Meet actor Christian Bale with 1000 crore net worth, still drives 20 year old pick-up truck dgtl
Christian Bale
১০০০ কোটির সম্পত্তি, তবুও ‘বন্ধুদের জন্য’ ২০ বছরের পুরনো গাড়ি চালান অভিনেতা
২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ক্রিস্টিয়ানের মোট ১২ কোটি ডলারের সম্পত্তি রয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ প্রায় ৯৯৭ কোটি টাকা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ১৭:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি থাকা অস্বাভাবিক কিছু নয়। তবুও ২০ বছর আগে কেনা ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ি চালিয়ে ঘুরে বেড়ান হলিপাড়ার ‘ব্যাটম্যান’ ক্রিস্টিয়ান বেল।
০২১৬
২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ক্রিস্টিয়ানের মোট ১২ কোটি ডলারের সম্পত্তি রয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ প্রায় ৯৯৭ কোটি টাকা।
০৩১৬
প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও লস অ্যাঞ্জেলসের রাস্তায় ক্রিস্টিয়ানকে একটি বিশেষ ধরনের পিক-আপ ট্রাক চালিয়ে ঘুরতে দেখা যায়।
০৪১৬
এক পুরনো সাক্ষাৎকারে ক্রিস্টিয়ান জানিয়েছিলেন, ২০ বছর আগে পিক-আপ ট্রাকটি কিনেছিলেন তিনি। এই ধরনের গাড়িতে বসার জায়গা থাকলেও পিছনের দিকে মালপত্র রাখার জন্য ফাঁকা জায়গা থাকে প্রচুর।
০৫১৬
ক্রিস্টিয়ান সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০ বছর আগে গাড়িটি কিনলেও সেই গাড়িটি ছিল পুরনো। এখনও কেন পুরনো গাড়ি ব্যবহার করেন সেই প্রশ্ন জিজ্ঞাসা করায় অভিনেতা জানিয়েছিলেন, বন্ধুদের কারণেই তিনি এই গাড়ি চালান।
০৬১৬
ক্রিস্টিয়ান বলেছিলেন, ‘‘২০০৩ সাল নাগাদ গাড়িটি কিনেছিলাম। আমার বন্ধুবান্ধব যখন জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন আমার গাড়ির প্রয়োজন পড়ে তাদের। আমার সব বন্ধুই আমার গাড়ি ব্যবহার করে।’’
০৭১৬
পুরনো গাড়ি নিয়ে ক্রিস্টিয়ানের আরও মন্তব্য, ‘‘আসলে এক বার যিনি পিক আপ ট্রাক ব্যবহার করা শুরু করেন, তাঁর পক্ষে আর অন্য কোনও গাড়ি চালানো সম্ভব নয়।’’
০৮১৬
হলিপাড়া সূত্রে খবর, অভিনয়ের পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত রয়েছেন ক্রিস্টিয়ান। সমাজসেবার কাজে নাকি প্রচুর টাকা খরচ করেন তিনি।
০৯১৬
আমেরিকায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প রয়েছে ক্রিস্টিয়ানের। সেই প্রকল্পে দু’কোটি ডলার দিয়েছেন অভিনেতা। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা।
১০১৬
১৩ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন ক্রিস্টিয়ান। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘এম্পায়ার অফ দ্য সান’ ছবিতে প্রথম অভিনয় তাঁর।
১১১৬
প্রথম ছবিমুক্তির প্রায় এক দশক পর হলিপাড়ায় জনপ্রিয়তা পান ক্রিস্টিয়ান। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমেরিকান সাইকো’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয়।
১২১৬
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মেশিনিস্ট’ ছবিটিও ক্রিস্টিয়ানের কেরিয়ারে নয়া মাইলফলক গড়ে তোলে। তার পরেই অভিনেতার কেরিয়ার নতুন বাঁক নেয়। একটি চরিত্রই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অভিনেতাকে।
১৩১৬
হলিপাড়ার পরিচালকদের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ক্রিস্টোফার নোলানের। ডিসি কমিক্সের সুপারহিরো ব্যাটম্যানের চরিত্রের জন্য ক্রিস্টিয়ানকে পছন্দ হয় ক্রিস্টোফারের।
১৪১৬
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাটম্যান বিগিন্স’ ছবিতে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ক্রিস্টিয়ানকে। সুপারহিরোর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।
১৫১৬
‘ব্যাটম্যান বিগিন্স’-এর পর ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ ছবিতে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন ক্রিস্টিয়ান। পরবর্তী ডিসি কমিক্সের ছবিতে ব্যাটম্যান চরিত্রের জন্য বেছে নেওয়া হয় হলি অভিনেতা বেন অ্যাফলেককে।
১৬১৬
ক্রিস্টিয়ানের কেরিয়ারের ঝুলিতে ‘দ্য প্রেস্টিজ’, ‘টার্মিনেটর স্যালভেশন’, ‘এক্সোডাস: গড্স অ্যান্ড কিংস’, ‘দ্য ফাইটার’, ‘আমেরিকান হাসেল’-এর মতো একাধিক সফল ছবি রয়েছে। হলিপাড়ার সর্বাধিক উপার্জনকারী অভিনেতাদের তালিকায় রয়েছে ক্রিস্টিয়ানের নাম।