিতির সূত্রে লন্ডনের অভিজাত মহলের জনপ্রিয় হয়ে ওঠেন অজিতাভ এবং রমোলা দু’জনেই।

১২ ১৬
অজিতাভ এবং রমোলার এক পুত্র এবং তিন কন্যাসন্তান রয়েছে। তাঁদের পুত্র ভীম বচ্চন পেশায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। তিন কন্যার মধ্যে নীলিমা পেশায় ইঞ্জিনিয়র, নম্রতা পেশায় আলোকচিত্রশিল্পী, নয়না পেশায় ব্যাঙ্কার এবং শিল্পী। বলি অভিনেতা কুণাল কপূরকে বিয়ে করেন নয়না। অজিতাভ এবং রমোলার দু’জনেই বর্তমানে লন্ডনে থাকেন।

অজিতাভ এবং রমোলার এক পুত্র এবং তিন কন্যাসন্তান রয়েছে। তাঁদের পুত্র ভীম বচ্চন পেশায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। তিন কন্যার মধ্যে নীলিমা পেশায় ইঞ্জিনিয়র, নম্রতা পেশায় আলোকচিত্রশিল্পী, নয়না পেশায় ব্যাঙ্কার এবং শিল্পী। বলি অভিনেতা কুণাল কপূরকে বিয়ে করেন নয়না। অজিতাভ এবং রমোলার দু’জনেই বর্তমানে লন্ডনে থাকেন।

১৩ ১৬
পরে অমিতাভ যখন নিজস্ব প্রযোজনা সংস্থা খোলেন, তখন অজিতাভও ব্যবসার অংশীদার ছিলেন। সেই সংস্থার অংশীদার ছিলেন বলি অভিনেত্রী কিরণ খেরের প্রাক্তন স্বামী গৌতম ব্যারিও। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সংস্থার ভরাডুবি হয়। বাজারে ২৫০ কোটি টাকার দেনা হয়ে যায় সেই প্রযোজনা সংস্থার।

পরে অমিতাভ যখন নিজস্ব প্রযোজনা সংস্থা খোলেন, তখন অজিতাভও ব্যবসার অংশীদার ছিলেন। সেই সংস্থার অংশীদার ছিলেন বলি অভিনেত্রী কিরণ খেরের প্রাক্তন স্বামী গৌতম ব্যারিও। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সংস্থার ভরাডুবি হয়। বাজারে ২৫০ কোটি টাকার দেনা হয়ে যায় সেই প্রযোজনা সংস্থার।

১৪ ১৬
অমিতাভের সঙ্গে যে অজিতাভের দূরত্ব ছিল তা এক পুরনো সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন অজিতাভ। অজিতাভ জানিয়েছিলেন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন এসে গিয়েছিল। কিন্তু বাবাকে দুঃখ দিতে চাইতেন না বলে তাঁরা সদ্ভাব বজায় রাখতেন। ২০০৩ সালে তাঁদের বাবার মৃত্যুর পরেই দু’জনের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়।

অমিতাভের সঙ্গে যে অজিতাভের দূরত্ব ছিল তা এক পুরনো সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন অজিতাভ। অজিতাভ জানিয়েছিলেন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন এসে গিয়েছিল। কিন্তু বাবাকে দুঃখ দিতে চাইতেন না বলে তাঁরা সদ্ভাব বজায় রাখতেন। ২০০৩ সালে তাঁদের বাবার মৃত্যুর পরেই দু’জনের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়।

১৫ ১৬
বলিপাড়ার খবর, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অমিতাভের কোনও অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকতেন না অজিতাভ। ২০১২ সালে নাকি দুই ভাইয়ের মধ্যে সব দ্বন্দ্ব দূর হয়ে যায়।

বলিপাড়ার খবর, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অমিতাভের কোনও অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকতেন না অজিতাভ। ২০১২ সালে নাকি দুই ভাইয়ের মধ্যে সব দ্বন্দ্ব দূর হয়ে যায়।

১৬ ১৬
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, অমিতাভ নাকি তাঁর প্রতীক্ষা বাংলোটি দিতে চেয়েছিলেন অজিতাভকে। কিন্তু অজিতাভ তা নিতে চাননি। বর্তমানে ১৬৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে অজিতাভের। অতীতের দূরত্ব সরিয়ে অমিতাভের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক রয়েছে অজিতাভের।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, অমিতাভ নাকি তাঁর প্রতীক্ষা বাংলোটি দিতে চেয়েছিলেন অজিতাভকে। কিন্তু অজিতাভ তা নিতে চাননি। বর্তমানে ১৬৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে অজিতাভের। অতীতের দূরত্ব সরিয়ে অমিতাভের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক রয়েছে অজিতাভের।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy