
মুখের মধ্যে তরোয়াল ঢুকিয়ে নানা রকম ভেলকি দেখান তিনি। মুখের মধ্যে নিমেষে তরোয়াল ঢুকিয়ে তা গিলেও ফেলেন। আর তাঁর এই কারসাজি দেখতে ভিড় জমান বহু মানুষ। তরোয়াল নিয়ে কেরামতি দেখিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন আমেরিকার সান দিয়েগোর স্কট নেলসন। কিন্তু এই কীর্তি করতে গিয়েই হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।