ভূস্বর্গের ভাগ্যের চাকা কি এ বার ঘুরতে চলেছে? উপত্যকায় তো বটেই, দেশেই প্রথম বার হদিস পাওয়া গিয়েছে লিথিয়ামের। ভারতের কাছে এ এক বিরাট প্রাপ্তি বটে। যে ‘সাদা সোনা’র জন্য এ যাবৎ কাল অন্য দেশের কাছে হা পিত্যেশ করে বসে থাকতে হত, সেই মূল্যবান সম্পদ এ বার এল ভারতের হাতে। যার জেরে আগামীতে বদলাতে পারে দেশের ভবিষ্যৎ। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের অর্থনীতির চাকাও ঘুরতে পারে। এমনটাই মনে করছেন উপত্যকাবাসী।