পৃথিবীতে এমন অসংখ্য জীবজন্তু রয়েছে যাদের অস্তিত্ব প্রাচীনকালে ছিল বলে প্রমাণ পাওয়া যায়। লোকগাথা তো বটেই, জীবাশ্মের মাধ্যমেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। কোটি কোটি বছর আগে তারা বেঁচে থাকলেও মনে করা হয় বর্তমানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিশ্বের কোনও না কোনও প্রান্তে খোঁজ মেলে জুরাসিক যুগের হাঙর থেকে শুরু করে ড্রাগন প্রজাতির প্রাণীদের।