Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kohistan Video Case

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট, ভয়ঙ্কর এক পারিবারিক কাহিনি

২০১২ সালে প্রকাশ্যে এসেছিল এই হত্যাকাণ্ড। যা শোরগোল ফেলে দিয়েছিল পাকিস্তানে। ‘কোহিস্তান ভিডিয়ো কেস’ নামে পরিচিত এই হত্যাকাণ্ড।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৪:১৬
Share: Save:
০১ ২২
photo of Viral Dance girl Ayesha

বিয়েবাড়ির আসর। বাজছে লতা মঙ্গেশকরের গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’। এই কালজয়ী গানের তালে তালে নাচছেন এক পাকিস্তানি তরুণী। তাঁর নাম আয়েশা। ওই পাক তরুণীর এই নাচের ভিডিয়ো সাড়া ফেলেছে সমাজমাধ্যমে। রাতারাতি প্রচারের আলোয় এসেছেন ওই তরুণী। অথচ ঠিক আগের দশকেই পাকিস্তানে বিয়েবাড়িতে মহিলাদের একটি নাচগানের ভিডিয়োর জেরে ঘটে গিয়েছিল হাড় হিম করা এক হত্যাকাণ্ড।

ছবি সংগৃহীত।

০২ ২২
photo of Kohistan video case

২০১২ সালের কথা। একটি বিয়েবাড়ির ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, ৫ মহিলা গান গাইছিলেন, হাততালি দিচ্ছিলেন। নাচতে দেখা গিয়েছিল এক যুবককে। আর অন্য যুবক সেই নাচ-গানের মূহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন। এই ভিডিয়ো একেবারেই ভাল ভাবে নেননি এলাকার মাতব্বররা। 'সম্মান রক্ষার্থে' ওই ৫ মহিলাকে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। যা ‘কোহিস্তান ভিডিয়ো কেস’ নামে পরিচিত। এই কাহিনিই তুলে ধরা হল এখানে।

ছবি সংগৃহীত।

০৩ ২২
photo of Kohistan

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অন্তর্গত কোহিস্তান। যেখানে সরকারি আইনকানুন সেই সময় খাটত না। এলাকার মাতব্বররাই ঠিক করতেন নিয়মরীতি। সেখানকারই এক বাসিন্দা ছিলেন আফজ়ল কোহিস্তানি।

ছবি সংগৃহীত।

০৪ ২২
photo of Kohistan video case

আফজ়লের ৮ ভাই। দর্জির দোকান চালাতেন তিনি। কাজের অবসরে আইন নিয়ে পড়াশোনা করতেন ওই যুবক।

ছবি সংগৃহীত।

০৫ ২২
photo of Kohistan video case

২০১০ সালের কথা। সেই সময় স্ত্রী এবং দুই ভাইয়ের সঙ্গে মানসেহরাতে বসবাস করতেন। তাঁর ওই দুই ভাই বিন ইয়াসির এবং গুল নজ়র নিজেদের গ্রাম গদারে গিয়েছিলেন। গ্রামে একটি বিয়ে ছিল। সেখানে গিয়েছিলেন আফজ়লের ওই দুই ভাই।

ছবি সংগৃহীত।

০৬ ২২
photo of Kohistan video case

বিয়েবাড়িতে নাচগান চলছিল। সেখানে নাচগান করছিলেন ৫ জন মহিলা। পা মিলিয়েছিলেন আফজলের এক ভাই। নাচগানের ভিডিয়ো তুলছিলেন আফজ়লের অন্য এক ভাই। ভিডিয়োতে ৪ জন মহিলাকে স্পষ্ট ভাবে দেখা গিয়েছিল। তবে পঞ্চম মহিলার মুখ দেখা যায়নি।

ছবি সংগৃহীত।

০৭ ২২
representative photo of Khap Panchayat

এর ২ বছর পর ২০১২ সালে আচমকা ওই ভিডিয়োটি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। আর তার পরই ভিডিয়োটি ঘিরে তুমুল বিতর্ক শুরু হয় ওই এলাকায়। ভিডিয়োতে মহিলারা নাচগান করছেন। তাঁদের সঙ্গে এক যুবক। যা একেবারেই পছন্দ করেননি এলাকার মাতব্বররা। যুবকের সঙ্গে নাচগান করছেন মহিলারা— এটা দেখে রুষ্ট হয় স্থানীয় পঞ্চায়েত ‘জিরগা’ (খানিকটা খাপ পঞ্চায়েতের মতো)।

প্রতীকী ছবি।

০৮ ২২
representative photo of Khap Panchayat

ভিডিয়োতে যে ৫ মহিলাকে দেখা গিয়েছে, তাঁদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যে দুই যুবক ওই ভিডিয়োর সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরও হত্যা করার নির্দেশ দেয় ওই পঞ্চায়েত।

প্রতীকী ছবি।

০৯ ২২
representative photo of deadbody

২০১২ সালের জুন মাসে খবর ছড়ায় যে, ওই ৫ মহিলাকে সম্মানরক্ষার্থে নির্মম ভাবে খুন করেছেন তাঁদের বাবা, ভাইরা। খুনের পর দেহ লোপাট করা হয় বলে অভিযোগ। বাজ়িঘা, সারিন জান, বেগম জান, আমিনা এবং শাহিন নামে ওই ৫ মহিলাকে হত্যার কথা জানতে পারেন আফজ়লও।

প্রতীকী ছবি।

১০ ২২
photo of kohistan Video case

আফজ়ল জানতে পারেন যে, তাঁর এক ভাই ওই ভিডিয়ো তুলেছিলেন। আর অন্য ভাই ওই ভিডিয়োতে নেচেছিলেন। এর পরই পুলিশের দ্বারস্থ হন আইনের ছাত্র আফজ়ল। কিন্তু প্রথমে আফজ়লের অভিযোগ নিতেই চায়নি পুলিশ। কারণ তখন সেখানে পুলিশের ভূমিকা নামমাত্রই ছিল। আইনকানুন আসলে ছিল খাপ পঞ্চায়েতের হাতে। পুলিশ এ-ও দাবি করে যে, ওই ৫ মহিলা বেঁচে রয়েছেন।

ছবি সংগৃহীত।

১১ ২২
representative photo of pak police

পুলিশের নিষ্ক্রিয়তার পর দমে যাননি আফজ়ল। গ্রাম থেকে শহরে গেলেন। বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের অফিসে ঘুরলেন। গোটা ঘটনার কথা জানালেন তিনি। ২০১২ সালের জুন মাসে প্রথম বার পাকিস্তানের সংবাদপত্রে এই ঘটনার খবর প্রকাশিত হয়।

প্রতীকী ছবি।

১২ ২২
photo of pak supreme court

এর পরই পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আফজ়ল। স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুরু করে পাক শীর্ষ আদালত। গঠন করা হয় একটি তদন্ত কমিটি। ৫ মহিলা বেঁচে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে কোহিস্তানে যায় ওই কমিটি।

ছবি সংগৃহীত।

১৩ ২২
photo of kohistan Video case

তদন্ত কমিটির কাছে ৫ মহিলাকে দেখানো হয়। কমিটির সদস্যরা দেখেন যে, ওই ৫ মহিলা বেঁচে রয়েছেন। এ কথা জানানো হয় আদালতকে। কিন্তু কমিটির এক সদস্য ফরজ়ানা বারির সন্দেহ হয়। তিনি দাবি করেন যে, যে ৫ মহিলাকে দেখানো হয়েছে, তাঁরা ভিডিয়োর ৫ মহিলা নন।

ছবি সংগৃহীত।

১৪ ২২
photo of pak court

ফরজ়ানা দাবি করেন যে, ২০১০ সালে ভিডিয়োটি তৈরি করা হয়েছিল। তাতে যে মহিলাদের দেখা গিয়েছে, তাঁদের বয়স আর তদন্ত কমিটির কাছে যে ৫ মহিলাকে দেখানো হয়েছে, তাঁদের বয়সের অনেক ফারাক। আফজ়লও এই ব্যাপারে ফরজ়ানার সঙ্গে সহমত হন। কিন্তু এই নিয়ে কোনও প্রমাণ না পেশ করতে পারায় মামলাটি খারিজ করে দেয় আদালত।

ছবি সংগৃহীত।

১৫ ২২
representative photo of deadbody

মহিলাদের হত্যাকাণ্ড নিয়ে আফজ়লের সক্রিয়তা মোটেই ভাল চোখে দেখেননি এলাকার মাতব্বররা। তবে দমানো যায়নি আফজ়লকে। এই মামলার পুনর্তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আফজ়ল। এর মধ্যেই ২০১৩ সালে আরও একটি হত্যাকাণ্ড ঘটে। গদর এলাকায় আফজ়লের ৩ ভাইকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। আফজ়লের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেই সময় ওই বাড়িতে ছিলেন না আফজ়ল।

প্রতীকী ছবি।

১৬ ২২
photo of  pak court

সুপ্রিম কোর্ট আবার একটি কমিটি গঠন করে। আদালত এ-ও জানায় যে, ওই ৫ মহিলাকে আদালতে হাজির করানো হোক। তা হলেই স্পষ্ট হয়ে যাবে তাঁরা জীবিত রয়েছেন কি না। কিন্তু, বিপক্ষের আইনজীবীরা জানান যে,ওই এলাকা থেকে আদালতে মহিলাদের নিয়ে আসা ঠিক হবে না। প্রকাশ্যে এই ভাবে মহিলাদের হাজির করানো স্থানীয় রীতির পরিপন্থী। বিপক্ষের আইনজীবীর এই কথায় সম্মতি দেয় আদালত।

ছবি সংগৃহীত।

১৭ ২২
photo of kohistan Video case

২০১৬ সালে আবার ওই এলাকায় পৌঁছয় সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি। আবার ৫ মহিলাকে দেখানো হয়। একই সন্দেহ হয় ফরজ়ানার। তদন্ত কমিটির সামনে যে ৫ মহিলাকে দেখানো হয়েছে, তাঁদের ছবি সেই সময় রয়টার্সের এক সাংবাদিককে দেন ফরজ়ানা। ওই সাংবাদিক ২০১০ সালের ভিডিয়োর ৫ মহিলার ছবি এবং তদন্ত কমিটির সামনে দেখানো ৫ মহিলার ছবি এক কি না যাচাই করতে ‘ডিজ়িটাল বেরিয়ার্স’ নামে এক ব্রিটিশ সংস্থার সাহায্য নেন। এর পরই স্পষ্ট হয় যে, ভিডিয়োতে যে মহিলাদের দেখা গিয়েছে, আর তদন্ত কমিটির কাছে যে মহিলাদের হাজির করানো হয়েছে, তাঁরা এক নন।

ছবি সংগৃহীত।

১৮ ২২
photo of pak police

এই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেন ফরজ়ানা। এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৮ সালের অগস্টে এই ঘটনায় এফআইআর দায়ের করে কোহিস্তান পুলিশ। তদন্তের পর পুলিশ জানায় যে, সিরান জান, বেগম জান এবং বাজ়িঘাকে হত্যা করা হয়েছে। কিন্তু বাকি ২ মহিলা আমিনা এবং শাহিন জীবিত। তবে তাঁদের বেঁচে থাকার কোনও প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ।

প্রতীকী ছবি।

১৯ ২২
representative photo of arrest

পুলিশের রিপোর্ট মোতাবেক বাজ়িঘা, সারিনার বাবা এবং বেগমের ভাইকে গ্রেফতার করা হয়। খুনের কথা গর্বের সঙ্গে স্বীকার করেন তাঁরা। এর মধ্যেই , ২০১৪ সালে আফজ়লের তিন ভাইকে হত্যার ঘটনায় এক জনকে মৃত্যুদণ্ডের সাজার নির্দেশ দেওয়া হয়। বাকি ৫ জনকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

প্রতীকী ছবি।

২০ ২২
photo of kohistan Video case

৫ মহিলার হত্যাকাণ্ডের সাজা ঘোষণার আগে আরও রক্ত ঝরে। খুনের বিচার চাওয়ার জন্য লড়াই করার ফলে এলাকার মাতব্বরদের রোষের মুখে পড়েছিলেন আফজ়ল। তাই এলাকায় যেতে পারতেন না। সেই সময় অ্যাবটাবাদে চলে গিয়েছিলেন। সেখানেই থাকছিলেন। আর সেখানেই ঘটে যায় আরও এক হত্যাকাণ্ড।

ছবি সংগৃহীত।

২১ ২২
photo of kohistan Video case

২০১৯ সালের ৬ মার্চ আফজ়লকে গুলি করে খুন করা হয়। ‘সম্মানরক্ষার্থে খুন’-এর বিচারের জন্য যে যুবক লড়াই চালিয়েছেন, তাঁকেই নিজের জীবন দিতে হল।

ছবি সংগৃহীত।

২২ ২২
photo of kohistan Video case

ওই বছরের সেপ্টেম্বর মাসে বাজ়িঘা, সারিনার বাবা এবং বেগমের ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় আরও ধৃত ৫ জনকে বেকসুর খালাস করা হয়। তবে সাজা দেখে যেতে পারেননি আফজ়ল। তার আগেই তাঁকে খুন করা হয়। সম্মানরক্ষার্থে খুনের সাজা ঘোষণা হলেও শাহিন এবং আমিনাকে নিয়ে রহস্য কাটেনি। তাঁদের সম্পর্কে আর কিছুই জানা যায়নি।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy