কথায় রয়েছে কষ্ট করলে তবে নাকি কেষ্ট মেলে। স্বপ্নপূরণের ‘কেষ্ট’ পেতে মানুষ পাহাড়ও অতিক্রম করে ফেলেন। অল্প বয়স থেকেই হিন্দি ফিল্মজগতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন বলিপাড়ার একাধিক তারকা। এঁদের অনেকের ক্ষেত্রেই পরিবারের মত ছিল না। শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় সেই তারকাদের। এই তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান থেকে কঙ্গনা রানাউতের মতো তারকাদের নাম।