চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পায় ‘মামলা লিগাল হ্যায়’ নামের কমেডি ঘরানার একটি কোর্টরুম ড্রামা সিরিজ়। এই সিরিজ়ের মুখ্যচরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন রবি কিষেণ, ঠিক তেমনই পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নিধি বিশ্ত, অনন্ত জোশী, যশপাল শর্মার মতো তারকা। তবে এই সিরিজ়ে যিনি বিশেষ নজর কেড়েছেন, তিনি নাইলা।