Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Mayur Raj Verma

পর পর হিট ছবিতে অভিনয়, সর্বাধিক আয় করা শিশুশিল্পী, বলিপাড়া থেকে উধাও হয়ে যান ‘ইয়ং অমিতাভ’

নিজের নামে নয়, অমিতাভের নাম ব্যবহার করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা। আবার সময়ের কালে বলিপাড়া থেকে হঠাৎ হারিয়ে গেলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ১০:৪৭
Share: Save:
০১ ১৭
সত্তর থেকে আশির দশকের মধ্যে বলিপাড়ায় প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু তাঁর নামে বলিজগতে পরিচয় গড়ে তুলেছিলে অন্য এক অভিনেতাও। বলিপাড়ার একাংশের মতে, অমিতাভের মুখের গড়নের সঙ্গে নাকি সেই অভিনেতার মিল চোখে পড়ার মতো। নিজের নামে নয়, অমিতাভের নাম ব্যবহার করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই অভিনেতা। আবার সময়ের কালে বলিপাড়া থেকে হঠাৎ হারিয়েও গেলেন তিনি।

সত্তর থেকে আশির দশকের মধ্যে বলিপাড়ায় প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু তাঁর নামে বলিজগতে পরিচয় গড়ে তুলেছিলে অন্য এক অভিনেতাও। বলিপাড়ার একাংশের মতে, অমিতাভের মুখের গড়নের সঙ্গে নাকি সেই অভিনেতার মিল চোখে পড়ার মতো। নিজের নামে নয়, অমিতাভের নাম ব্যবহার করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই অভিনেতা। আবার সময়ের কালে বলিপাড়া থেকে হঠাৎ হারিয়েও গেলেন তিনি।

০২ ১৭
প্রকাশ মেহরার পরিচালনায় ১৯৭৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিটি। এই ছবিতে অমিতাভের পাশাপাশি অভিনয় করেছিলেন রেখা, বিনোদ খন্না, কাদের খান, রাখি গুলজ়ার, আমজাদ খানের মতো বলি তারকারা।

প্রকাশ মেহরার পরিচালনায় ১৯৭৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিটি। এই ছবিতে অমিতাভের পাশাপাশি অভিনয় করেছিলেন রেখা, বিনোদ খন্না, কাদের খান, রাখি গুলজ়ার, আমজাদ খানের মতো বলি তারকারা।

০৩ ১৭
‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে বলি তারকারা ছাড়াও অন্য এক অভিনেতাও জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর আসল নাম মাস্টার ময়ূররাজ বর্মা হলেও ইন্ডাস্ট্রিতে ‘ইয়ং অমিতাভ’ নামেই বেশি পরিচিত ছিলেন। ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে অমিতাভের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন শিশু অভিনেতা ময়ূররাজ।

‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে বলি তারকারা ছাড়াও অন্য এক অভিনেতাও জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর আসল নাম মাস্টার ময়ূররাজ বর্মা হলেও ইন্ডাস্ট্রিতে ‘ইয়ং অমিতাভ’ নামেই বেশি পরিচিত ছিলেন। ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে অমিতাভের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন শিশু অভিনেতা ময়ূররাজ।

০৪ ১৭
অমিতাভের সঙ্গে ময়ূররাজের মুখের এতটাই মিল ছিল যে, এক নজরে দেখলে মনে হত অমিতাভ ছোটবেলায় ঠিক যেন ময়ূররাজের মতোই দেখতে ছিলেন। এত বড় মাপের অভিনেতার সঙ্গে মুখের মিল থাকলেও অভিনয়ে নামার কোনও ইচ্ছা ছিল না ময়ূররাজের।

অমিতাভের সঙ্গে ময়ূররাজের মুখের এতটাই মিল ছিল যে, এক নজরে দেখলে মনে হত অমিতাভ ছোটবেলায় ঠিক যেন ময়ূররাজের মতোই দেখতে ছিলেন। এত বড় মাপের অভিনেতার সঙ্গে মুখের মিল থাকলেও অভিনয়ে নামার কোনও ইচ্ছা ছিল না ময়ূররাজের।

০৫ ১৭
১৯৬৪ সালে দিল্লিতে জন্ম ময়ূররাজের। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর। কিন্তু তাঁর মা স্নেহলতা বর্মা চাইতেন যে ময়ূররাজ অভিনয় নিয়ে নিজের কেরিয়ার গড়ে তুলুক।

১৯৬৪ সালে দিল্লিতে জন্ম ময়ূররাজের। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তাঁর। কিন্তু তাঁর মা স্নেহলতা বর্মা চাইতেন যে ময়ূররাজ অভিনয় নিয়ে নিজের কেরিয়ার গড়ে তুলুক।

০৬ ১৭
পেশায় সাংবাদিক ছিলেন স্নেহলতা। বিনোদনজগতের তারকাদের সঙ্গে পেশার সূত্রেই আলাপ ছিল তাঁর। ছবি নির্মাতা প্রকাশ মেহরার সাক্ষাৎকার নিতে গিয়ে ময়ূররাজের কথা পাড়েন স্নেহলতা।

পেশায় সাংবাদিক ছিলেন স্নেহলতা। বিনোদনজগতের তারকাদের সঙ্গে পেশার সূত্রেই আলাপ ছিল তাঁর। ছবি নির্মাতা প্রকাশ মেহরার সাক্ষাৎকার নিতে গিয়ে ময়ূররাজের কথা পাড়েন স্নেহলতা।

০৭ ১৭
আসলে প্রকাশের সাক্ষাৎকার নেওয়ার সময় স্নেহলতা জানতে পারেন যে, পরিচালক অমিতাভের সঙ্গে একটি তারকাখচিত ছবির কাজ শুরু করতে চলেছেন। ছবির সমস্ত কাজ এগিয়ে গেলেও অমিতাভের শৈশবের চরিত্রে অভিনয়ের জন্য কোনও শিশু অভিনেতার খোঁজ পাচ্ছিলেন না। তখনই নিজের ছেলের কথা পাড়েন স্নেহলতা।

আসলে প্রকাশের সাক্ষাৎকার নেওয়ার সময় স্নেহলতা জানতে পারেন যে, পরিচালক অমিতাভের সঙ্গে একটি তারকাখচিত ছবির কাজ শুরু করতে চলেছেন। ছবির সমস্ত কাজ এগিয়ে গেলেও অমিতাভের শৈশবের চরিত্রে অভিনয়ের জন্য কোনও শিশু অভিনেতার খোঁজ পাচ্ছিলেন না। তখনই নিজের ছেলের কথা পাড়েন স্নেহলতা।

০৮ ১৭
স্নেহলতার কাছে তাঁর পুত্র ময়ূররাজের ছবি চান প্রকাশ। চিত্রনাট্যের প্রয়োজনে ১৩-১৪ বছর বয়সি এক শিশু অভিনেতার সন্ধানে ছিলেন প্রকাশ, যার মুখের গড়নেও অমিতাভের সঙ্গে মিল থাকবে। ময়ূররাজের ছবি দেখার পর প্রথম ঝলকেই তাঁকে পছন্দ হয় প্রকাশের।

স্নেহলতার কাছে তাঁর পুত্র ময়ূররাজের ছবি চান প্রকাশ। চিত্রনাট্যের প্রয়োজনে ১৩-১৪ বছর বয়সি এক শিশু অভিনেতার সন্ধানে ছিলেন প্রকাশ, যার মুখের গড়নেও অমিতাভের সঙ্গে মিল থাকবে। ময়ূররাজের ছবি দেখার পর প্রথম ঝলকেই তাঁকে পছন্দ হয় প্রকাশের।

০৯ ১৭
১৯৭৮ সালে ‘মুকদ্দর কা সিকন্দর’ মুক্তির পর বক্স অফিসে সুপারহিট হয়। কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই সাফল্যের স্বাদ পেয়ে গিয়েছিলেন ময়ূররাজ। তার পর থেকে অধিকাংশ ছবিতে অমিতাভের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। অমিতাভের জন্যই রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি।

১৯৭৮ সালে ‘মুকদ্দর কা সিকন্দর’ মুক্তির পর বক্স অফিসে সুপারহিট হয়। কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই সাফল্যের স্বাদ পেয়ে গিয়েছিলেন ময়ূররাজ। তার পর থেকে অধিকাংশ ছবিতে অমিতাভের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। অমিতাভের জন্যই রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি।

১০ ১৭
অমিতাভের ছেলেবেলার চরিত্রে যে সকল শিশু অভিনেতা অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে শীর্ষে পৌঁছে যান ময়ূররাজ। কম বয়সেই একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি।

অমিতাভের ছেলেবেলার চরিত্রে যে সকল শিশু অভিনেতা অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে শীর্ষে পৌঁছে যান ময়ূররাজ। কম বয়সেই একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি।

১১ ১৭
‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে অভিনয় করে প্রশংসা পাওয়ার পর প্রকাশ তাঁর পরবর্তী ছবি ‘লাওয়ারিশ’-এও অভিনয়ের সুযোগ দেন ময়ূররাজকে। তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়।

‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে অভিনয় করে প্রশংসা পাওয়ার পর প্রকাশ তাঁর পরবর্তী ছবি ‘লাওয়ারিশ’-এও অভিনয়ের সুযোগ দেন ময়ূররাজকে। তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়।

১২ ১৭
সত্তর থেকে আশির দশকে সর্বাধিক উপার্জনকারী শিশু অভিনেতা হিসাবে পরিচিতি হয়ে যায় ময়ূররাজের। ‘লভ ইন গোয়া’, ‘শরাবি’, ‘কানুন অপনা অপনা’র মতো পর পর ১৫ হিট ছবিতে অভিনয় করেন তিনি।

সত্তর থেকে আশির দশকে সর্বাধিক উপার্জনকারী শিশু অভিনেতা হিসাবে পরিচিতি হয়ে যায় ময়ূররাজের। ‘লভ ইন গোয়া’, ‘শরাবি’, ‘কানুন অপনা অপনা’র মতো পর পর ১৫ হিট ছবিতে অভিনয় করেন তিনি।

১৩ ১৭
ময়ূররাজের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান পরিচালক বিআর চোপড়াও। ‘মহাভারত’ ধারাবাহিক নিয়ে কাজ করছিলেন পরিচালক। ময়ূররাজকে দেখে বিআর চোপড়ার মনে হয়েছিল যে অভিমন্যুর চরিত্রে ময়ূররাজকে দারুণ মানাবে।

ময়ূররাজের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান পরিচালক বিআর চোপড়াও। ‘মহাভারত’ ধারাবাহিক নিয়ে কাজ করছিলেন পরিচালক। ময়ূররাজকে দেখে বিআর চোপড়ার মনে হয়েছিল যে অভিমন্যুর চরিত্রে ময়ূররাজকে দারুণ মানাবে।

১৪ ১৭
যেমন ভাবা তেমন কাজ। ‘মহাভারত’ ধারাবাহিকে অভিমন্যুর চরিত্রে অভিনয়ের সুযোগ পান ময়ূররাজ। তাঁর অভিনয় সকলের মন জয় করে নেয়। কিন্তু অভিনয়জগতে নিজের কেরিয়ার নিয়ে আর এগোতে পারেননি তিনি।

যেমন ভাবা তেমন কাজ। ‘মহাভারত’ ধারাবাহিকে অভিমন্যুর চরিত্রে অভিনয়ের সুযোগ পান ময়ূররাজ। তাঁর অভিনয় সকলের মন জয় করে নেয়। কিন্তু অভিনয়জগতে নিজের কেরিয়ার নিয়ে আর এগোতে পারেননি তিনি।

১৫ ১৭
২০০১ সালে বড় পর্দায় শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় ময়ূররাজকে। তার পর বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। পরে জানতে পারা যায়, অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করেছেন তিনি।

২০০১ সালে বড় পর্দায় শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় ময়ূররাজকে। তার পর বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। পরে জানতে পারা যায়, অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করেছেন তিনি।

১৬ ১৭
জনপ্রিয় রন্ধনশিল্পী (শেফ) নুরির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ময়ূররাজ। বিয়ের কয়েক বছরের মধ্যে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেন অভিনেতা।

জনপ্রিয় রন্ধনশিল্পী (শেফ) নুরির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ময়ূররাজ। বিয়ের কয়েক বছরের মধ্যে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেন অভিনেতা।

১৭ ১৭
ব্রিটেনের ওয়েলসে গিয়ে ব্যবসা শুরু করেন ময়ূররাজ। স্ত্রীর সঙ্গে একটি রেস্তরাঁ খোলেন তিনি। তবে অভিনয়ের সঙ্গে যোগসূত্র এখনও রয়েছে তাঁর। হিন্দি ছবিতে অভিনয় না করলেও ওয়েলসে অভিনয় শেখানোর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালান তিনি। বলিপাড়ার ‘ইয়ং অমিতাভ’ বর্তমানে ব্যবসা এবং সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন।

ব্রিটেনের ওয়েলসে গিয়ে ব্যবসা শুরু করেন ময়ূররাজ। স্ত্রীর সঙ্গে একটি রেস্তরাঁ খোলেন তিনি। তবে অভিনয়ের সঙ্গে যোগসূত্র এখনও রয়েছে তাঁর। হিন্দি ছবিতে অভিনয় না করলেও ওয়েলসে অভিনয় শেখানোর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালান তিনি। বলিপাড়ার ‘ইয়ং অমিতাভ’ বর্তমানে ব্যবসা এবং সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy