প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। এই আবহে লিথিয়ামের ভান্ডারের খোঁজ পাওয়া ‘অমূল্য রতন’ মেলার মতোই। কেননা, বৈদ্যুতিন গাড়ি, স্মার্টফোন কিংবা ল্যাপটপে যে ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়, তাতে অন্যতম প্রধান উপাদান হল লিথিয়াম। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও লিথিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। দূষণ রুখতে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র। আর এমন গাড়ির জন্য যে ব্যাটারির প্রয়োজন হয়, তা হল লিথিয়াম আয়ন ব্যাটারি।
একটি হিসাব অনুযায়ী, বিশ্ব মানচিত্রে মোট ৯৮ মিলিয়ন টন লিথিয়ামের ভান্ডার রয়েছে। তার সাড়ে ৫ শতাংশের কিছু বেশি লিথিয়াম পাওয়া গেল ভারতে। শেষ পর্যন্ত ভারতের হাতে থাকা লিথিয়াম খনন করে যদি কাজে লাগানো যায়, তা হলে অনেক উপকার হবে দেশের। এমনকী, বিদেশে লিথিয়াম রপ্তানিও করতে পারবে ভারত। এমনটাই মনে করছেন, ‘কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’-এর সিনিয়র প্রোগ্রাম লিড ঋষভ জৈন।
ওই তালিকা অনুযায়ী, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়। সেখানে মোট ২১ মিলিয়ন টন অর্থাৎ, ২ কোটি ১০ লক্ষ টন। তবে এই পরিমাণ লিথিয়াম খননের পরিকাঠামো নেই সেই দেশে। তাই অনেক ক্ষেত্রে লিথিয়ামের খনির তালিকায় রাখা হয় না বলিভিয়াকে। চলতি বছরে বলিভিয়ায় লিথিয়ামের ভান্ডারের উন্নয়নের জন্য চুক্তি সাক্ষর করেছে চিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy