Know the rules and regulation of IPl auction 2024 dgtl
IPL Auction 2024
কোন নিয়মে হবে এ বারের আইপিএলে ৩৩৩ জন ক্রিকেটারের নিলাম?
১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম কোন পদ্ধতিতে হবে? কখন থেকে শুরু হবে নিলাম পর্ব? জেনে নিন সব নিয়ম।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আগামী ১৯ ডিসেম্বর হবে আইপিএল এর মিনি নিলাম। দুবাইয়ের মাটিতে এই বছর ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। এই প্রথম আইপিএল এর নিলাম হতে চলেছে দেশের বাইরে। কী ভাবে হবে নিলাম? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।
০২১২
আইপিএলের নিলামে ৩৩৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তাঁদের ভাগ করা হয়েছে ১৯টি বিভাগে। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম কোন পদ্ধতিতে হবে? কখন থেকে শুরু হবে নিলাম পর্ব? জেনে নিন সব নিয়ম।
০৩১২
প্রতি বার নিলামে যেমন সব ক্রিকেটারকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়, এ বারেও সেটা করা হয়েছে।
০৪১২
ব্যাটার, অলরাউন্ডার, উইকেটরক্ষক, পেসার এবং স্পিনারদের আলাদা আলাদা বিভাগ।
০৫১২
প্রথম বিভাগে যেমন রয়েছেন ব্যাটারেরা। দেশের হয়ে খেলা দামি ক্রিকেটারেরা মূলত এই বিভাগে রয়েছেন। হ্যারি ব্রুক, ট্রেভিস হেড, করুণ নায়ারদের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে এই বিভাগে।
ছবি: পিটিআই
০৬১২
তাঁদের দিয়েই দুপুর ২.৩০ থেকে শুরু হবে নিলাম। এই বিভাগে যেমন ২ কোটি টাকার ক্রিকেটারেরা রয়েছেন, তেমনই ১ কোটি এবং ৫০ লক্ষ টাকার ক্রিকেটারেরাও রয়েছেন।
০৭১২
এর পরে নিলাম হবে অলরাউন্ডারদের। সেই তালিকায় বিশ্বকাপে ভাল খেলা ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটারেরা রয়েছেন। উইকেটরক্ষক, পেসার এবং স্পিনারদের নাম ডাকা হবে এর পর।
০৮১২
দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারদের রাখা হয়েছে প্রথম পাঁচটি বিভাগে। তার পর রয়েছেন দেশের হয়ে না খেলা ক্রিকেটারেরা।
ছবি: পিটিআই
০৯১২
সেখানেও ভারত এবং বিদেশি ক্রিকেটারদের মিশিয়েই বিভাগ তৈরি করা হয়েছে। এমন করেই মোট ১৯টি বিভাগে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।
১০১২
তবে নিলামে ৩৩৩ জন ক্রিকেটারেরই নাম ডাকা হবে এমন নয়। কিছুটা নিলামের পর দলগুলি ঠিক করে নেয় কোন কোন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
১১১২
তখন সেই দলগুলির জমা দেওয়া নামের ভিত্তিতে ক্রিকেটারদের নিলাম করা হয়। সেখান থেকেই দলগুলি কিনে নেবে নিজেদের পছন্দের ক্রিকেটারদের।
১২১২
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। ভারতীয় সময় দুপুর ২.৩০ থেকে শুরু হবে নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।