List of highest paid actors in Bollywood includes Shah Rukh Khan Salman Khan and others dgtl
Highest Paid Actors in Bollywood
কেউ ১০০ কোটি তো কেউ তারও বেশি! একেকটি ফিল্মের জন্য কত নেন হৃতিক, শাহরুখ, সলমনরা?
এক একটি ছবির জন্য বলিউড অভিনেতারা কেউ ১০০ কোটি টাকা, কেউ তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। কারও কারও আয় আবার পাল্লা দেয় হলিউডি নায়কদের সঙ্গেও।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
চার বছর পর বড় পর্দায় ফিরে তাক লাগিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবিটি বিপুল ব্যবসা করেছে। দেশে এবং বিদেশের বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির রোজগার কয়েকশো কোটি টাকা।
০২১৬
এই মুহূর্তে বলিউডে সবচেয়ে দামি অভিনেতা শাহরুখই। কয়েকটি প্রতিবেদনে দাবি, ‘পাঠান’-এর জন্য তিনি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই ছবির বিশ্বজোড়া সাফল্যের পর কিং খানের রোজগারের অঙ্ক বেড়ে গিয়েছে আরও।
০৩১৬
বলিউড সূত্রে খবর, শাহরুখ খান যে কোনও ছবির জন্য সেই ছবির আয়ের ৬০ শতাংশ লভ্যাংশ নিয়ে থাকেন। এই পারিশ্রমিকই তাঁকে ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেতা করে তুলেছে।
০৪১৬
শুধু বলিউডে নয়, আয়ে শাহরুখ পাল্লা দেন হলিউডের সঙ্গেও। টম ক্রুজ়, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো হলিউড তারকাদের চেয়ে তাঁর আয় বেশি।
০৫১৬
অক্ষয় কুমারও কম যান না। বলিউডে তাঁর দরও অনেক চড়া। অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাম সেতু’। এই ছবির জন্য তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এ ছাড়া, পরবর্তী ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’- জন্য অক্ষয় ১৩৫ কোটি টাকা দাবি করেছেন বলে জানিয়েছে বলিউডের কোনও কোনও সূত্র।
০৬১৬
পারিশ্রমিক ছাড়াও, যে কোনও ছবির বাণিজ্যিক আয়ের লভ্যাংশ পেয়ে থাকেন অক্ষয়। পরিসংখ্যান বলছে, ২০২২ সাল পর্যন্ত অভিনেতার সম্পত্তির পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকার বেশি।
০৭১৬
বলিউডের আর এক মহার্ঘ তারকা সলমন খান। ফিচার ছবিতে ১০০ কোটি টাকার পারিশ্রমিক পাওয়া প্রথম তারকা তিনিই। ২০১৬ সালে ‘সুলতান’ ছবির জন্য এই বিপুল অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।
০৮১৬
যশরাজ ফিল্মসের আর এক বড় বাজেটের ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’-এর জন্য সলমন ১৩০ কোটি টাকা দাবি করেছেন বলে খবর। এ ছাড়া, ছবির মোট লাভের ৬০ থেকে ৭০ শতাংশ পাবেন তিনি।
০৯১৬
পারিশ্রমিকের হিসাবে কম যান না তিন খানের তৃতীয় জনও। সম্প্রতি সিনেমা থেকে কিছুটা বিরতি নিয়েছেন তিনি। তবে ছবি পিছু আমির খানের পারিশ্রমিকও আকাশছোঁয়া।
১০১৬
আমির খান এক একটি ছবির জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই সঙ্গে ছবির ৭০ শতাংশ লভ্যাংশও যায় তাঁর পকেটে। বিজ্ঞাপন ও অন্যান্য রোজগার মিলিয়ে মাসে ১৫ কোটি টাকার বেশি আয় করেন আমির।
১১১৬
বলিউডের প্রথম সারির তারকা অভিনেতা রণবীর সিংহ। তিনিও প্রতি ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে তাঁর পারিশ্রমিক শাহরুখ, সলমনদের মতো নয়।
১২১৬
রণবীর ছবি পিছু ৩০ কোটি টাকা নিয়ে থাকেন। ‘৮৩’ ছবিটির জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১৩ কোটি টাকা। এ ছাড়া, ছবির বক্স অফিস রোজগারের লভ্যাংশ পেয়ে থাকেন অভিনেতা।
১৩১৬
অজয় দেবগনও এক একটি ছবিতে অভিনয়ের জন্য মোটা টাকা নেন। আইএমডিবি-র পরিসংখ্যান অনুযায়ী, ছবি পিছু তাঁর পারিশ্রমিক ৬০ থেকে ১২০ কোটি টাকা।
১৪১৬
বলিউড সূত্রে খবর, ‘দৃশ্যম ২’ ছবির জন্য অজয় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। দক্ষিণের ‘আরআরআর’ ছবির জন্য তিনি নিয়েছেন ৩৫ কোটি টাকা। এ ছাড়া, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অজয় পেয়েছেন ১১ কোটি টাকা।
১৫১৬
দামি তারকাদের তালিকায় আছেন হৃতিক রোশনও। তিনি এক একটি ছবির জন্য ৭০ কোটি থেকে ১১০ কোটি টাকা নিয়ে থাকেন।
১৬১৬
বলিউডের কয়েকটি সূত্রের দাবি, ‘ওয়ার’ ছবির জন্য ৫০ কোটি টাকা নিয়েছেন হৃতিক। সেই সঙ্গে ছবির বেশ কিছুটা লভ্যাংশও গিয়েছে তাঁর পকেটে।