Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Prehistoric Animals

কোনও প্রজাতির বয়স লক্ষ, তো কোনওটির কোটি! এখনও প্রাগৈতিহাসিক প্রাণীর খোঁজ মেলে বিশ্বের নানা প্রান্তে

কোটি কোটি বছর আগে তারা বেঁচে থাকলেও মনে করা হয় বর্তমানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিশ্বের কোনও না কোনও প্রান্তে খোঁজ মেলে জুরাসিক যুগের হাঙর থেকে শুরু করে ড্রাগন প্রজাতির প্রাণীদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৬:৪১
Share: Save:
০১ ২০
পৃথিবীতে এমন অসংখ্য জীবজন্তু রয়েছে যাদের অস্তিত্ব প্রাচীনকালে ছিল বলে প্রমাণ পাওয়া যায়। লোকগাথা তো বটেই, জীবাশ্মের মাধ্যমেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। কোটি কোটি বছর আগে তারা বেঁচে থাকলেও মনে করা হয় বর্তমানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিশ্বের কোনও না কোনও প্রান্তে খোঁজ মেলে জুরাসিক যুগের হাঙর থেকে শুরু করে ড্রাগন প্রজাতির প্রাণীদের।

পৃথিবীতে এমন অসংখ্য জীবজন্তু রয়েছে যাদের অস্তিত্ব প্রাচীনকালে ছিল বলে প্রমাণ পাওয়া যায়। লোকগাথা তো বটেই, জীবাশ্মের মাধ্যমেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। কোটি কোটি বছর আগে তারা বেঁচে থাকলেও মনে করা হয় বর্তমানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিশ্বের কোনও না কোনও প্রান্তে খোঁজ মেলে জুরাসিক যুগের হাঙর থেকে শুরু করে ড্রাগন প্রজাতির প্রাণীদের।

০২ ২০
১৫ কোটি বছর আগে সমুদ্রের তলায় সন্ধান পাওয়া যেত ফ্রিলড শার্ক নামে এক ধরনের হাঙরের। লিজ়ার্ড শার্ক নামেও এই হাঙরটি পরিচিত। জুরাসিক যুগেও নাকি এই হাঙরের অস্তিত্ব ছিল। প্রাণিবিদদের অনুমান, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের গভীরে এখনও এই হাঙরের প্রজাতির অস্তিত্ব বর্তমান।

১৫ কোটি বছর আগে সমুদ্রের তলায় সন্ধান পাওয়া যেত ফ্রিলড শার্ক নামে এক ধরনের হাঙরের। লিজ়ার্ড শার্ক নামেও এই হাঙরটি পরিচিত। জুরাসিক যুগেও নাকি এই হাঙরের অস্তিত্ব ছিল। প্রাণিবিদদের অনুমান, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের গভীরে এখনও এই হাঙরের প্রজাতির অস্তিত্ব বর্তমান।

০৩ ২০
৪০ লক্ষ বছর আগে ইন্দোনেশিয়ায় দেখা মিলত বিশালাকায় কোমোডো ড্রাগনের। আকারে ছোট হয়ে গেলেও তাদের অস্তিত্ব রয়েছে এখনও। বিশ্বের সবচেয়ে বড় গিরগিটির তকমাও পেয়েছে সে।

৪০ লক্ষ বছর আগে ইন্দোনেশিয়ায় দেখা মিলত বিশালাকায় কোমোডো ড্রাগনের। আকারে ছোট হয়ে গেলেও তাদের অস্তিত্ব রয়েছে এখনও। বিশ্বের সবচেয়ে বড় গিরগিটির তকমাও পেয়েছে সে।

০৪ ২০
শুবিল স্টর্ক এক ধরনের পাখি যাদের ঠোঁট এতটাই লম্বা এবং আকারে বড় যে তারা ঠোঁট দিয়ে ভারী ওজনের প্রাণীদেরও তুলতে পারে। প্রাণিবিদদের দাবি, এদের পূর্বপ্রজাতি প্রায় সাড়ে ছ’কোটি বছর আগে এই পৃথিবীতে বিরাজ করত। টি-রেক্স ডাইনোসরের সমসাময়িক এই শুবিল স্টর্ক। দক্ষিণ সুদান এবং জ়াম্বিয়ায় এই পাখি দেখা যায়।

শুবিল স্টর্ক এক ধরনের পাখি যাদের ঠোঁট এতটাই লম্বা এবং আকারে বড় যে তারা ঠোঁট দিয়ে ভারী ওজনের প্রাণীদেরও তুলতে পারে। প্রাণিবিদদের দাবি, এদের পূর্বপ্রজাতি প্রায় সাড়ে ছ’কোটি বছর আগে এই পৃথিবীতে বিরাজ করত। টি-রেক্স ডাইনোসরের সমসাময়িক এই শুবিল স্টর্ক। দক্ষিণ সুদান এবং জ়াম্বিয়ায় এই পাখি দেখা যায়।

০৫ ২০
তীব্র গরম হোক বা কনকনে শীত, ব্যাকট্রিয়ান প্রজাতির উট সব ধরনের পরিবেশেই মানিয়ে নিতে পারে। আজ থেকে ২০ লক্ষ বছর আগেও এর অস্তিত্ব ছিল। বর্তমানে এই প্রজাতির উটের দেখা মেলে সিল্ক রোড অঞ্চল এবং গোবি মরুভূমিতে।

তীব্র গরম হোক বা কনকনে শীত, ব্যাকট্রিয়ান প্রজাতির উট সব ধরনের পরিবেশেই মানিয়ে নিতে পারে। আজ থেকে ২০ লক্ষ বছর আগেও এর অস্তিত্ব ছিল। বর্তমানে এই প্রজাতির উটের দেখা মেলে সিল্ক রোড অঞ্চল এবং গোবি মরুভূমিতে।

০৬ ২০
১১ কোটি বছর আগে থেকে পৃথিবীতে রয়েছে একিডনার। বিশ্বের সবচেয়ে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী এটি। প্লাটিপাসের পর একিডনা এমন একটি স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পাড়ে। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে একিডনা দেখতে পাওয়া যায়।

১১ কোটি বছর আগে থেকে পৃথিবীতে রয়েছে একিডনার। বিশ্বের সবচেয়ে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী এটি। প্লাটিপাসের পর একিডনা এমন একটি স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পাড়ে। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে একিডনা দেখতে পাওয়া যায়।

০৭ ২০
উত্তর আমেরিকার উপরিভাগে খোঁজ মেলে মাস্ক অক্সেনের। দু’লক্ষ বছর আগে থেকে এই প্রাণীর অস্তিত্ব রয়েছে।

উত্তর আমেরিকার উপরিভাগে খোঁজ মেলে মাস্ক অক্সেনের। দু’লক্ষ বছর আগে থেকে এই প্রাণীর অস্তিত্ব রয়েছে।

০৮ ২০
ডাইনোসরের চেয়েও ‘বুড়ো’ নটিলাস প্রজাতির শামুক। ৫০ কোটি বছর আগে থেকে এই শামুকের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের গভীরে যেখানে প্রবালের প্রাচুর্য রয়েছে সেখানে এই প্রজাতির শামুক দেখতে পাওয়া যায়।

ডাইনোসরের চেয়েও ‘বুড়ো’ নটিলাস প্রজাতির শামুক। ৫০ কোটি বছর আগে থেকে এই শামুকের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের গভীরে যেখানে প্রবালের প্রাচুর্য রয়েছে সেখানে এই প্রজাতির শামুক দেখতে পাওয়া যায়।

০৯ ২০
২৩ লক্ষ বছর আগে মায়োসিন যুগেও স্তন্যপায়ী তাপিরের খোঁজ মেলে। আন্টার্কটিকায় প্রাচীন কালে অসংখ্য তাপির পাওয়া যেত। বর্তমানে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মালয়েশিয়ায় দেখা মেলে তাপির নামের স্তন্যপায়ী প্রাণীর।

২৩ লক্ষ বছর আগে মায়োসিন যুগেও স্তন্যপায়ী তাপিরের খোঁজ মেলে। আন্টার্কটিকায় প্রাচীন কালে অসংখ্য তাপির পাওয়া যেত। বর্তমানে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মালয়েশিয়ায় দেখা মেলে তাপির নামের স্তন্যপায়ী প্রাণীর।

১০ ২০
১৪ লক্ষ বছর আগেও দক্ষিণ আফ্রিকায় দেখা যেত সাদা গন্ডার। এখনও তাদের অস্তিত্ব রয়েছে।

১৪ লক্ষ বছর আগেও দক্ষিণ আফ্রিকায় দেখা যেত সাদা গন্ডার। এখনও তাদের অস্তিত্ব রয়েছে।

১১ ২০
সাড়ে ১৪ কোটি বছর আগে প্রথম আবির্ভাব হয় ওবেগং নামের হাঙরের। এখনও সমুদ্রের গভীরে তাদের দেখা মেলে। এদের বৈশিষ্ট্য হল আত্মরক্ষার জন্য জলের গভীরে নিজেদের ‘মিশিয়ে’ ফেলা।

সাড়ে ১৪ কোটি বছর আগে প্রথম আবির্ভাব হয় ওবেগং নামের হাঙরের। এখনও সমুদ্রের গভীরে তাদের দেখা মেলে। এদের বৈশিষ্ট্য হল আত্মরক্ষার জন্য জলের গভীরে নিজেদের ‘মিশিয়ে’ ফেলা।

১২ ২০
হর্সশু ক্র্যাব। দৈহিক গঠন ঘোড়ার খুড়ের মতো। ৪৫ কোটি বছর আগে থেকে এই প্রাণীর অস্তিত্ব রয়েছে। সমুদ্রসৈকতের যে এলাকাগুলিতে নরম মাটির আধিক্য রয়েছে সেখানে এই ধরনের কাঁকড়া দেখতে পাওয়া যায়।

হর্সশু ক্র্যাব। দৈহিক গঠন ঘোড়ার খুড়ের মতো। ৪৫ কোটি বছর আগে থেকে এই প্রাণীর অস্তিত্ব রয়েছে। সমুদ্রসৈকতের যে এলাকাগুলিতে নরম মাটির আধিক্য রয়েছে সেখানে এই ধরনের কাঁকড়া দেখতে পাওয়া যায়।

১৩ ২০
২৫ কোটি বছর আগে দেখা মেলে তুয়াতারা নামে এক সরীসৃপ প্রাণীর। প্রাণিবিদদের দাবি, ক্ষুদ্রাকার ডাইনোসরের মতো দেখতে তুয়াতারা। এই সরীসৃপের খোঁজ শুধুমাত্র নিউ জ়িল্যান্ডে পাওয়া যায়।

২৫ কোটি বছর আগে দেখা মেলে তুয়াতারা নামে এক সরীসৃপ প্রাণীর। প্রাণিবিদদের দাবি, ক্ষুদ্রাকার ডাইনোসরের মতো দেখতে তুয়াতারা। এই সরীসৃপের খোঁজ শুধুমাত্র নিউ জ়িল্যান্ডে পাওয়া যায়।

১৪ ২০
প্রায় দু’মিটার দীর্ঘ চাইনিজ় জায়েন্ট স্যালাম্যান্ডার কয়েক বছরের মধ্যেই বিলুপ্তির পথে হাঁটা শুরু করবে বলে দাবি প্রাণী বিশেষজ্ঞদের। ১৭ কোটি বছর আগে এদের আবির্ভাব হয়। এখনও পর্যন্ত সারা বিশ্বে স্যালাম্যান্ডার প্রজাতির মধ্যে এটি বৃহত্তম।

প্রায় দু’মিটার দীর্ঘ চাইনিজ় জায়েন্ট স্যালাম্যান্ডার কয়েক বছরের মধ্যেই বিলুপ্তির পথে হাঁটা শুরু করবে বলে দাবি প্রাণী বিশেষজ্ঞদের। ১৭ কোটি বছর আগে এদের আবির্ভাব হয়। এখনও পর্যন্ত সারা বিশ্বে স্যালাম্যান্ডার প্রজাতির মধ্যে এটি বৃহত্তম।

১৫ ২০
চিমেরাস, যার অপর নাম ঘোস্ট শার্ক। ‘ভূতুড়ে’ হাঙর নয়। চিমেরাস একটি মাছ যা হাঙর প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে নিজেদের আলাদা করে নেয়। ৪০ কোটি বছর ধরে সমুদ্রের অতি গভীরে এদের বাস।

চিমেরাস, যার অপর নাম ঘোস্ট শার্ক। ‘ভূতুড়ে’ হাঙর নয়। চিমেরাস একটি মাছ যা হাঙর প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে নিজেদের আলাদা করে নেয়। ৪০ কোটি বছর ধরে সমুদ্রের অতি গভীরে এদের বাস।

১৬ ২০
১০ কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগে লেক স্টার্জন নামে এক প্রাচীন প্রজাতির মাছের আবির্ভাব হয়। বর্তমানে উত্তর আমেরিকার গ্রিন লেকে এই মাছের খোঁজ পাওয়া যায়।

১০ কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগে লেক স্টার্জন নামে এক প্রাচীন প্রজাতির মাছের আবির্ভাব হয়। বর্তমানে উত্তর আমেরিকার গ্রিন লেকে এই মাছের খোঁজ পাওয়া যায়।

১৭ ২০
১৮ লক্ষ বছর আগে আবির্ভাব হয় ওকাপির। জেব্রা জিরাফ নামে পরিচিত এই প্রাচীন স্তন্যপায়ী প্রাণীর দেখা এখনও মেলে মধ্য আফ্রিকায়।

১৮ লক্ষ বছর আগে আবির্ভাব হয় ওকাপির। জেব্রা জিরাফ নামে পরিচিত এই প্রাচীন স্তন্যপায়ী প্রাণীর দেখা এখনও মেলে মধ্য আফ্রিকায়।

১৮ ২০
রেড পান্ডার আবির্ভাব হয় ২৫ লক্ষ বছর আগে। বর্তমানে নেপাল এবং চিনে এই প্রাণীর দেখা মেলে।

রেড পান্ডার আবির্ভাব হয় ২৫ লক্ষ বছর আগে। বর্তমানে নেপাল এবং চিনে এই প্রাণীর দেখা মেলে।

১৯ ২০
মুখ কুমিরের মতো, আদতে মাছ। ১০ কোটি বছর আগে থেকে অ্যালিগেটর গার প্রজাতির মাছের অস্তিত্ব রয়েছে। প্রধানত উত্তর আমেরিকায় এই মাছের সন্ধান মেলে।

মুখ কুমিরের মতো, আদতে মাছ। ১০ কোটি বছর আগে থেকে অ্যালিগেটর গার প্রজাতির মাছের অস্তিত্ব রয়েছে। প্রধানত উত্তর আমেরিকায় এই মাছের সন্ধান মেলে।

২০ ২০
সাইবেরিয়ার মাস্ক ডিয়ার প্রজাতির হরিণের আবির্ভাব হয় ১০ কোটি বছর আগে। বর্তমানে রাশিয়ার পূর্বাঞ্চল এবং চিনের উত্তর ভাগে এই প্রাণীর দেখা পাওয়া যায়।

সাইবেরিয়ার মাস্ক ডিয়ার প্রজাতির হরিণের আবির্ভাব হয় ১০ কোটি বছর আগে। বর্তমানে রাশিয়ার পূর্বাঞ্চল এবং চিনের উত্তর ভাগে এই প্রাণীর দেখা পাওয়া যায়।

(সব ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE