Lake Mead: Human remains are found again at Lake Mead in America as water levels decreases dgtl
deadbody
Lake Mead: গরমে হ্রদের জলস্তর কমতেই উঠে এল একের পর এক মৃতদেহ!
ব্যাপক খরার মুখে পড়েছে আমেরিকার পশ্চিমাঞ্চল। সেই কারণেই জল শুকিয়ে যাচ্ছে মিড লেকের। হ্রদের জলস্তর কমতেই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ০৮:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ব্যাপক খরার মুখে পড়েছে আমেরিকার পশ্চিমাঞ্চল। সেই কারণে মিড লেকের জল শুকিয়ে যাচ্ছে। আর হ্রদের জলস্তর কমে যেতেই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ।
০২১৭
ন্যাশনাল পার্ক সার্ভিসের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার বিকেলেও এই হ্রদের ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ার তটে অজ্ঞাতপরিচয় একটি মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
০৩১৭
এই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সম্বন্ধে জানতে বিস্তারিত তদন্ত চলছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
০৪১৭
নেভাদা এবং অ্যারিজোনার মধ্যে হুভার বাঁধ তৈরির ফলে আমেরিকার এই হ্রদটি তৈরি হয়। এই এলাকাকে ঘিরে একটি ছোট পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে।
০৫১৭
হ্রদের জল শুকিয়ে যাওয়ায় তট থেকে মৃত দেহাবশেষগুলি উদ্ধার হতে শুরু করে। এর আগেও এই হ্রদ থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
০৬১৭
জলের স্তর নামতে প্রথমে বাক্সবন্দি এক ব্যক্তির দেহ পাওয়া যায়। মাথায় গুলি লাগার কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।
০৭১৭
মৃতদেহের ময়নাতদন্তের পর লাস ভেগাসের পুলিশ জানিয়েছে, সত্তরের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শুরুর মধ্যে এই ব্যক্তি মারা যান।
০৮১৭
এই ব্যক্তিকে খুন করা হয়েছিল বলেই মনে করছেন এই ঘটনার তদন্তকারীরা।
০৯১৭
এর কিছু দিন পর দু’জন মহিলা এই লেকে বোটিং করার সময় তাঁদের বোট হঠাৎই কোনও কিছুতে লেগে আটকে যায়। ওই মহিলারা দেখেন তাঁদের বোট কয়েকটি মানব হাড়ে আটকে গিয়েছে। এর পর সেখানে খোঁজাখুঁজি করতেই বেরিয়ে আসে একটি মানব কঙ্কাল।
১০১৭
তবে এই ব্যক্তির মৃত্যু কী ভাবে হয়েছিল তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন তদন্তকারীরা।
১১১৭
দক্ষিণ-পশ্চিম আমেরিকায় বসবাসকারী মানুষদের কাছে এই জলাধারের গুরুত্ব অপরিসীম। তবে সুবিশাল এই জলাধারের জলের স্তর ১৯৮৩ সাল থেকে প্রায় ১৭০ ফুট নেমে গিয়েছে।
১২১৭
এই হ্রদের জলধারণের ক্ষমতা হ্রাস পেয়েছে প্রায় ৩০ শতাংশ।
১৩১৭
জলাধারে জলের স্তর এতই কমে গিয়েছে যে, শীঘ্রই এই হ্রদ ‘মৃত হ্রদ’-এর তকমা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৪১৭
হ্রদের জলস্তর কমে যাওয়ায় এই মাসের শুরুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি নৌকার খোঁজ মেলে।
১৫১৭
উদ্ধার হওয়া এই নৌকাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রসৈকতে সৈন্য অবতরণ করার জন্য ব্যবহার করা হত বলেও বিশেষজ্ঞদের দাবি।
১৬১৭
এ ছাড়াও এই হ্রদের তলা থেকে আরও বহু জিনিস উদ্ধার করা হয়েছে। তবে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতদেহগুলি আবিষ্কার হওয়ার পর থেকে।
১৭১৭
তদন্তকারীদের একাংশের দাবি, আগে মানুষকে হত্যা করে অপরাধ লুকোনোর জন্য এই জলাশয়ে মৃতদেহ ফেলে দেওয়া হত। জলস্তর আরও নামলে এই হ্রদ থেকে আরও দেহাবশেষ পাওয়া যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।