List of celebrities who have been invited for Ayodhya Ram mandir inauguration ceremony dgtl
Ayodhya Ram Temple Inauguration Ceremony
অযোধ্যায় মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন কারা? গেরুয়া তালিকায় বলিউডের সঙ্গে দক্ষিণী চমকও
২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বহু খ্যাতনামী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ০৭:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের। তবে তার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাজ সাজ রব উঠেছে রাম জন্মভূমিতে। শিল্পপতি থেকে ক্রিকেট তারকা— দেশ-বিদেশের বহু খ্যাতনামী রয়েছেন নিমন্ত্রিত অতিথিদের তালিকায়।
০২১৯
২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
০৩১৯
বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে হিন্দি ফিল্মজগতের বহু নামী তারকাকে। তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, অনুপম খের, অজয় দেবগন, সানি দেওল, অক্ষয় কুমার, রণবীর কপূর, আয়ুষ্মান খুরানা এবং টাইগার শ্রফের।
০৪১৯
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলি অভিনেত্রীদেরও। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে জানা গিয়েছে যে, মাধুরী দীক্ষিত, আলিয়া ভট্ট, কঙ্গনা রানাউতের নাম রয়েছে আমন্ত্রিতদের তালিকায়।
বলিউডের ছবিতে গানের কলি লেখার জন্য জনপ্রিয় প্রসূন জোশী। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রসূনকে।
০৭১৯
আশির দশকে রমানন্দ সাগরের ‘রামায়ণ’ হিন্দি ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অরুণ এবং দীপিকাকেও।
০৮১৯
খ্যাতনামী চিত্রকর বাসুদেব কামাতের নামও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বলে বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে জানা গিয়েছে।
০৯১৯
বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর, ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)-এর বিজ্ঞানী দেবী দত্তকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর।
১২১৯
বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে জানা গিয়েছে যে দালাই লামা, মাতা অমৃতানন্দময়ী, রামদেব এবং জগ্গি বাসুদেবের মতো আধ্যাত্মিক গুরুদের নাম রয়েছে আমন্ত্রিতের তালিকায়।
১৩১৯
বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন আমন্ত্রিতদের তালিকায়। বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন ইকবাল আনসারি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে থাকা ইকবালকেও অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৪১৯
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পর বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সেই আমন্ত্রণপত্রের ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। আমন্ত্রণপত্র রয়েছে গেরুয়া রঙের একটি ব্যাগের ভিতর। ব্যাগের উপরে লেখা ‘রামমন্দির অযোধ্যা’। ব্যাগটি খুললে ভিতরে একটি কাঠের বাক্স।
১৫১৯
বাক্সের মাঝে রয়েছে রামের প্রতিকৃতি, হাতে ধরা তির-ধনুক। সঙ্গে সূর্যের প্রতীক। আমন্ত্রণপত্রের বাক্সের উপরেও রয়েছে একই কথা লেখা এবং প্রতীক আঁকা। পাশাপাশি রয়েছে রামমন্দিরের অবয়ব।
১৬১৯
একটি ছোট ছিটকিনি ঘুরিয়ে আমন্ত্রণপত্রের বাক্সটি খুলতে হয়। যার মধ্যে আঁকা রয়েছে হনুমানের গদা। জমকালো আমন্ত্রণপত্রের প্রথম পাতায় রয়েছে সিংহাসনে বসা রাম-সীতার ছবি। পাশে লক্ষ্মণ এবং পদতলে হনুমান। সেই ছবির পরের পাতায় বাঁ দিকের অংশে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ।
১৭১৯
ডান দিকের পাতায় রয়েছে অযোধ্যার মাটির সংক্ষিপ্ত তাৎপর্য ও রামচরিতমানসের অংশবিশেষ। ওই পাতা উল্টোলেই দেখা যাবে একটি কাঠের বোর্ডে রামের বাণী এবং নীচের দিকে দু’টি অংশ। একটি অংশে রয়েছে কাচের ছোট্ট একটি শিশি।
১৮১৯
কাঠের ঢাকনা দেওয়া শিশির ভিতরে রয়েছে অযোধ্যার মাটি। যার মুখ লাল সুতো দিয়ে বাঁধা। অন্য খোপে রয়েছে একটি তামার মুদ্রা। লেখা রয়েছে, মুদ্রার ওজন ১০ গ্রাম। মুদ্রার এক পিঠে রয়েছে খোদাই করা রামের মুখাবয়ব। অন্য পিঠে খোদাই করা রামমন্দিরের কাঠামো।
১৯১৯
একঝলকে দেখে মনে হচ্ছে, গোটা আমন্ত্রণপত্রেই প্রাচীন ভারতের সংস্কৃতি তুলে ধরতে চেয়েছেন রামমন্দির কর্তৃপক্ষ। দেবনাগরী হরফেও রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া। তামার মুদ্রা এবং শিশিতে অযোধ্যার মাটির মধ্যেও রয়েছে ‘হিন্দু সংস্কৃতি’।