দিনটা আজও স্পষ্ট মনে রয়েছে পুনম রাইয়ের। ১৯৯৭ সালের ২ ফেব্রুয়ারি। রোজকারের মতোই শ্বশুরবাড়ির লোকেদের কটূক্তি শুনে যাচ্ছিলেন তিনি। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গত দু’মাস ধরে এ ভাবেই দিন কাটছিল পুনমের। মেয়েকে ঘুম পাড়িয়ে পাশের ঘরে শুইয়ে এসে সে দিন মুখ খুলেছিলেন তিনি। স্বামী, শ্বশুর-শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেছিলেন। সব চেষ্টাই বৃথা হয়েছিল। সেই রাত তাঁর কাছে আজও এক ভয়ানক স্মৃতি।