নস্ট্রাদামুস। এক জন ফরাসি ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎদ্রষ্টা। ১৫৫৫ সালে তাঁর লেখা বই ‘লে প্রফেটিস’-এর জন্য তিনি বিখ্যাত। কী ছিল এই বইয়ে? এই বইটি ছিল ৯৪২টি কবিতার সংকলন, যার মাধ্যমে তিনি ভবিষ্যতে ঘটবে এমন বিভিন্ন ঘটনা সম্পর্কে আগাম বলে গিয়েছেন। মনে করা হয়, তাঁর ভবিষ্যদ্বাবাণীগুলির মধ্যে অনেকগুলি ভবিষ্যদ্বাবাণীই সত্যি বলে প্রমাণিত হয়েছে। ব্রিটেনের সদ্যপ্রয়াত রানি তৃতীয় এলিজাবেথের মৃত্যুর কথাও নাকি আগেভাগেই বলে গিয়েছিলেন তিনি।
১৫৬৬ সালে মারা গিয়েছিলেন নস্ট্রাদামুস। কিন্তু এক যুবকের দাবি তিনিই বর্তমানের আধুনিক দিনের নস্ট্রাদামুস বা ‘লিভিং নস্ট্রাদামুস’। নাম অ্যাথোস সালোমে। তাঁর দাবি, আনায়াসেই যে কারও ভবিষ্যৎ তিনি বলে দিতে পারেন। শুধু কোনও ব্যক্তির ভবিষ্যৎ নয়, ভবিষ্যতে ঘটতে চলা কোনও বিশেষ ঘটনার কথাও তিনি আগে থেকে বলে দিতে পারেন বলেও তাঁর দাবি।