Looking back at the love story of Kunal Kapoor and Naina Bachchan dgtl
Kunal Kapoor
সময় কাটাতে উঠে পড়েন অন্য বিমানে! কুণাল-নয়নার প্রেমকাহিনি রূপকথাকেও হার মানাবে
২০১২ সালে কর্ণ জোহরের ফ্যাশন শোয়ে দেখা হয় তাঁদের। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে সেখানে গিয়েছিলেন নয়না।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন কুণাল কপূর এবং নয়না বচ্চন। সাত বছরের দাম্পত্যে শুরু নতুন অধ্যায়। স্বামী-স্ত্রী এখন মা-বাবাও বটে।
০২১৬
২০১৫ সালে নয়নার সঙ্গে বিয়ে হয় কুণালের। তাঁদের দাম্পত্যে যাবতীয় গুঞ্জন-বিতর্ক ব্রাত্য। দু’জনের প্রেম অনায়াসে হার মানাবে বলিউডি রূপকথাকে।
০৩১৬
নয়না হলেন অমিতাভ বচ্চনের ভাই অজিতাভের মেয়ে। তবে তুতো দাদা অভিষেকের মতো তিনি অভিনয় ইন্ডাস্ট্রিতে আসেননি। নয়না ছিলেন পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার।
০৪১৬
কর্ণ জোহরের ফ্যাশন শোয়ে দেখা হয় তাঁদের। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে সেখানে গিয়েছিলেন নয়না।
০৫১৬
কুণাল অন্য একটি শো শেষ করে রওনা হচ্ছিলেন বাড়ির পথে।
০৬১৬
কর্ণের অণুরোধে তাঁর অনুষ্ঠান দেখার জন্য থেকে যান ‘রং দে বাসন্তী’-র অভিনেতা। আলাপ হয় শ্বেতার তুতো বোনের সঙ্গে।
০৭১৬
এর পর একই বিমানে মুম্বই ফিরেছিলেন তাঁরা। কুণালের যদিও অন্য একটি বিমানে আসার কথা ছিল। কিন্তু নয়নার সঙ্গে সময় কাটানোর রাস্তা খুঁজে নিয়েছিলেন নায়ক।
০৮১৬
এ ভাবেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। সম্পর্ক নিয়ে যদিও বিশেষ ঢাকঢোল পেটাননি কখনওই।
০৯১৬
এক সাক্ষাৎকারে নয়না জানিয়েছিলেন, সুদর্শন চেহারার বলিউড নায়ককে প্রথমেই মনে ধরেছিল তাঁর।
১০১৬
পরবর্তীতে কুণালের ব্যক্তিত্বেও একই ভাবে মুগ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চনের তুতো বোন।
১১১৬
২০১২ সাল থেকে তাঁদের প্রেমের শুরু। ২০১৫ সালে পূর্ব আফ্রিকার সেশেলস দ্বীপে ছিমছাম ভাবে বিয়ে করেন তাঁরা।
১২১৬
প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন দু’জনেই। পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি থেকে সযত্নে আড়ালে রেখেছেন নিজেদের।
১৩১৬
তবে পরিবারে নতুন সদস্য আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।
১৪১৬
টুইট করে কুণাল লিখলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্রসন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।’
১৫১৬
কুণালের ঘনিষ্ঠ বন্ধু হৃতিক রোশন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হৃতিক মাচুর তরফ থেকে’। সঙ্গে একগুচ্ছ হৃদয়ের ইমোজি। শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তিনি লিখেছেন, কুণাল ও নয়না খুব ভাল বাবা মা হবেন। কমেন্ট করেছেন নয়নার তুতো বোন শ্বেতা বচ্চনও। নিজের ব্লগে পরিবারে নতুন সদস্য আসার কথা জানিয়েছেন অমিতাভও।
১৬১৬
কুণালকে শেষ দেখা গিয়েছিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য এম্পায়ার-এ । ২০২১ সালের ২৭ অগস্ট মুক্তি পায় এই ওয়েব সিরিজ। মুঘল সম্রাট বাবরের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কুণালের অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।