Man swallowed 39 coins and 37 magnets to get abs dgtl
Man Swallowed Coins
জিঙ্ক ছাড়া কি শরীর টেকে? সুঠাম দেহ পেতে তাই চুম্বক, কয়েন খেলেন যুবক! তার পর…
অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন, কেন তিনি এই কয়েন এবং চুম্বক খেয়েছিলেন? উত্তরে চমকে যান তাঁরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
চটজলদি সুঠাম দেহ চাই। তার জন্য প্রয়োজন অতিরিক্ত জিঙ্ক। শরীরে জিঙ্কের চাহিদা মেটাতে কয়েন আর চুম্বক খেয়ে ফেললেন এক যুবক।
০২১৩
অস্ত্রোপচার করতেই এক এক করে ১, ২ এবং পাঁচ টাকার ৩৯টি কয়েন বেরিয়ে এল যুবকের পেট থেকে।
০৩১৩
শুধু তাই-ই নয়, গোল, চ্যাপ্টা, ত্রিকোণ, এ রকম নানা আকৃতির প্রায় ৩৭টি চুম্বক উদ্ধার হয়েছে যুবকের শরীর থেকে। যা দেখে চিকিৎসকেরাও স্তম্ভিত হয়ে যান।
০৪১৩
অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন, কেন তিনি কয়েন এবং চুম্বক খেয়েছিলেন?
০৫১৩
ওই যুবক প্রশ্নের যা উত্তর দিয়েছেন, তা শুনে থ হয়ে গিয়েছিলেন চিকিৎসকেরা।
০৬১৩
ওই যুবক দাবি করেন, তিনি শুনেছেন সুঠাম দেহের গঠনে জিঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে।
০৭১৩
কয়েন এবং চুম্বকে যে হেতু বেশি পরিমাণে জিঙ্ক থাকে, তাই চটজলদি সুঠাম দেহ তৈরি করতেই তিনি সেগুলি খেয়েছেন।
০৮১৩
কিন্তু তাঁর এই ‘আজব’ পরিকল্পনা যে প্রাণঘাতী হতে পারে, সে কথা তিনি এক বারের জন্যও ভাবেননি।
০৯১৩
ঘটনাটি দিল্লির। পেটে অসহ্য ব্যথা এবং বমির উপসর্গ থাকায় শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক যুবককে।
১০১৩
তাঁর পরিবার জানায়, গত ২০ দিন ধরে খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যুবকের। সঙ্গে বমিও হচ্ছিল।
১১১৩
হাসপাতালের আউটডোরে চিকিৎসক প্রথমে পরীক্ষা করেন। তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসককে জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক।
১২১৩
আর তাতেই সন্দেহ হয় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে তিনি সিটি স্ক্যান করেন। তাতে দেখা যায়, যুবকের অন্ত্রে গিয়ে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক।
১৩১৩
সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করে ১, ২ এবং পাঁচ টাকার কয়েন উদ্ধার হয়েছে। নানা আকৃতির চুম্বকও পাওয়া গিয়েছে যুবকের পেট থেকে।