Kolkata's temperature suddenly drops by two degrees, with no rain expected in the coming days dgtl
West Bengal Weather Update
রাজ্য জুড়ে শীতের চাদর, এক দিনে পারদ নামল ২ ডিগ্রি! কনকনে ঠান্ডা চলবে আর কত দিন?
রাজ্যে পারদপতন অব্যাহত। বাদ গেল না কলকাতাও। এক ধাক্কায় তাপমাত্রা কমল প্রায় দু’ডিগ্রি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১১:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
এখনই নিস্তার নেই ঠান্ডার হাত থেকে, শীতপ্রিয় বাঙালিকে খুশির খবর শোনাল আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মেঘের চাদর কাটিয়ে নামতে শুরু করেছে পারদ।
০২১৪
রাজ্যে পারদপতন অব্যাহত। বাদ গেল না কলকাতাও। এক ধাক্কায় তাপমাত্রা কমল প্রায় দু’ডিগ্রি।
০৩১৪
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, ঠান্ডা বেড়েছে।
০৪১৪
বুধবার আকাশ মূলত মেঘলাই ছিল। দুপুর থেকে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টিও হয়েছিল।
০৫১৪
কিন্তু বৃহস্পতিবার আকাশ থেকে মেঘের চাদর সরেছে। আর মেঘ কাটতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
০৬১৪
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই।
০৭১৪
মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। কনকনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকবে। ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহবিদেরা।
০৮১৪
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং।
০৯১৪
বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং।
১০১৪
তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
১১১৪
আবহবিদেরা জানিয়েছেন, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণেই দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছিল জলীয় বাষ্প।
১২১৪
তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। তবে সেই পরিস্থিতি বদলেছে। উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণের জেলাগুলিতে আবার ঠান্ডা বাড়তে চলেছে।
১৩১৪
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে।
১৪১৪
ফলে আরও কয়েক দিন ঠান্ডায় লেপমুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে নলেন গুড়ের স্বাদ নিতে পারবে বাঙালি।