এই সিরাপগুলি পাঁচ বছরের কম বয়সি শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ বলে জানা গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই চারটি ওষুধের প্রতিটিতেই ডাইইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল নামের দূষক পদার্থের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি।এই পদার্থগুলি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে শিশুদের শরীরে প্রবেশ করলে দেখা দিতে পারে পেটব্যথা, বমি, মূত্রত্যাগের সমস্যা-সহ কিডনির নানাবিধ সমস্যা।