Know the salaries of Prabhas, Prithviraj Sukumaran, and others for the 400 crore rupees action thriller film Salaar dgtl
Salaar Cast Fees
‘ডাঙ্কি’র পরের দিন মুক্তি, ‘সালার’-এ অভিনয় করে পারিশ্রমিকে কি শাহরুখদের টেক্কা দিলেন প্রভাসেরা?
বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। অন্য দিকে ‘ডাঙ্কি’ ছবিটি তৈরি করতে ৮৫ থেকে ১২০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে বলিপাড়া সূত্রে খবর। ছবি দু’টি মুক্তির পর বক্স অফিসে কে এগিয়ে থাকবে তা-ই দেখার।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বছর শেষ। ডিসেম্বর মাসের অন্তিম পর্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দুই জনপ্রিয় তারকার ছবি। মাঝে মাত্র এক দিনের ব্যবধান। ফিল্ম বিশেষজ্ঞদের অনুমান, বক্স অফিসে শাহরুখ খান এবং প্রভাসের ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে শাহরুখকে কি প্রভাস টেক্কা দিতে পারলেন?
০২১৫
২১ ডিসেম্বর রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডাঙ্কি’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান এবং তাপসী পন্নুকে।
০৩১৫
শাহরুখ এবং তাপসী ছাড়াও ভিকি কৌশল, বোমান ইরানি এবং সতীশ শাহের মতো বলি তারকারা অভিনয় করেছেন ‘ডাঙ্কি’ ছবিতে।
০৪১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘ডাঙ্কি’ ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ২৮ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।
০৫১৫
‘ডাঙ্কি’ মুক্তির ঠিক এক দিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘সালার’। দক্ষিণী পরিচালক প্রশান্ত নীল এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন।
০৬১৫
‘সালার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা প্রভাসকে।
০৭১৫
তবে পারিশ্রমিকের দিক থেকে নাকি শাহরুখকে টেক্কা দিয়েছেন প্রভাস। বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিতে অভিনয় করে ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস।
০৮১৫
বলিপাড়ার অধিকাংশের অনুমান, ‘সালার’ ছবি মুক্তির পর লভ্যাংশের প্রায় ১০ শতাংশ অতিরিক্ত পারিশ্রমিক হিসাবে পাওয়ারও সম্ভাবনা রয়েছে প্রভাসের।
০৯১৫
‘সালার’ ছবিতে প্রভাস ছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে। এই ছবিতে প্রভাসের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
১০১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিতে অভিনয় করে চার কোটি টাকা আয় করেছেন পৃথ্বীরাজ।
১১১৫
‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসনকে।
১২১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিতে অভিনয় করে আট কোটি টাকা উপার্জন করেছেন শ্রুতি।
১৩১৫
অন্য দিকে ‘ডাঙ্কি’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী তাপসী পন্নুকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তাপসী।
১৪১৫
‘সালার’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেতা জগপতি বাবুকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে চার কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জগপতি।
১৫১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘সালার’ ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। অন্য দিকে ‘ডাঙ্কি’ ছবিটি তৈরি করতে ৮৫ থেকে ১২০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে বলিপাড়া সূত্রে খবর। ছবি দু’টি মুক্তির পর বক্স অফিসে কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার।