Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Luxembourg

ভাড়া আকাশছোঁয়া, ভিন্‌দেশি বাসার খোঁজে সীমান্ত পেরোচ্ছেন বিশ্বের দ্বিতীয় ধনীতম দেশের বাসিন্দারা

লুক্সেমবার্গে একটি বাড়ির মালিকানার স্বপ্ন রয়েছে? তবে সে স্বপ্নপূরণে গড়ে প্রায় ১৩ কোটি ২১ লক্ষ ৮০ হাজার টাকা গোনার জন্য প্রস্তুত থাকুন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লুক্সেমবার্গ সিটি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১১:২২
Share: Save:
০১ ২০
এ যেন এক জটিল ধাঁধা। মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ হলেও বাড়িভাড়া গুনতে গিয়ে হাঁড়ির হাল হচ্ছে লুক্সেমবার্গের বহু বাসিন্দার। সে দেশে বাড়িভাড়া এতটাই বেশি যে, সীমান্ত পেরিয়ে ভিন্‌দেশি বাসার খোঁজ করছেন তাঁরা।

এ যেন এক জটিল ধাঁধা। মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ হলেও বাড়িভাড়া গুনতে গিয়ে হাঁড়ির হাল হচ্ছে লুক্সেমবার্গের বহু বাসিন্দার। সে দেশে বাড়িভাড়া এতটাই বেশি যে, সীমান্ত পেরিয়ে ভিন্‌দেশি বাসার খোঁজ করছেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

০২ ২০
জনসংখ্যা মোটে ৬ লক্ষ ৬০ হাজার। তবে মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের বহু তাবড় দেশকে পিছনে ঠেলে দিয়েছে লুক্সেমবার্গ। বসতির হিসাবে আমেরিকার সবচেয়ে ছোট রাজ্য রোড আইল্যান্ডেরও পিছনে রয়েছে লুক্সেমবার্গ। ওই রাজ্যে ১০ লক্ষের বেশি বাসিন্দার বসবাস।

জনসংখ্যা মোটে ৬ লক্ষ ৬০ হাজার। তবে মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের বহু তাবড় দেশকে পিছনে ঠেলে দিয়েছে লুক্সেমবার্গ। বসতির হিসাবে আমেরিকার সবচেয়ে ছোট রাজ্য রোড আইল্যান্ডেরও পিছনে রয়েছে লুক্সেমবার্গ। ওই রাজ্যে ১০ লক্ষের বেশি বাসিন্দার বসবাস।

ছবি: সংগৃহীত।

০৩ ২০
সেপ্টেম্বরের শেষে আমেরিকার এক পত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ছোট্ট দেশ হলেও লুক্সেমবার্গের মোট অভ্যন্তরীণ আয় (জিডিপি) ১৪২,৪৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজারের বেশি টাকা।

সেপ্টেম্বরের শেষে আমেরিকার এক পত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ছোট্ট দেশ হলেও লুক্সেমবার্গের মোট অভ্যন্তরীণ আয় (জিডিপি) ১৪২,৪৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজারের বেশি টাকা।

ছবি: সংগৃহীত।

০৪ ২০
সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, লুক্সেমবার্গে ফি মাসের সর্বনিম্ন মজুরিও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় তা ২ লক্ষ ২৫ হাজার টাকা। তা হলে সে দেশের বাসিন্দাদের একাংশের এই হাঁড়ির হাল কেন?

সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, লুক্সেমবার্গে ফি মাসের সর্বনিম্ন মজুরিও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় তা ২ লক্ষ ২৫ হাজার টাকা। তা হলে সে দেশের বাসিন্দাদের একাংশের এই হাঁড়ির হাল কেন?

ছবি: সংগৃহীত।

০৫ ২০
লুক্সেমবার্গের ‘চেম্বার অফ এমপ্লয়িজ়’-এর এক সাম্প্রতিক গবেষণায় দাবি, মাথাপিছু আয় বা সর্বনিম্ন মজুরি মোটা অঙ্কের হলেও দেশের বহু পরিবারই দারিদ্রের দোরগোড়ায় রয়েছে। যে সমস্ত পরিবার একমাত্র রোজগেরে সদস্যের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রেই এমন ঝুঁকি রয়েছে। এমনকি, ইউরোপীয় ইউনিয়নে দারিদ্রের ঝুঁকিপূর্ণ প্রথম তিন দেশের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে লুক্সেমবার্গ।

লুক্সেমবার্গের ‘চেম্বার অফ এমপ্লয়িজ়’-এর এক সাম্প্রতিক গবেষণায় দাবি, মাথাপিছু আয় বা সর্বনিম্ন মজুরি মোটা অঙ্কের হলেও দেশের বহু পরিবারই দারিদ্রের দোরগোড়ায় রয়েছে। যে সমস্ত পরিবার একমাত্র রোজগেরে সদস্যের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রেই এমন ঝুঁকি রয়েছে। এমনকি, ইউরোপীয় ইউনিয়নে দারিদ্রের ঝুঁকিপূর্ণ প্রথম তিন দেশের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে লুক্সেমবার্গ।

ছবি: সংগৃহীত।

০৬ ২০
এ হেন জটিল সঙ্কটে হাওয়া দিয়েছে সেখানকার ক্রমাগত ঊর্ধ্বমুখী বাড়িভাড়া। সংবাদমাধ্যমের দাবি, ঘরভাড়া আকাশছোঁয়া হওয়ায় তল্পিতল্পা গুটিয়ে বেলজিয়াম, ফ্রান্স বা জার্মানির পথে রওনা দিচ্ছেন লুক্সেমবার্গের বহু বাসিন্দা। কারণ, ইউরোপের ওই দেশগুলিতে তুলনামূলক ভাবে বাড়িভাড়ার জন্য খরচ অনেক কম।

এ হেন জটিল সঙ্কটে হাওয়া দিয়েছে সেখানকার ক্রমাগত ঊর্ধ্বমুখী বাড়িভাড়া। সংবাদমাধ্যমের দাবি, ঘরভাড়া আকাশছোঁয়া হওয়ায় তল্পিতল্পা গুটিয়ে বেলজিয়াম, ফ্রান্স বা জার্মানির পথে রওনা দিচ্ছেন লুক্সেমবার্গের বহু বাসিন্দা। কারণ, ইউরোপের ওই দেশগুলিতে তুলনামূলক ভাবে বাড়িভাড়ার জন্য খরচ অনেক কম।

ছবি: সংগৃহীত।

০৭ ২০
সংবাদমাধ্যম সূত্রে খবর, লুক্সেমবার্গে একটি নয়া ফ্ল্যাটের প্রতি বর্গফুটের জন্য ১৩,০০০ ইউরো খসাতে হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। পুরনো বাড়ির ক্ষেত্রে প্রতি বর্গফুট প্রায় ৯ লক্ষ ৪৩ হাজার টাকা দিতে হবে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, লুক্সেমবার্গে একটি নয়া ফ্ল্যাটের প্রতি বর্গফুটের জন্য ১৩,০০০ ইউরো খসাতে হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। পুরনো বাড়ির ক্ষেত্রে প্রতি বর্গফুট প্রায় ৯ লক্ষ ৪৩ হাজার টাকা দিতে হবে।

ছবি: সংগৃহীত।

০৮ ২০
লুক্সেমবার্গে একটি বাড়ির মালিকানার স্বপ্ন রয়েছে? তবে সে স্বপ্নপূরণে গড়ে প্রায় ১৩ কোটি ২১ লক্ষ ৮০ হাজার টাকা গোনার জন্য প্রস্তুত থাকুন। সে দেশের বেশির ভাগ বাসিন্দার কাছে যে স্বপ্ন আজও অধরাই রয়ে গিয়েছে।

লুক্সেমবার্গে একটি বাড়ির মালিকানার স্বপ্ন রয়েছে? তবে সে স্বপ্নপূরণে গড়ে প্রায় ১৩ কোটি ২১ লক্ষ ৮০ হাজার টাকা গোনার জন্য প্রস্তুত থাকুন। সে দেশের বেশির ভাগ বাসিন্দার কাছে যে স্বপ্ন আজও অধরাই রয়ে গিয়েছে।

ছবি: সংগৃহীত।

০৯ ২০
চড়া বেতন সত্ত্বেও বাড়িভাড়া দিতে অপারগ লুক্সেমবার্গের বহু শ্রমিক। গত কয়েক বছরে সে দেশে ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাড়িভাড়া। ২০২২ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে তা ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ওই সময়ের মধ্যে লুক্সেমবার্গের মুদ্রাস্ফীতির  হার (৩.৪ শতাংশ)-কেও পিছনে ফেলে দিয়েছে।

চড়া বেতন সত্ত্বেও বাড়িভাড়া দিতে অপারগ লুক্সেমবার্গের বহু শ্রমিক। গত কয়েক বছরে সে দেশে ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাড়িভাড়া। ২০২২ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে তা ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ওই সময়ের মধ্যে লুক্সেমবার্গের মুদ্রাস্ফীতির হার (৩.৪ শতাংশ)-কেও পিছনে ফেলে দিয়েছে।

ছবি: সংগৃহীত।

১০ ২০
অথচ লুক্সেমবার্গের শ্রমজীবীদের মজুরি বড় একটা ফেলে দেওয়ার মতো নয়। ইউরোপীয় ইউনিয়নের একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে এক জন শ্রমিকের গড় বার্ষিক আয় ছিল ৪১ লক্ষ ২০ হাজার টাকার বেশি। মাথাপিছু মজুরির নিরিখে ইউরোপীয় ইউনিয়নে এটিই সর্বোচ্চ।

অথচ লুক্সেমবার্গের শ্রমজীবীদের মজুরি বড় একটা ফেলে দেওয়ার মতো নয়। ইউরোপীয় ইউনিয়নের একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে এক জন শ্রমিকের গড় বার্ষিক আয় ছিল ৪১ লক্ষ ২০ হাজার টাকার বেশি। মাথাপিছু মজুরির নিরিখে ইউরোপীয় ইউনিয়নে এটিই সর্বোচ্চ।

ছবি: সংগৃহীত।

১১ ২০
বাড়িভাড়া নিয়ে এই সঙ্কটে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে আমজনতা। সম্প্রতি লুক্সেমবার্গ শহরে এমনই এক বিক্ষোভে শামিল হয়েছিলেন তিন সন্তানের মা তথা পেশায় শিক্ষিকা পাস্কাল জ়াওরো। সংবাদ সংস্থা এএফপি-র কাছে পাস্কাল বলেন, ‘‘এ দেশে দু’কামরার একটি অ্যাপার্টমেন্টের জন্য অন্তত দু’হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৩২৪ টাকা) ভাড়া দিতে হয়। সস্তায় বাড়িভাড়ার কথা ভাবাই যায় না। বিশেষ করে কমবয়সি বা যাঁরা একাই সন্তান পালন করছেন, তাঁদের জন্য চড়া বাড়িভাড়া সামাল দেওয়া মুশকিল।’’

বাড়িভাড়া নিয়ে এই সঙ্কটে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে আমজনতা। সম্প্রতি লুক্সেমবার্গ শহরে এমনই এক বিক্ষোভে শামিল হয়েছিলেন তিন সন্তানের মা তথা পেশায় শিক্ষিকা পাস্কাল জ়াওরো। সংবাদ সংস্থা এএফপি-র কাছে পাস্কাল বলেন, ‘‘এ দেশে দু’কামরার একটি অ্যাপার্টমেন্টের জন্য অন্তত দু’হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৩২৪ টাকা) ভাড়া দিতে হয়। সস্তায় বাড়িভাড়ার কথা ভাবাই যায় না। বিশেষ করে কমবয়সি বা যাঁরা একাই সন্তান পালন করছেন, তাঁদের জন্য চড়া বাড়িভাড়া সামাল দেওয়া মুশকিল।’’

ছবি: সংগৃহীত।

১২ ২০
আমজনতার এই সঙ্গিন পরিস্থিতির কথা মেনে নিচ্ছেন ‘হাউজ়িং অবজ়ারভেটরি’-র গবেষক আঁতোয়া পাকু। লুক্সেমবার্গের হাভিয়ের বেটেল সরকারের নীতি রূপায়ণের জন্য যিনি পরিসংখ্যান বিশ্লেষণে সহায়তা করেন। পাকু বলেন, ‘‘জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে সম্পত্তির মূল্য কম হওয়ায় দিনকে দিন লুক্সেমবার্গ ছেড়ে ওই দেশগুলিতে চলে যাচ্ছেন এখানকার বাসিন্দারা।’’

আমজনতার এই সঙ্গিন পরিস্থিতির কথা মেনে নিচ্ছেন ‘হাউজ়িং অবজ়ারভেটরি’-র গবেষক আঁতোয়া পাকু। লুক্সেমবার্গের হাভিয়ের বেটেল সরকারের নীতি রূপায়ণের জন্য যিনি পরিসংখ্যান বিশ্লেষণে সহায়তা করেন। পাকু বলেন, ‘‘জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে সম্পত্তির মূল্য কম হওয়ায় দিনকে দিন লুক্সেমবার্গ ছেড়ে ওই দেশগুলিতে চলে যাচ্ছেন এখানকার বাসিন্দারা।’’

ছবি: সংগৃহীত।

১৩ ২০
পাস্কাল জানিয়েছেন, পাঁচ বছরের প্রচেষ্টার পর একটি বাসা জোটাতে পেরেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া সত্ত্বেও এ হেন সঙ্কট বেশ চমকে দেওয়ার মতো তো বটেই। লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ফিলিপে পোয়ারিয়ের মতে, ভোটব্যাঙ্কের কাছে দেশের বাকি সমস্যাকে ছেয়ে ফেলেছে এই সঙ্কট।

পাস্কাল জানিয়েছেন, পাঁচ বছরের প্রচেষ্টার পর একটি বাসা জোটাতে পেরেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া সত্ত্বেও এ হেন সঙ্কট বেশ চমকে দেওয়ার মতো তো বটেই। লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ফিলিপে পোয়ারিয়ের মতে, ভোটব্যাঙ্কের কাছে দেশের বাকি সমস্যাকে ছেয়ে ফেলেছে এই সঙ্কট।

ছবি: সংগৃহীত।

১৪ ২০
ফিলিপে বলেন, ‘‘জমি-বাড়ির চড়া দামের পাশাপাশি নির্মাণের ব্যয় এবং সম্পত্তি ক্রয়ের খরচও ভোটারদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’’

ফিলিপে বলেন, ‘‘জমি-বাড়ির চড়া দামের পাশাপাশি নির্মাণের ব্যয় এবং সম্পত্তি ক্রয়ের খরচও ভোটারদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’’

ছবি: সংগৃহীত।

১৫ ২০
প্রধানমন্ত্রী বেটেলের দল লিবারাল এবং সোশালিস্ট— লুক্সেমবার্গের দুই প্রধান রাজনৈতিক দলই এই সঙ্কটমোচনে বদ্ধপরিকর বলে দাবি করেছে। লিবারাল পার্টির প্রতিশ্রুতি, আবাসনের এই সমস্যার ঘোচাতে সুপার হাউসিং নামে একটি মন্ত্রক গঠন করা হবে।

প্রধানমন্ত্রী বেটেলের দল লিবারাল এবং সোশালিস্ট— লুক্সেমবার্গের দুই প্রধান রাজনৈতিক দলই এই সঙ্কটমোচনে বদ্ধপরিকর বলে দাবি করেছে। লিবারাল পার্টির প্রতিশ্রুতি, আবাসনের এই সমস্যার ঘোচাতে সুপার হাউসিং নামে একটি মন্ত্রক গঠন করা হবে।

ছবি: সংগৃহীত।

১৬ ২০
আমজনতার জন্য সহজসাধ্য আবাসনের পক্ষে প্রচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন লুক্সেমবার্গের জোট সরকারে স্বাস্থ্যমন্ত্রী তথা সোশালিস্ট পার্টির নেত্রী পলেট লেনার্ট। এ ক্ষেত্রে বিপুল বিনিয়োগ টানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আমজনতার জন্য সহজসাধ্য আবাসনের পক্ষে প্রচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন লুক্সেমবার্গের জোট সরকারে স্বাস্থ্যমন্ত্রী তথা সোশালিস্ট পার্টির নেত্রী পলেট লেনার্ট। এ ক্ষেত্রে বিপুল বিনিয়োগ টানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৭ ২০
লুক্সেমবার্গে দুর্মূল্যের আবাসন-সঙ্কট মেটানো যে সহজ নয়, তা মনে করেন পাকু। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-বাড়ির মালিকানাধীনেরাও এই সমস্যাকে জটিল করে তুলেছেন বলে মত তাঁর। পাকু বলেন, ‘‘এ দেশের  জনসংখ্যার ০.৫ শতাংশ অর্থাৎ মাত্র তিন হাজার বাসিন্দার হাতে নির্মাণযোগ্য জমির অর্ধেক মালিকানা রয়েছে।’’

লুক্সেমবার্গে দুর্মূল্যের আবাসন-সঙ্কট মেটানো যে সহজ নয়, তা মনে করেন পাকু। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-বাড়ির মালিকানাধীনেরাও এই সমস্যাকে জটিল করে তুলেছেন বলে মত তাঁর। পাকু বলেন, ‘‘এ দেশের জনসংখ্যার ০.৫ শতাংশ অর্থাৎ মাত্র তিন হাজার বাসিন্দার হাতে নির্মাণযোগ্য জমির অর্ধেক মালিকানা রয়েছে।’’

ছবি: সংগৃহীত।

১৮ ২০
পাকুর দাবি, এ দেশে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি করযোগ্য না হওয়ায় জমির মালিকানা সত্ত্বেও তাতে আবাসন নির্মাণে আগ্রহী নন নাগরিকেরা। আবার জমি-বাড়ির দাম উত্তোরত্তর বৃদ্ধি হওয়ায় এ ধরনের স্থাবর সম্পত্তি আঁকড়ে রয়েছেন তাঁরা।

পাকুর দাবি, এ দেশে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি করযোগ্য না হওয়ায় জমির মালিকানা সত্ত্বেও তাতে আবাসন নির্মাণে আগ্রহী নন নাগরিকেরা। আবার জমি-বাড়ির দাম উত্তোরত্তর বৃদ্ধি হওয়ায় এ ধরনের স্থাবর সম্পত্তি আঁকড়ে রয়েছেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

১৯ ২০
এই সঙ্কটে বিদেশি নাগরিকদের কম ‘অবদান’ নেই। ভাল বেতনের জন্য চাকরিসূত্রে এ দেশে ঘাঁটি গেড়েছেন বহু বিদেশি। এখানে থাকাকালীন তাঁরাও জমি-বাড়ির মতো সম্পত্তি জুটিয়ে নিচ্ছেন।

এই সঙ্কটে বিদেশি নাগরিকদের কম ‘অবদান’ নেই। ভাল বেতনের জন্য চাকরিসূত্রে এ দেশে ঘাঁটি গেড়েছেন বহু বিদেশি। এখানে থাকাকালীন তাঁরাও জমি-বাড়ির মতো সম্পত্তি জুটিয়ে নিচ্ছেন।

ছবি: সংগৃহীত।

২০ ২০
সংবাদমাধ্যম সূত্রে খবর, লুক্সেমবার্গে বসবাসকারীর অর্ধেকই বিদেশি নাগরিক। এ দেশের নাগরিকদের ৮০ শতাংশের কাছে বাড়ির মালিকানা রয়েছে। অন্য দিকে, লুক্সেমবার্গে বসবাসকারী বিদেশিদের মধ্যে ৫০ শতাংশ কোনও না কোনও বাড়ির মালিক। ফলে আমজনতার শিয়রে বাসা বেঁধেছে সঙ্কট।

সংবাদমাধ্যম সূত্রে খবর, লুক্সেমবার্গে বসবাসকারীর অর্ধেকই বিদেশি নাগরিক। এ দেশের নাগরিকদের ৮০ শতাংশের কাছে বাড়ির মালিকানা রয়েছে। অন্য দিকে, লুক্সেমবার্গে বসবাসকারী বিদেশিদের মধ্যে ৫০ শতাংশ কোনও না কোনও বাড়ির মালিক। ফলে আমজনতার শিয়রে বাসা বেঁধেছে সঙ্কট।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy