Marathi minister chhagan bhujbal receives threat letter regarding hitmen and urges to party for extra security dgtl
Chhagan Bhujbal
প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে খুন করতে লক্ষ লক্ষ টাকার ‘সুপারি’! মরাঠা রাজনীতিতে নয়া বিতর্ক
মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের কাছে ভুজবলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছে দলের নাসিক জেলা শাখার তরফে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
অনগ্রসর গোষ্ঠীর নেতা হিসাবে চেনা মুখ তিনি। সম্প্রতি জড়িয়েছেন সংরক্ষণ নিয়ে বিতর্কে। সেই জের টেনেই কী ৫০ লক্ষ টাকার ‘সুপারি’ নিয়ে পাঁচ জন খুন করতে চায় তাঁকে? এই চিন্তা নিয়েই দিন গুনছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল।
০২১০
শুক্রবার এই মর্মে এক হুমকি চিঠি এসেছে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির অজিত পওয়ার গোষ্ঠীর নেতা ছগন ভুজবলের কাছে। আর তার পর থেকেই মরাঠা রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
০৩১০
মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের কাছে ভুজবলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছে দলের নাসিক জেলা শাখার তরফে।
০৪১০
নাসিকের দফতরেই ওই হুমকি চিঠি এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী। লক্ষ লক্ষ টাকা ‘সুপারি’র বিষয়টিও ওই চিঠিতেই রয়েছে বলে দাবি করেছেন তিনি।
০৫১০
অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠীর নেতা ভুজবল সম্প্রতি প্রকাশ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে মরাঠা জনগোষ্ঠীর সংরক্ষণের দাবির বিরোধিতা করেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুনের হুমকির সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে।
০৬১০
একদা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন ভুজবল। বালাসাহেব তাঁকে মুম্বইয়ের মেয়র করেছিলেন।
০৭১০
কিন্তু উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণে নব্বইয়ের দশকের গোড়ায় কংগ্রেসে যোগ দেন তিনি।
০৮১০
১৯৯৯ সালে শরদ পওয়ার কংগ্রেস ছেড়ে এনসিপি গড়ার সময় ভুজবলও তার সঙ্গী ছিলেন।
০৯১০
এনসিপি পরিষদীয় নেতা হিসাবে কংগ্রেসের সঙ্গে জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।
১০১০
গত বছর জুলাইয়ে ভাইপো অজিত কাকা শরদের দল ভেঙে বিজেপি-শিন্ডেসেনার সঙ্গে হাত মেলানোর সময় থেকেই ভুজবল তাঁর সঙ্গী।