Know net worth of Ranveer Allahbadia, the most controversial YouTuber in india dgtl
Ranveer Allahbadia
দেশজোড়া বিতর্ক, এক দিনেই খোয়ালেন ২০ লক্ষ অনুগামী! কত আয় করেন রণবীর ইলাহাবাদিয়া?
রণবীর ভারতের শীর্ষস্থানীয় বিষয়বস্তু নির্মাতা, উদ্যোক্তা এবং সমাজমাধ্যমের প্রভাবশালীদের অন্যতম। ২০১৪ সালে তাঁর প্রথম ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ এসে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন খ্যাতনামী ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। গোটা দেশ জুড়ে চলছে বিতর্ক, সমালোচনা। বাবা-মায়ের যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করে খবরের শিরোনামে রণবীর।
০২১৬
একের পর এক সমালোচনামূলক মন্তব্য ধেয়ে আসছে এই সমাজমাধ্যম প্রভাবীর দিকে। জনপ্রিয় ইউটিউব শোয়ে এসে অশ্লীল মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।
০৩১৬
তাঁর মন্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হওয়ার পরে ক্ষমা চেয়ে নিয়েছেন রণবীর। জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বীকার করেছেন যে, তাঁর মন্তব্য অনুপযুক্ত এবং কোনও ভাবেই মজার নয়। বিতর্কের আবহে বিতর্কিত ওই ভিডিয়ো ইউটিউব থেকে সরানো হয়েছে বলেও খবর।
০৪১৬
বিখ্যাত ইউটিউবার এবং প্রভাবশালী রণবীর ইলাহাবাদিয়া ‘বিয়ারবাইসেপস’ নামে অনুগামীদের কাছে অধিক পরিচিত। কয়েক বছর ধরে ইউটিউবে বিভিন্ন বিষয়ে জনপ্রিয় পডকাস্ট সঞ্চালনা করে আসছেন তিনি। প্রতিটি ভিডিয়োই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ইউটিউবে।
০৫১৬
রণবীর ভারতের শীর্ষস্থানীয় বিষয়বস্তু নির্মাতা, উদ্যোক্তা এবং সমাজমাধ্যমের প্রভাবশালীদের অন্যতম। ২০১৪ সালে তাঁর প্রথম ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। এর পর তিনি ইনস্টাগ্রাম এবং অন্যান্য সমাজমাধ্যমেও নিজের ভিডিয়ো নিয়ে হাজির হন।
০৬১৬
সেই সূত্রে এক দশকে বিশাল সংখ্যক অনুগামী তৈরি হয়েছে তাঁর। ইনস্টাগ্রামে তাঁর ৩৪ লক্ষ অনুসরণকারী বা ফলোয়ার আছেন। ১ কোটির বেশি নেটমাধ্যম ব্যবহারকারী অনুগামী আছে তাঁর ইউটিউবে চ্যানেলের। এ ছাড়া নিয়মিত পডকাস্টও করেন তিনি। কে নেই রণবীরের সেই অতিথি তালিকায়?
০৭১৬
বলিউড, রাজনীতি কিংবা খেলাধুলোর দুনিয়ার অতিথিরা হাজির হন রণবীরের আলাপচারিতার অনুষ্ঠানে। এ আর রহমান থেকে অক্ষয় কুমার, জন আব্রাহাম, জাহ্নবী কপূর এবং যুবরাজ সিংহের মতো তারকারা অতিথি হয়ে আসেন তাঁর অনুষ্ঠানে।
০৮১৬
রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব-যাত্রা শুরু হয়েছিল তাঁর প্রথম ইউটিউব চ্যানেল ‘বিয়ারবাইসেপস’ দিয়ে। এর মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যসচেতনতা। কিন্তু পরবর্তী কালে তিনি আধ্যাত্মিকতা এবং আত্ম-উন্নতির মতো বিষয়গুলিও এর সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। এখন ইউটিউবেই মোট সাতটি চ্যানেল রয়েছে রণবীরের।
০৯১৬
সাম্প্রতিক বিতর্কের মধ্যে এক দিনেই নিজের চ্যানেলের প্রায় ২০ লক্ষ অনুগামী হারিয়েছেন রণবীর। এমনটাই দাবি সংবাদমাধ্যমগুলির। তা সত্ত্বেও এখনও সম্পত্তির নিরিখে ভারতের নেটপ্রভাবীদের মধ্যে তাঁর নাম তালিকার উপরের দিকেই রয়েছে। ৩১ বছর বয়সি রণবীরের আয়ের পরিমাণও যথেষ্টই চোখধাঁধানো।
১০১৬
রণবীরের জন্ম ১৯৯৩ সালের ২ জুন মুম্বইয়ে এক ব্যবসায়ী পরিবারে। অম্বানীদের স্কুলে পড়াশোনা শেষ করেন তিনি। তার পর তিনি দ্বারকাদাস জে সাংভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১১১৬
২২ বছর বয়সে তাঁর ইউটিউব যাত্রা শুরু হয়। ইউটিউবারের আয়ের প্রধান উৎস হল সমাজমাধ্যমে বিজ্ঞাপন, ব্র্যান্ডের প্রচার। বিভিন্ন পণ্য সংস্থার প্রচারের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সুদর্শন ও তরুণ এই ইউটিউবার।
১২১৬
বিখ্যাত কিছু ব্র্যান্ডের সঙ্গে ইতিমধ্যে যুক্ত তিনি। সেই সমস্ত পণ্যসংস্থার চুক্তি থেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন হয় তাঁর। রণবীর এই সমস্ত নামীদামি ব্র্যান্ডগুলি থেকে প্রতি মাসে আনুমানিক ১৫- ২০ লক্ষ টাকা আয় করেন।
১৩১৬
রণবীরের মূল আয়ের উৎসটি হল তাঁর ইউটিউব চ্যানেল। এ ছাড়া তাঁর পডকাস্ট, ‘দ্য রণবীর শো’, থেকে আয় হয় ৫ থেকে ৭ লক্ষ টাকা। তাঁর মোট সম্পত্তির মূল্য বর্তমানে ৬০ কোটি টাকা।
১৪১৬
তিনি তাঁর সমস্ত ব্যবসায়িক উদ্যোগ থেকে মাসে মোট ৩৫ লক্ষ টাকা আয় করেন, তার মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চুক্তি, পডকাস্ট এবং ইউটিউব চ্যানেল।
১৫১৬
এ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে তিনি তৈরি করেছেন এমন একটি সংস্থা, যা বিষয়বস্তু নির্মাণ ও বিপণনের সঙ্গে যুক্ত কাজকর্ম দেখাশোনা করে। বিভিন্ন সংস্থা, ব্র্যান্ড ও নেটপ্রভাবীরা যাতে সহজে বিষয়বস্তু তৈরি করতে পারেন সেই বিষয়ে এই সংস্থা পরামর্শ দিয়ে থাকে।
১৬১৬
রণবীরের একটি স্কোডা কোডিয়াক গাড়ি আছে, যার দাম প্রায় ৩৪ লক্ষ টাকা। তিনি মুম্বইয়ের জুহুতে একটি প্রশস্ত এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন, যার মাসিক ভাড়া ৫ লক্ষ টাকা।