২০২১ সাল। বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল ওয়ার ড্রামা ঘরানার ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর অভিনয় দর্শকের চোখ ভিজিয়েছিল। এখন বড় পর্দার এই জুটির ঠিকানা জয়সলমরের সূর্যগড় প্রাসাদ। কোনও ছবির শুটিংয়ের জন্য নয়। সিদ্ধার্থ এবং কিয়ারা বাস্তবেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা।